স্বাস্থ্য + উপাত্ত = ২০১৪ নাইট নিউজ চ্যালেঞ্জ

গত কয়েক বছরে, দ্যা নাইট নিউজ ফাউন্ডেশন এবং এটির নাইট নিউজ চ্যালেঞ্জ প্রচার মাধ্যমে নতুনের প্রবর্তক হিসেবে তাঁদের নাম প্রতিষ্ঠিত করেছে; আপনি তাঁদেরকে বিভিন্ন নাগরিক প্রচার মাধ্যম-ভিত্তিক প্রকল্পে এবং এমনকি গ্লোবাল ভয়েসেসের ওয়েবসাইটে (চিকাস পোডেরোসাস – এর ওপর করা আমাদের সাম্প্রতিক ফিচারসহ) দেখতে পাবেন।

knight-logo-3000

নাইট ফাউন্ডেশন কমুনিকেশনের ওয়েবসাইট থেকে মিডিয়াতে ব্যবহারের জন্য উন্মুক্ত লোগো। 

আইসিটি৪ডি* – তে কর্মরত অন্যান্যদের জন্য যেসব কাজের উপকরণগুলো অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ বলে মনে হয়, নাইট সেসব প্রকল্পকে সমর্থন করে। যেমন, টোর, ফ্রিডম ফোন, উশাহিদি, ফ্রন্টলাইন এসএমএস এবং আরো অন্যান্য। সাংবাদিকতার জন্য তাঁদের সমর্থন প্রদান করাটা একেবারেই অনন্য – ফাস্ট কোম্পানি যেমনটি লক্ষ্য করেছে – নাইটের সিইও এলবার্তো ইবারগুয়েনের কথা বললে বলতে হয়, তিনি কম বেশী যেকোন উদাহরণকে উপেক্ষা করে সিদ্ধান্ত নিয়ে থাকেনঃ

“সবচেয়ে চৌকশ, সেরা সাংবাদিকদের তিনি বরং কোন উদাহরণ না দিয়েই দিক নির্দেশনা দিয়ে থাকেন। তিনি বলেন না কীভাবে উডওয়ার্ড ও বার্নস্টেইন হতে হয়, কীভাবে ১৯৭৫ হতে হয়,” ইবারগুয়েন বলেন, “ একটি ভালো বিনিয়োগ হচ্ছে, এমন পথের অনুসন্ধান করতে হবে যেন লোকেরা তথ্য ছড়িয়ে দিতে ও ব্যবহার করতে পারে”।

এবং এর সাথে সাথে সংস্থাটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বড় বড় ইনস্টিটিউশন থেকে অনুদান নেয়া থেকে দূরে সরে এসেছে। এর পরিবর্তে এটি প্রারম্ভিক এবং প্রযুক্তি + অলাভজনক আচরন একসাথে এনেছে। গত সাত বছরে নিউজ চ্যালেঞ্জ সাংবাদিকতা, উন্মুক্ত সরকার, মোবাইল এবং স্থানীয় তথ্য বিস্তার বিষয়ক প্রকল্পগুলোতে অর্থ বরাদ্দ দিয়েছে।

ফাস্ট কোম্পানি তাঁদের অনুচ্ছেদে এটাও উল্লেখ করেছে, নতুন কিছু উদ্ভাবনের জন্য সামনে এগিয়ে যেতে ব্যর্থতাকে স্বীকৃতি দেয়াটাও সমান গুরুত্বপূর্ণ।

এ বছর দ্যা নাইট নিউজ চ্যালেঞ্জঃ স্বাস্থ্য যে প্রশ্নটিকে প্রাধান্য দেবে, সেটি হলঃ বিভিন্ন সম্প্রদায়ের স্বাস্থ্যের জন্য আমরা কীভাবে উপাত্ত এবং গণ বিষয়ক তথ্য সাজাতে পারি ?” 

এবার তাঁরা উপলক্ষটির আয়োজন করতে এবং আলোচনা করতে “কীভাবে উপাত্ত এবং তথ্য স্বাস্থ্যকর গোষ্ঠী তৈরি করতে পারে” অন্যান্য সংস্থার সাথে সহযোগিতা করবে – রবার্ট উড জনসন ফাউন্ডেশন, হেলথ ডাটা কন্সোর্টিয়াম, ক্লিনটন হেলথ মেটারস এবং ক্যালিফোর্নিয়া হেলথকেয়ার ফাউন্ডেশন সহকারে সেপ্টেম্বরের ৩ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত এ কার্যক্রমের অধীনে আসা যাবে। আপনার কাজ যদি স্বাস্থ্য ক্ষেত্রে প্রভাব ফেলার মত কিছু হয়, তবে আমরা আপনাকে সেখানে আবেদন করতে উৎসাহিত করব।

*আইসিটি৪ডি = ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন্স টেকনোলজি ফর ডেভেলপমেন্ট  

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .