ছবি: বুয়েনস আয়ার্স এবং এর আশেপাশে শহুরে শিল্প কলার মানচিত্র অংকন

খোশখেয়াল বা শখ হিসেবে শিল্পের অভিব্যক্তি এখন কি হতে পারে, যেগুলো নিয়মিত বিশ্বব্যাপী শহরগুলোর রাস্তায় এবং দেয়ালে দেখা যায় ?

আর্জেন্টিনার আলয়ান্ড্রো গুরি, ফেরান্ডো আইটা এবং টমি লুকাদামো তাদের ব্লগ ​​এস্ক্রিটোসেনলাকালে’র [স্প্যানিশ ভাষায়] (রাস্তায় লেখা) মাধ্যমে তা দেখতে, অন্বেষণ, শেয়ার এবং নির্মাণ করতে আমাদের আমন্ত্রণ জানিয়েছেনঃ

Mirar la ciudad con otros ojos, pensar y charlar sobre lo que nos dicen las paredes.
Compartir fotos de graffiti, ubicarlos en un mapa, trazar relaciones.
Recorrer el paisaje urbano prestando atención a lo que las personas
escriben y pintan en los espacios comunes.
Construir un archivo visual, lingüístico, de tipografías, de las ideas y
sentimientos que se expresan en la calle.

বিভিন্ন চোখ দিয়ে শহর দেখুন, কথা বলুন এবং চিন্তা করুন। দেয়ালের লেখাগুলো আমাদের কি বলছে।

দেয়ালের ছবিগুলি শেয়ার করুন, একটি মানচিত্রে তাদের জায়গা দিন, সম্পর্ক আঁকুন।

সাধারণ অঞ্চলে মানুষ কি লিখেছে এবং এঁকেছে তা মনযোগ দিয়ে সেই অনুপম দৃশ্যগুলো ব্রাউজ করুন।
রাস্তায় প্রকাশ করা ফন্ট, ধারনা এবং অনুভূতির একটি চাক্ষুষ এবং ভাষাগত সংরক্ষণাগার তৈরী করুন।

এই দেয়ালের ছবি প্রকল্পটি শিল্পী – অথবা যেকোনো নাগরিককে – দেয়ালের ছবিগুলো দেখার জন্য তা পাঠানোর এবং মানচিত্র তৈরির [স্প্যানিশ ভাষায়] অনুমতি দেয়, যেখানে সেগুলো অবস্থিত।

বুয়েনস আয়ারস থেকে দেয়ালের ছবি সংগ্রহ করার মধ্য দিয়ে প্রকল্পটি শুরু হয়েছে, কিন্তু এখন আপনি নুইকুইন, করডোবা বা রোসারিও এর মত অন্যান্য আর্জেন্টাইন শহরগুলোর শহুরে শিল্প ছবি দেখতে পাবেন। এমনকি আপনি সান্তিয়াগো (চিলি), সান্তা ক্রুজের (বলিভিয়া) এবং মন্তটিভিডিও’র (উরুগুয়ে) মত অন্যান্য দেশের শহরের দেয়ালের ছবিগুলোও খুঁজে পাবেন।

আলজেন্দ্রা ইনযুঞ্জা ইওরোবকুতে [স্প্যানিশ ভাষায়] এ প্রকল্প সম্পর্কে লিখছেন:

En 2010, tres colegas argentinos (Alejandro Güerri, Fernando Aíta y Tomy Lucadamo) montaron una página web para registrar todos los grafitis interesantes que había en las paredes. Empezaron por fotografiarlos y publicarlos en Escritosenlacalle para construir un archivo visual y lingüístico de tipografías, ideas y sentimientos expresados en la calle.

Desde entonces, el proyecto no para de crecer. Los lectores envían por mail escritos que se encuentran en los muros y dejan su dirección exacta para construir un mapa digital del grafiti y la poesía que se esconde en él.

২০১০ সালে, আর্জেন্টিনার (আলেয়ান্ড্রো গুরি, ফেরান্ডো আইটা এবং টমি লুকাদামো) তিন সহকর্মী দেয়ালের [শহর জুড়ে] বিভিন্ন আকর্ষণীয় ছবি সংগ্রহ করার জন্য একটি ওয়েবসাইট চালু করেন। তারা দেয়ালগুলোর ছবি তোলা এবং রাস্তায় প্রকাশ করা ফন্ট, ধারনা এবং অনুভূতির একটি চাক্ষুষ এবং ভাষাগত সংরক্ষণাগার তৈরি করতে সেগুলো ​​এস্ক্রিটোসেনলাকালেতে পোস্ট করা শুরু করেন।

তারপর থেকে, প্রকল্পটি ক্রমবর্ধমান ভাবে এগিয়ে চলেছে। পাঠকরা দেয়ালের ছবির একটি ডিজিটাল মানচিত্র তৈরী এবং এর পিছনের গল্প নির্মাণে সঠিক ঠিকানা সহ ইমেইলে দেয়ালে পাওয়া লেখাগুলো পাঠাতে শুরু করে।

ব্লগটি [স্প্যানিশ ভাষায়] ব্যবহারকারীদের পাঠানো ছবিগুলোর বিভিন্ন বিভাগ তৈরী করে।

“ডেলিরিওস” [স্প্যানিশ ভাষায়] (প্রলাপ) বিষয়শ্রেণীর অধীনে আমরা এই ধরণের ছবি দেখতে পাই:

imagen de Alejandro Guerri, fotografiada en el barrio de Chacarita, Buenos Aires

ছাকারিতা, বুয়েন্স আয়ারস, আর্জেন্টিনা। ছবিটি পাঠিয়েছে আলেজেন্ড্রা গুরি।  

“প্রিগুন্টাস” [স্প্যানিশ ভাষায়] (প্রশ্ন) বিষয়শ্রেণীর অধীনে একটি দেয়াল ছবি:

Graffit en Venezuela 2000, San Cristóbal, Buenos Aires Imagen de Fernando Aita

“কেন?” ২০০০ সালে ভেনেজুয়েলার দেয়াল চিত্র, বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা। ছবিটি পাঠিয়েছে ফারনেন্ডো আইটা। 

একটি আর্জেন্টিনা ব্লগ ​​থেকে আপনি যেমন আশা করতে পারেন, সেরকম ফুটবল [স্প্যানিশ ভাষায়] (ফুটবল) নামক একটি বিভাগও আছে:

Graffiti en Av. Belgrano 1550, Avellaneda, Buenos Aires Imagen de Fernando Aita

অভি বেল্গ্রানো ১৫৫০, আভেলান্ডা, বুয়েন্স আয়ারস, আর্জেন্টিনার দেয়াল চিত্র। ছবিটি পাঠিয়েছে ফারনেন্ডো আইটা।  

Balvanera 300, Vieja Terminal, Ciudad de Salta, Salta, Argentina

বাল্ভানার ৩০০, পুরাতন টারমিনাল, সালটা, আর্জেন্টিনা। ছবিটি পাঠিয়েছে অজ্ঞাতনামা ব্যবহারকারি। 

Av. Montes de Oca 6, Barracas Mandado por: GRaFiTi

মান্তেস ডি অকা ৬, বুয়েন্স আয়ারস, আর্জেন্টিনা। ছবিটি শেয়ার করেছে গ্রাফিটি 

এই প্রকল্পটি বিভিন্ন সত্ত্বা থেকে সমর্থন পেয়েছে। যেমন, আর্জেন্টিনার ন্যাশনাল এনডাউমেন্ট ফর আর্টস থেকে ‘গ্রুপ প্রকল্পের জন্য ২০০৯ সালের ন্যাশনাল স্কলারশিপ’ এবং বুয়েনস আয়ারস শহরের সংস্কৃতি, কলা ও বিজ্ঞানের জন্য মেট্রোপলিটন ফান্ড থেকে ‘নির্মাতাদের লিখা এবং চিন্তার জন্য অনুদান’ পেয়েছে।

Dorrego 1800, Colegiales, Ciudad Autonoma de Buenos Aires, Buenos Aires, Argentina Mandado por: Leandro Giovinazzi

ডোরেগো ১৮০০, কলেজিয়ালস, বুয়েন্স আয়ারস, আরজেন্টিনা, ছবিটি শেয়ার করেছে লেন্ড্রো জিওভিনাজি  

Sargento Cabral 300, Rosario, Santa Fe Mandado por: GRaFiTi

সারজেন্টো কারবেল ৩০০, রোস্রিও, সান্তা ফে, আর্জেন্টিনা। ছবিটি শেয়ার করেছে গ্রাফিটি। 

আপনি ‘মান্দার দেয়ালের ছবি’ [স্প্যানিশ ভাষায়] (দেয়ালের ছবি পাঠাতে) উপর ক্লিক করে শহুরে শিল্পের উপর আপনার তোলা ছবি পাঠাতে পারেন।

আপনি প্রকল্পটি ফেসবুক [স্প্যানিশ ভাষায়] টুইটার [স্প্যানিশ ভাষায়], এবং ফ্লিকারের [স্প্যানিশ ভাষায়] মাধ্যমেও অনুসরণ করতে পারেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .