- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কলম্বিয়ায় জাতীয় কৃষি ধর্মঘট শুরু

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, কলম্বিয়া, খাদ্য, তাজা খবর, নাগরিক মাধ্যম, প্রতিবাদ

কৃষিক্ষেত্রে নেতৃত্ব দানকারী এমআইএ (বিনিময় ও চুক্তির জাতীয় কৃষি ও জনকল্যাণ ব্যুরো) গত জুলাই মাসে কলম্বিয়াতে একটি জাতীয় কৃষি ধর্মঘটের ডাক দিয়েছে। [1]এটি তাঁরা ১৯ আগস্ট, সোমবার থেকে শুরু করবে।

কৃষি মন্ত্রনালয় একটি জাতীয় ধর্মঘট প্রতিরোধ করতে সরকারকে পরিচালিত করার আগেই এই সংস্থাটি ৮ আগস্ট তারিখে তাঁদের দাবির একটি তালিকা [2][স্প্যানিশ ভাষায়] প্রদর্শন [3][স্প্যানিশ ভাষায়] করে। কিন্তু এটি এমনভাবে আবির্ভুত হয় যেন তাঁরা কোন ধরনের সমঝোতায় আসতে না পারে। তা সত্ত্বেও কয়েকজন কংগ্রেস সদস্য একটি সংলাপের পথ খোলার বিষয়ে তাঁদের ইচ্ছার কথা উল্লেখ করেন। [4]

কলম্বিয়া সোবেরানা তাঁদের ব্লগে দেয়া দাবির তালিকাটি পুনরায় পোস্ট [স্প্যানিশ ভাষায়] করেছেন [5]। তালকাটির ছয়টি প্রধান দাবি নিচে তুলে ধরা হলঃ

1. Exigimos la implementación de medidas y acciones frente a la crisis de la producción agropecuaria.
2. Exigimos acceso a la propiedad de la tierra.

১.আমরা কৃষি পণ্যের অভাবের বিপরীতে পরিমাপ এবং কার্যপ্রনালীর বাস্তবায়ন চাই।

২. আমরা জমির মালিকানা চাই।

বিভিন্ন ক্ষেত্রে ধর্মঘটটি সহমর্মিতার [6] জন্ম দিয়েছে। এগুলো অবশ্যই উদার সরকার ব্যবস্থার বিরুদ্ধে যায় এবং অন্যান্য সংস্থাগুলোকেও যুক্ত করে। [7] এমনকি এসব সংস্থাগুলো যদিও তালিকার সবগুলো দাবির সাথে সম্পৃক্ত নয়। তাঁরা এ তালিকার কিছু কিছু দাবিকে সমর্থন দেয়। যেমন, কফি উৎপাদনকারী [8] – দের ক্ষেত্রে, লাল চিনি কৃষক [9] অথবা সিএনএ [10] [স্প্যানিশ ভাষায়] (জাতীয় কৃষি বিষয়ক সমন্বয়কারী)।

ব্যবহারকারী মারচা প্যাট্রিয়টিকা উল্লেখিত ৬ দফা দাবির একটি গ্রাফিক তৈরি করে নিচের ভিডিওটি ইউটিউবে আপলোড করেছেনঃ

১৮ আগস্ট, রবিবার #ইয়োপারোপোর [11] (“আমি ধর্মঘট করি কারন”) হ্যাশট্যাগটি কয়েক ঘন্টার জন্য টুইটারের প্রচলিত বিষয়ের তালিকাতে ছিল। তাঁর সাথে ইন্টারনেটবাসিরা ধর্মঘটটি সমর্থন করার বিভিন্ন কারন তুলে ধরেছেন। উদাহরন স্বরূপ, কংগ্রেস সদস্য ইভান কেপেদা টুইট করেছেনঃ

কলম্বিয়া সামনে এগিয়ে যেতে পারবে না, যদি শতকরা ১ ভাগ মালিকেরা এভাবে শতকরা ৫০ ভাগ ও ৬০ ভাগ জমির মালিক হতে থাকে।

অতঃপর, আইনজীবী ক্যারোলিনা রোড্রিগেজ মন্তব্য করেছেনঃ

আমি ধর্মঘট করি যেন কৃষকেরা সেসব বীজ বুনে ফসল ফলাতে পারে, যা আমাদের দাদা নানাদের খাবার যুগিয়েছে এবং সেসব আবর্জনা নয় যা মনসান্টো আমাদের দিতে চায়।

Imagen obtenida de la cuenta Twitter @marchapatriota.

ভাষান্তরঃ “জাতীয় কৃষি ও জনকল্যাণ ধর্মঘট শুরু হবে ১৯ আগস্ট থেকে”। ছবিঃ @মারচাপাত্রীওটা’ [15]র টুইটার আকাউন্ট থেকে। 

ধর্মঘটের নামে যারা রাস্তা বন্ধ করে, প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস তাঁর পক্ষ হয়ে “পুরো শক্তি দিয়ে” ধর্মঘটকারীদের প্রতিহত করতে পুলিশকে কর্তৃত্ব দিয়েছেন।    [16]