বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এ বছর একজন লাইবেরীয় শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারে নি

১৪- বছর ধরে চলমান গৃহযুদ্ধের অবসান ঘটানো আক্রা সমন্বিত শান্তি চুক্তির ১০ম বর্ষ পূর্তি উদযাপন কালে লাইবেরিয়ায় প্রায় ২৫,০০০ বিদ্যালয় উত্তীর্ণ শিক্ষার্থী এ বছর লাইবেরিয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন। এ বারই প্রথম কোন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নি।

লাইবেরিয়ার নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত রাস্ট্রপতি এলেন জনসন স্যারলিফ বলেন যে লাইবেরিয়ার শিক্ষাব্যবস্থা “বিশৃঙ্খল”

লাইবেরিয়ার নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত রাস্ট্রপতি এলেন জনসন স্যারলিফ বলেন যে লাইবেরিয়ার শিক্ষাব্যবস্থা “বিশৃঙ্খল”।
ছবি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পাবলিক ডোমেইন থেকে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায় লাইবেরিয়ার শিক্ষা মন্ত্রী, এতমোনিয়া ডেভিড- তারপেশ একজনও উত্তীর্ণ না হওয়ায় বিস্মিত হয়েছেন। তিনি পরবর্তীতে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনার আকাঙ্খা ব্যক্ত করেন। অনুত্তীর্ণের এ হারকে তিনি “গণহত্যা” বলে আখ্যায়িত করেন।

ভর্তি পরীক্ষা ব্যবস্থাপনার জন্য ভাড়া করা বেসরকারী পরামর্শক জেমস ডরবর জাল্লাহ এ প্রতিবেদন নিশ্চিত করে বলেন যে লাইবেরিয়া বিশ্ববিদ্যালয়ে ঘুষ প্রদানের মাধ্যমে ভর্তি বা সামাজিকভাবে গুরুত্বপূর্ণ পরিচয়ে ভর্তির দিন শেষ।

এ সংবাদে টুইটারে বিশ্বজুড়ে হতাশা এবং অবিশ্বাস প্রকাশ পেয়েছে।

কেনিয়ান হার্ভার্ড কেনেডি স্কুলের অধ্যাপক ক্যালেস্টোয়াস জুমা (@ক্যালেস্টোয়াস )  সংবাদটিকে ব্যাখ্যা করেন এভাবেঃ

#কঙ্গোর লিওপোল্ড২ এর পরে #আফ্রিকার সবচাইতে খারাপ খবরঃ #লাইবেরিয়ার ছাত্ররা কলেজে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে  http://bit.ly/1ff7K62
– ক্যালেস্টোয়াস জুমা (@ক্যালেস্টোয়াস ) ২৬ আগস্ট ২০১৩

১৮৮৫ সাল থেকে ১৯০৮ সাল পর্যন্ত  গণপ্রজাতন্ত্রিক কঙ্গো ভূতপূর্ব কঙ্গো ফ্রি স্টেটের একমাত্র ও একচেটিয়া মালিক ছিলেন বেলজিয়ামের রাজা লিওপোল্ড২

বিশুদ্ধ জল বিষয়ক আইনজীবী এবং সামাজিক উদ্যোক্তা সারান কাবা জোনস (@সারাঙ্কজোনস) বলেন যে এটা দু:খজনক কিন্তু বিস্ময়কর নয়ঃ

দুঃখজনক কিন্তু বিস্ময়কর নয় #লাইবেরিয়ার সব ছাত্রই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে। ২৫ হাজার ছাত্রের সবাই! http://t.co/9AJkvEelej
২৬ আগস্ট,২০১৩

কেউ নকল করে পাশ করার মত ধূর্ত হয়নি মর্মে কেনিয়ার একজন আইটি প্রফেশনাল এমবাস (@কেনফ্রিকি) বিস্ময় প্রকাশ করেছেনঃ

সারাদেশ কি করে পরীক্ষায় অনুত্তীর্ণ হয়?! দেশের কেউ কি নকল করার মত ধুর্ত ছিল না?!!! #লাইবেরিয়া
২৭ আগস্ট ২০১৩

এজা এনলা (@মুনতেজ_) নামের একজন কেনীয় টুইট করেন এই বলে যে সব শিক্ষার্থীদের অকৃতকার্য করা অন্যায়ঃ

দেখা যাচ্ছে #লাইবেরিয়াতে কোন পরিসংখ্যান নেই। একটা পরীক্ষায় সব ছাত্রকে ফেল করানো অন্যায়.. ২৫০০০ ছাত্র? মেনে নেওয়া যায় না।
২৭ আগস্ট, ২০১৩

অলাভজনক সংস্থা  হেল্প এনকারেজ লাইবেরিয়াস লিটল ওয়ানস (@হেল্পহ্যালো)- এর সহ প্রতিষ্ঠাতা এবনিজের ফ্লোমো (@এবফ্লোমো) বলেন যে লাইবেরিয়ার বিদ্যালয়গুলোতে বইয়ের অভাবঃ

দেখেছেন লিজ @লিজগ্রসম্যান৮৭ শুধুমাত্র এ কারনেই আমরা @হেল্পহ্যালো #লাইবেরিয়ার শিক্ষাব্যবস্থার উপরে গুরুত্ব দেই। বিদ্যালয়গুলোতে বই নেই।
২৭ আগস্ট,২০১৩

লাইবেরিয়ার অনেক বিদ্যালয়েই মৌলিক শিক্ষা উপকরণের অভাব রয়েছে এবং অনেক শিক্ষকই যোগ্য নন।

রাশিয়া থেকে ডেনিস ইয়ং (@ইয়ংদেনিস) টুইটে প্রশ্ন করেনঃ

যে দেশটাকে অথর্ব বলা যায় সেটা হল #লাইবেরিয়া। কি করে একটা দেশের সব ছাত্র বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়?!http://t.co/JdrASJmkUW
২৭ আগস্ট,২০১৩

“গৃহযুদ্ধে কিভাবে একটি দেশ ছিন্নভিন্ন হয়ে যায়?”, নিউইয়র্কের তোমোকো পেরেজ (@তোমোসিঙ্গা) প্রশ্ন করেনঃ

#লাইবেরিয়ার শেষ টুইটটি মোটেও মজার নয়। গৃহযুদ্ধে ছিন্নবিচ্ছিন্ন একটি দেশ কি করে ক্ষতি পুষিয়ে নেবে? আমরা সেখানে কি করে বিনিয়োগ করে মূল্যবোধ তৈরি করতে পারি?
২৭ আগস্ট,২০১৩

গাম্বিয়ার সাংবাদিক ও মানবাধিকার কর্মী সুলাইমান মাকালো (@মাকালোম্যানসা) বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের উদ্ধৃতি শেয়ার করেনঃ

#লাইবেরিয়াঃ ছাত্রদের উদ্দীপনার অভাব আছে এবং ইংরেজির মৌলিক জ্ঞ্যান নেই- বিবিসিকে একজন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা।
২৭ আগস্ট

নুএসিটি! (@নুস_ইবুওনস) বলেনঃ

এটা দুঃখজনক। আশা করি নাইজেরিয়া এর থেকে খারাপ হবে না! #আসউ #শিক্ষা #নাইজেরিয়া  #লাইবেরিয়া  http://t.co/gq7ejsZdWv

-২৭ আগস্ট,২০১৩

গানার টুইপ টেনেন্স কুয়াউ সেটর (@কুয়াকুতি) তাঁর সহ নাগরিকদের সতর্ক করে বলেনঃ

প্রিয় ঘানাবাসী, এটা রাজনৈতিক যুদ্ধের ফসল। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ২৫০০০ পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। #লাইবেরিয়া http://t.co/PtsvndysZd
২৭ আগস্ট

তানজানিয়ায় গত দুই বছরের দুর্বল ফলাফলকে উদ্ধৃত করে রুয়ান্ডান টুইপ কাতাবারয়া রবার্ট (@প্রাউডটুবিরুয়ান্ডান) লিখেনঃ

তানজানিয়ার থেকেও খারাপঃ #লাইবেরিয়ার ছাত্ররা সবাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে http://t.co/P7GZHon6Me
২৭ আগস্ট,২০১৩

তানজানিয়াতে গত বছর জাতীয় ফর্মের চারটি পরীক্ষায় ১০ জন শিক্ষার্থীর মধ্যে ৬ জনই অকৃতকার্য হয়েছিল।

ফিনিশ ব্রডকাস্টিং কোম্পানিতে কর্মরত বিদেশি সাংবাদিক মিকা মাকেলাইনেন (@মিকারিপর্ট) লাইবেরিয়ার বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে চান তাঁদেরকে সতর্ক করেনঃ

#লাইবেরিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়তে চান? কপাল মন্দ, ২৫০০০ চেষ্টা করেছিল। তারা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ন। http://t.co/eNIew0neno
২৭ আগস্ট,২০১৩

যুক্তরাজ্য থেকে ড্যানিএল ম্যাকলাফলিন(@ড্যানিএলম্যাকলাফ) কৌতুক করেনঃ

এ বছর ছাত্রদের ক্ষমতা দেখে তাঁরা মোটেও চিন্তিত নয়! #লাইবেরিয়া http://t.co/iA6AKZsP3s
২৭ আগস্ট,২০১৩

গিনির এ. কে. ওহেমেং- বোয়ামাহ (@একব১১) শিক্ষা ব্যবস্থাকে দায়ী করেনঃ

আমি ছাত্রদের নয় সিস্টেমকে দায়ী করি। @মলিকিন্ডারঃ ওয়াও- @বিবিসিওয়ার্ল্ড জানিয়েছে যে, #লাইবেরিয়াতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যারা পরীক্ষা দিয়েছিল তারা সবাই ফেল করেছে
২৭ আগস্ট,২০১৩

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .