- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

সৌদি সক্রিয় কর্মীকে তার আইনজীবীদের কাছ থেকে বিছিন্ন করার চেষ্টা

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., সৌদি আরব, আইন, নাগরিক মাধ্যম, মানবাধিকার

এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ: সৌদি আরবে সংস্কারবাদীদের বিচার [1] এর অংশ

উমর আল-সাইদের [2]চলমান বিচারের চতুর্থ অধিবেশন আজ ১ সেপ্টেম্বর সৌদি শহর বুরাগাহে অনুষ্ঠিত হয়েছে। আল সাইদ দেশের নেতৃস্থানীয় মানবাধিকার সংস্থা, সৌদি নাগরিক ও রাজনৈতিক অধিকার এসোসিয়েশন [3] (এসিপিআরএ) এর সহযোগী সদস্য। বিচারক আটক কর্মীকে তার আইনজীবীর থেকে আলাদা রাখা অব্যাহত [4]রেখেছেন। সুতরাং তিনি “তার সত্য ব্যক্তিত্ব জানেন অথবা তিনি শুধু একজন অনুগামী”।

যখন বন্দি তার আইনজীবীর কাছে কোন বিষয়ে পরামর্শ চান তখন তাঁকে জোরে কথা বলতে বাধ্য করা হয়।

আগের সেশনে, আল-সাইদ কারাগারে তাঁকে হয়রানির বিষয়ে অভিযোগ করেন এবং এর তদন্ত দাবি করেন। আজ বিচারক বলেন, এই অনুরোধের ব্যাপারে তাঁর কিছুই করার ছিল না। কিন্তু তদন্ত ব্যুরো এবং পাবলিক প্রসিকিউশন যতক্ষণ না তদন্ত করে ততদিন পর্যন্ত তিনি এই শুনানির সেশন স্থগিত রাখতে পারেন। আইনজীবীরা তখন বলেন, ব্যুরোর সাথে যোগাযোগের ক্ষেত্রে তাদের আগের সব প্রচেষ্টা অনর্থক প্রমাণিত হয়েছে।

উপরন্তু, শুনানির সময় আইনজীবিরা বিবাদীর হাতকড়া অপসারণ করারও দাবি জানান। কিন্তু কোন ব্যাখ্যা প্রদান না করেই বিচারক তা প্রত্যাখ্যান করেন। বিচারক যখন বলেন যে আল-সাইদ হয়তো শুধুমাত্র একজন অনুগামী হতে পারেন, তখনও তারা তাঁদের আপত্তি প্রকাশ করেন।

আইনজীবীরা অবশেষে এক মাসের স্থগিতাদেশ জন্য আবেদন করেন যাতে তারা কারাগারে বন্দি হয়রানি বন্ধ করার চেষ্টা করতে পারেন। আসন্ন সেশনটি আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

নারীরা এখনও রাজনৈতিক পাবলিক বিচারে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ রয়েছেন। এক বিচারক বলেছেন, “পুরুষরাই যথেষ্ট ভাল” [5]

#عمر _ السعيد হ্যাশট্যাগের অধীনে বিচারের সময় কি ঘটেছে টুইটারে নেটিজেনরা তা নিয়ে আলোচনা করেছেন, যেখানে আল-সাইদের নাম আরবিতে অনুবাদ করা হয়েছে।

এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ: সৌদি আরবে সংস্কারবাদীদের বিচার [1] এর অংশ