মিশর আজ একটি “হাঁস” গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে – যেটির পালকের সাথে গুপ্তচরবৃত্তির জন্য ছোট গ্যাজেট (যন্ত্র) সংযুক্ত ছিল। হাঁসটি সম্ভবত একটি রাজহাঁস [আরবী ভাষায়] ছিল – এবং একটি গবেষণার জন্য এটি অনুসরণ করা হচ্ছিল। এখন সেটি নতুন মোড় নিয়েছে, সেই হাঁস বা রাজহাঁসটি একটি সারস পাখিও হতে পারে। টুইটারে, নেটি নাগরিকেরা এই উপলক্ষে মজা করেছেন।
ভিক্টর সালামা নোট লিখেছেন:
No, i'm not on drugs: It says here that #SpyDuck arrested in #Egypt is a swan & that it actually migrated from France http://t.co/6iEoSqFMYi
— Victor Salama (@VicoSalama) August 31, 2013
না, আমি নেশাগ্রস্ত নই: সেটা এখান বলছে, #মিশরে গ্রেফতারকৃত #স্পাইডাকটি একটি রাজহাঁস এবং এটি আসলে ফ্রান্স থেকে অভিবাসন করে এখানে এসেছে।
কিন্তু হাঁস – এখন রাজহাঁস – এমনকি একটি হাঁস বা একটি রাজহাঁস নাও হতে পারে, মোস্তফা হুসেন বলেছেন:
‘Spy’ swan is a White Stork. Common migratory bird in autumn,spring. Passes Sinai, Hurghada & Nile sth of Qena. https://t.co/c7FjQ0Cmq9#pt
— Mostafa Hussein (@moftasa) August 31, 2013
‘গুপ্তচর’ রাজহাঁসটি একটি সাদা সারস পাখি। বসন্ত, শরত্কালের প্রচলিত একটি পরিযায়ী পাখি। সিনাই, হুরঘাদা ও নীল নদের কুনা অতিক্রম করে আসে।
পাখিটি যাই হোক না কেন, হুসেন নামের একজন টুইটারে সেটাকে মুক্ত করে দেবার আহ্বান জানিয়েছেঃ
Free the poor bird RT @deenahsn: The spy swan behind bars! (half white, half black just like Natalie!) pic.twitter.com/1ZniggA9RV
— Mostafa Hussein (@moftasa) August 31, 2013
অসহায় পাখি আর.টি. @দিনাহসান কে মুক্ত করে দিন: বারের পিছনে গুপ্তচর সারস পাখি! (অর্ধেক সাদা, অর্ধেক কালো, ঠিক নাতালাই এর মত !)
চোখে দেখা পরিস্থিতির চেয়ে আরও কিছু অবস্থা আছে বলে মাহমুদ সালেম মজা করেছেন:
The curfew went from starting at 7 pm to starting at 11 pm the same day the #spyduck got arrested. Coincidence? Don't think so!
— السيد مانكي (@Sandmonkey) August 31, 2013
#স্পাইডাক গ্রেফতারের একই দিনে ১১ টায় শুরু হয়ে সন্ধ্যা ৭ টা পর্যন্ত কারফিউ চলে। কাকতালীয় ঘটনা? তা মনে করি না!
ও অস্টিন জি মাকেল বলেছেন, হাঁসের গল্পটি প্রলোভনও হতে পারে:
Now worried the #SpyDuck was a deliberate distraction and while we were all laughing they sold the #Suez canal to america or something…
— Austin G Mackell (@austingmackell) August 31, 2013
এখন ভাবছি যে, #স্পাইডাকটি ছিল একটি ইচ্ছাকৃত চিত্তবিনোদন এবং আমরা সবাই যখন হাসাহাসি করছি তখন তাঁরা #সুয়েজ খাল আমেরিকার কাছে বিক্রি করে দিচ্ছে … বা অন্য কিছু
তিমথায় ই কালদাস মৃদুহাস্য রস দেখিয়েছেনঃ
Salafi Abu Quacker message to #Egypt: I'm fighting sale of foie gras bc it's not halal & tortures my bros hence my attack on Gouna. #SpyDuck
— Timothy E Kaldas (@tekaldas) August 31, 2013
#মিশরে সালাফি আবু কুয়াকের বার্তা পাঠিয়েছেন: আমি ঘাসগুলো বিক্রি করতে রীতিমত যুদ্ধ করছি কারণ, এটা হালাল নয় এবং গউনাতে আমার আক্রমণের কারণে আমার ভাইকে নির্যাতন করা হয়। #স্পাইডাক
তারেক রেদয়ান পরিহাস করেছেন:
Anti-coup coalition calls for protests demanding release of Abu Quacker and son, Nour still debating implications. #SpyDuck
— Tarek Radwan (@tradwan) August 31, 2013
আবু কুয়াকের এবং তাঁর পুত্র নুরের মুক্তির দাবি জানিয়ে অভ্যুত্থান বিরোধী জোট বিক্ষোভ করেছে যা এখনও বিতর্কের প্রভাবযুক্ত।
আরো মজার কিছু পেতে #স্পাইডাক হ্যাশট্যাগটি দেখুন।