- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ধুমপান মুক্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য প্রচারাভিযান

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড, ফিলিপাইনস, ভিয়েতনাম, নাগরিক মাধ্যম, ব্যবসা ও অর্থনীতি, যুবা, সরকার, স্বাস্থ্য

দক্ষিণ-পূর্ব এশিয়াতে তরুণদের ধূমপান করা থেকে নিরুৎসাহিত করতে বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। একটি নতুন প্রচারাভিযানে নেতৃত্ব প্রদানকারী গ্রুপগুলোর মধ্যে একটি হচ্ছে দক্ষিণ এশিয়া তামাক নিয়ন্ত্রণ জোট (এসইএটিসিএ [1])।

এ গ্রুপটির মূল লক্ষ্যের মধ্যে আছে, এ অঞ্চলে “কার্যকরী তামাক নিয়ন্ত্রণ নীতির উন্নয়ন এবং প্রতিস্থাপন”। এসইএটিসিএ তাঁদের ওয়েবসাইটে যেসব কর্মকান্ডের সম্পর্কে রিপোর্ট করেছে, আসুন সেগুলো পর্যালোচনা করি।

এ মাসের শুরুতে থাইল্যান্ডের প্রায় ১৪০ জন শিক্ষার্থী এবং তরুণ ফিলিপ মরিস ইন্টারন্যাশনালের ব্যাংককে অবস্থিত দপ্তরের সামনে একটি প্রতিবাদ র‍্যালীতে [2]অংশ নেয় এবং থাইল্যান্ড সরকারের বিরুদ্ধে এটি যে মামলা করেছে, তা তুলে নেয়ার দাবি জানায়। [3] এই থাইল্যান্ড সরকার সিগারেটের প্যাকেটে শতকরা ৮৫ ভাগ ছবিসহ সতর্কবাণী চেয়ে একটি আদেশ জারি করে। থাইল্যান্ডে তামাক ব্যবহারের কারনে প্রতিদিন ১৪০ জন মারা যায়, যার স্মারক হিসেবে এতে ১৪০ জন প্রতিবাদকারী প্রতিবাদ জানায়।

বিষয়টি সম্পর্কে বেশ কয়েকটি গ্রুপ মিলে ফিলিপ মরিসের উদ্দেশ্যে একটি খোলা চিঠি [4]ও ইস্যু করেছেঃ

আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন, যারা ইতোমধ্যে মারা গেছে বা অসুস্থ, সেসব গ্রাহকদের স্থলাভিষিক্ত করতে আরো শিশু এবং তরুণদের আকর্ষনের মাধ্যমে আপনার পণ্যটির বিক্রয়ের পরিমান বাড়াতে গণস্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে মোকদ্দমাটি নথিভুক্ত করে আপনি থাই ঘরোয়া আইনসম্মত ব্যাপারকে উপেক্ষা করার চেষ্টা করছেন কিনা ?

Thai students warn against the dangers of smoking. Photo from Facebook of ASH Thailand [5]

থাই শিক্ষার্থীরা ধূমপান বিরোধী ব্যানার হাতে নিয়ে সতর্ক করছে। ছবিঃ অ্যাশ থাইল্যান্ডের ফেসবুক পাতা থেকে। 

Anti-Smoking Protest in Bangkok [6]

ব্যাংককে ধূমপান বিরোধী আন্দোলন। ছবিঃ অ্যাশ ফেসবুকের পাতা থেকে  

অতঃপর দুই সপ্তাহ আগে ভিয়েতনামে রিপোর্ট করা হয়েছে, সিগারেটের প্যাকেটে গ্রাফিক স্বাস্থ্য সতর্কবাণী [7]সংযোজন বাধ্যতামূলক করে যে আইন করা হয়েছিল তা ইতোমধ্যে সরকার বাস্তবায়ন করা শুরু করেছে।

Graphic Health Warning in Vietnam. Photo by Vinacosh/Ms.Doan Thu Huyen [7]

ভিয়েতনামে গ্রাফিক স্বাস্থ্য সতর্কবাণী। ছবীঃ ভিনাকশ/এমএস ডন 

ভিয়েতনামের একজন পপ সঙ্গীত শিল্পী জনাব ত্রিন থাং বিন ধুমপানের বিরুদ্ধে একটি গান [8]তৈরি করেছেন, যার মিউজিক ভিডিও এটি।

কম্বোডিয়া রেড ক্রস ইয়ুথের সদস্যরা কম্বোডিয়াতে “বিক্রয় কেন্দ্রে ছোট ছোট পোস্টার লাগিয়ে তামাকের বিজ্ঞাপন এবং বিক্রয় বৃদ্ধিতে নিয়ম ভঙ্গ করা সম্পর্কে সিগারেটের খুচরা বিক্রেতাদের সতর্ক করতে”একটি প্রচারাভিযান শুরু করতে নগর কর্মকর্তাদের নিয়ে দল গঠন করেছে। [9]

…তরুণরা “তামাকের যেকোন ধরনের বিজ্ঞাপন সরকারের উপ-ডিক্রি লঙ্ঘন করে” এবং “সিগারেটের বিজ্ঞাপন না দেয়ার জন্য ধন্যবাদ” বার্তা সম্বলিত সাইনবোর্ড বহন করছিল। তরুণ স্বেচ্ছাসেবকেরা স্থানীয় কর্তৃপক্ষকে সাথে নিয়ে মুদির দোকান এবং রেস্তোরাঁগুলোতে সিগারেটের বিজ্ঞাপন দেয়া হচ্ছে কিনা, সে বিষয়ে তল্লাশি চালিয়েছে। যখনই কোন দোকান বা রেস্তোরাঁয় তাঁরা সিগারেটের বিজ্ঞাপন পেয়েছে তখনই তাঁরা সাইনবোর্ড হাতে সেগুলোর সামনে দাড়িয়ে পরেছে।

আলবায়তে অবস্থিত লেগাজপি সিটিতে বিকল বিশ্ববিদ্যালয় মাঠে বিশ্বের সবচেয়ে বড় ধূমপান – নয় – এর মানব লোগো তৈরি করার প্রচেষ্টায় ফিলিপাইনে ১৪ হাজার লোক অংশগ্রহণ করেছে।

Human No-Smoking Logo in Albay, Philippines. Photo from @PhilippineStar [10]

অ্যালবেই তে মনুষ্য ধূমপান নয় লোগো। ছবিঃ ফিলিপিনস্টার

জেসা আকুনা এই ঘটনাটিতে গর্ববোধ [11] করছেনঃ

এটি শুধুমাত্র একটি বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা নয়, বরং বিভিন্ন রোগের সবচেয়ে বড় প্রতিরোধযোগ্য কারন হচ্ছে ধূমপান, যেটি সম্পর্কে ফিলিপাইনের অধিবাসীদের এবং বিশ্বজুড়ে সকলের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য একটি বিশাল পদক্ষেপ।

মনোযোগ আকর্ষণ এবং দেশব্যাপী প্রচারের ফল স্বরূপ, কর্মকর্তারা আশা করছেন যে এটা প্রত্যেক ফিলিপাইন বাসীদের উপর ব্যাপক প্রভাব ফেলবে। আমি একজন গর্বিত আলবায়ানো এবং এই প্রচারণা সমর্থনের জন্য এটি আমার নিজের সামান্যতম একটি উপায়। এটাকে শুধুমাত্র একটি ঘটনা ভাববেন না, বরং এটি আমাদের জন্য একটি অনু স্মারক।

দেশে ই-সিগারেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা উপলব্ধি করে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন পণ্যটির প্রচার বিপদ সম্পর্কে উপদেষ্টা [12]নিয়োগ করেছে:

জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে, ইলেক্ট্রনিক সিগারেট যুব এবং শিশুদের মধ্যে ধূমপান উৎসাহিত করে। এটি তাদের ধূমপানের বিপদ ও ঝুঁকি সম্পর্কে উদাসীন করে তোলে। এটা ধূমপান ও তামাক ব্যবহার বন্ধ করার জন্য স্বাস্থ্য বিভাগের লক্ষ্যের বিরোধী।

জনগণকে সব সময় ধূমপান না করা এবং সিগারেট, সিগার বা ই-সিগারেট ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়াও ফিলিপাইন মেডিকেল অ্যাসোসিয়েশন ই-সিগারেট ব্যবহারের নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করেছে [13]:

… প্রবক্তারা এবং প্রবর্তকদের দাবী অনুযায়ী ই-সিগারেট একটি ‘বিকল্প লাইফস্টাইল’ নয়। আসলে একটি নতুন এবং ‘বিকল্প কলঙ্ক’, যেটি জনগণকে শেখানো উচিত নয়, বিশেষ করে আমাদের শিশুদের।

আমাদের বাচ্চারা সহজেই এই নতুনত্ব ডিভাইস দ্বারা আকৃষ্ট এবং ধূমপানের জন্য প্রতারিত হয়। আমাদের রাষ্ট্রপতির ধূমপানের কথা প্রকাশিত হওয়া সত্ত্বেও, তিনি এখনও এই দেশে ধূমপানের বিরুদ্ধে আমাদের যুদ্ধের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারেন।