গুয়াতেমালার হুইতান থেকে ভূমিকম্পের ভবিষ্যৎ ফলাফল নিয়ে ব্লগিং

গুয়াতেমালার গ্রামীণ সম্প্রদায় শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্প দ্বারা গুরুতরভাবে আক্রান্ত হয়, যেটি গত ৭ নভেম্বর, ২০১২ তারিখে দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানে।

কমিউনিটি লাইব্রেরি মি নুভো মুন্ডো (আমার নতুন বিশ্ব) এর জন্য ব্লগ [স্প্যানিশ ভাষায়] রাইজিং ভয়েসেস প্রকল্প এক্সিলা সিভিক লাইব্রেরীর অনুদানপ্রাপ্ত, যেটি হুইতান গ্রামের কুইটযালটেনাঙ্গো বিভাগের মধ্যে অবস্থিত – গুয়েতেমালার গ্রামীণ এলাকায় বসবাসকারী পরিবারের উপর ভূমিকম্পের প্রভাবের ছবি এবং রিপোর্ট শেয়ার করেছে।

গত ১০ নভেম্বর তারিখে প্রকাশিত একটি পোস্টে [স্প্যানিশ ভাষায়], কমিউনিটি লাইব্রেরিয়ান রোমান দিয়াজ কাস্তানোন রিপোর্ট করেছেন, বেশ কিছু বাড়ি ধ্বসে গেছে এবং হুইতানের হুইতানসিতো নামক একটি এলাকায় অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছেঃ

las familias lloran por ese desastre,ellos están en extrema pobreza y están pasando una situación alarmante, no han llegado ayudas de instituciones como víveres, alimentos, necesitamos de su ayuda.

এই দুর্যোগের কারণে পরিবারগুলো চরম সমস্যায় পড়েছে। তারা চরম দারিদ্র্য এবং একটি ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সাহায্য করুন, যেমন খাদ্য দিয়ে, যেগুলো কোন প্রতিষ্ঠান থেকে এখনও আসেনি। আমাদের আপনার সাহায্যের প্রয়োজন।

Family from Huitancito, Huitán

হুইতানের হুইতানসিটো থেকে আসা কিছু পরিবার। ছবিঃ বিব্লিওটেকা কমুনিটেরিয়া ব্লগ 

House destroyed in Huitancito, Huitán

হুইতানের হুইতানসীটোর ভুমিকম্পে বিধ্বস্ত বাড়ি ঘর। ছবিঃ বিব্লিওতেকা কমুনিটেরিয়া ব্লগ 

Rubble after the earthquake in Huitancito, Huitán

হুইতানের হুইতানসিটতে ভুমিকম্পের পর রুবেল। ছবিঃ বিব্লিওতেকা কমুনিটারিয়া ব্লগ 

দুই দিন পরে, রোমান উল্লেখ [স্প্যানিশ ভাষায়] করেন, গত রবিবার, ১১ নভেম্বর তারিখে রিকেন ফাউন্ডেশন গুয়েতেমালা এবং কমিউনিটি লাইব্রেরি হুইতানের হুইতানসিতোতে ভূমিকম্প দ্বারা আক্রান্ত দশ পরিবারের মাঝে সাহায্য প্রদান করে। পোস্টটি গ্রামে এখনও খাবার, রান্নাঘরের পাত্র, কম্বল, এবং পাকা ঘরের সাহায্য প্রয়োজন বলে প্রচার করে। উপরন্তু, রোমান আরও যোগ করেন যে, ১০০ পরিবার ভূমিকম্প দ্বারা আক্রান্ত হয় এবং ২০ টি পরিবার তাদের ঘর হারিয়েছে।

Residents of Huitancito, Huitán receive aid from Riecken Guatemala and community library Mi Nuevo Mundo

হুইতানের হুইতানসিটোর বাসিন্দারা রিকেন গুয়েতেমালা এবং মি নুয়েভা মুন্দো লাইব্রেরি'র ত্রান গ্রহন করছে। ছবিঃ বিব্লিওটেকা কমুনিটেরিয়া ব্লগ 

পরের দিন, একটি সংক্ষিপ্ত পোস্ট [স্প্যানিশ ভাষায়] ঘোষণা করে যে, সরকার থেকে সাহায্য আসবে ১২ নভেম্বর তারিখে। ব্লগটি খাদ্য ও অন্যান্য সাহায্য বিতরণের বিষয়ে পাঠকদের নিয়মিত অবগত রাখে।

Government arrives with food for families affected by earthquake in Huitán

হুইতানের ভূমিকম্প আক্রান্ত স্থানে সরকারি খাবার সহায়তা। ছবিঃ বিবিলোতেকা কমতেরিয়া ব্লগ 

গুয়াতেমালায় গত ৭ নভেম্বর তারিখ হতে বিভিন্ন ছোট্ট ভূকম্পন সহ গত ১২ নভেম্বরে একটি ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় পুরো দেশে সরকারী মৃতের সংখ্যা ৪২ জন বলে ঘোষণা দেওয়া হয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .