আলোকচিত্রঃ থাইল্যান্ডে এলপিজির মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ

থাইল্যান্ডে গৃহস্থালী কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) প্রস্তাবিত মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফাউন্ডেশন ফর কনজ্যুমারস ও পিপলস নেটওয়ার্ক আয়োজিত প্রতিবাদে ৫০০ জনেরও বেশি মানুষ অংশগ্রহণ করে। থাইল্যন্ডের পেট্রোলিয়াম কর্তৃপক্ষের (পিটিটি) প্রধান কার্যালয়ের সামনে এ মিছিল অনুষ্ঠিত হয়।

সরকারী ভাষ্য অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে এ মূল্যবৃদ্ধি কার্যকর হবে।

বর্তমানে গৃহস্থালী পর্যায়ে এলপিজির মূল্য প্রতি কিলোগ্রামে ১৮.১৩ বাথ, আগামী মাস থেকে প্রতিমাসে কিলোগ্রাম প্রতি ৫০ সাতাং করে বৃদ্ধি পেয়ে পরবর্তী আগস্ট মাসে ২৪.৮২ বাথে উন্নীত হবে। গ্যাসের সর্বমোট ৩৭% মূল্য বৃদ্ধি পাবে।

জ্বালানী মন্ত্রী পোংসাক রক্তপোংপাইসাল আন্দোলনকারীদের মনে করিয়ে দেন যে, এই ভর্তুকী মূল্যে পাওয়া এলপিজির বর্ধিত মূল্যের কারনে সংখ্যালঘু গাড়িচালকদের করের বোঝা লাঘব হবে। তিনি আরও বলেন যে স্বল্প আয়ের পরিবারগুলো সরকারী ভর্তুকি পাবেঃ

…গাড়ি চালকদের নিকট থেকে বছরব্যাপী অর্থ নিয়ে গৃহস্থালী গ্যাসে রাষ্ট্রীয় তেল ফান্ড ভর্তুকী প্রদান করে। প্রায় ৭.৭ মিলিয়ন নিম্ন আয়ের মানুষ ও রাস্তার খাবার বিক্রেতা ফেরিওয়ালারা পুরোনো দামেই এলপিজি কিনতে পারবেন

টুইটার ব্যবহারকারী @ছায়াপথ মূল্য বৃদ্ধিকে সমর্থন করেনঃ

এলপিজির মূল্য বৃদ্ধির বিষয়ে জনগণ এত চিন্তিত কেন? বছর বছর ধরে কৃত্রিম ভাবে এটা সস্তা ছিল। আমি মনে করি ভোগ্যপণ্যের মূল্যের বিষয়ে নাক গলানো উচিত নয়।
দুপুর ১.৫৬- ২৩ আগস্ট ২০১৩

Protest against LPG price hike. Photo by Piti A Sahakorn, Copyright @Demotix (9/23/2013)

এলপিজির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ। ছবি- পিটি এ শাহাকম, স্বত্ব @ডেমোটিক্স (৯/২৩/২০১৩)

Protesters wearing LPG Gas dress during a rally. Photo by Piti A Sahakorn, Copyright @Demotix (9/23/2013)

মিছিলের সময় এলপিজি গ্যাস পোশাক পরিহিত বিক্ষোভকারী। ছবি- পিটি এ শাহাকম, স্বত্ব @ডেমোটিক্স (৯/২৩/২০১৩)

Protesters holds their slogans during a rally. Photo by Piti A Sahakorn, Copyright @Demotix (9/23/2013)

মিছিলে স্লোগানরত বিক্ষোভকারী ছবি- পিটি এ শাহাকম, স্বত্ব @ডেমোটিক্স (৯/২৩/২০১৩)

নিচের ছবিতে মিছিলের আকার বোঝা যাচ্ছে। ছবি- @বিকেকেলাইফস্টাইল- এর সৌজন্যে:

Photo by @BkkLifestyle

ছবি- @বিকেকেলাইফস্টাইল- এর সৌজন্যে

আগামী মাসে যখন এলপিজির মূল্য বৃদ্ধি করা হবে তখন তাদেরও সহায়তা করা প্রয়োজন সে বিষয়ে সরকারকে মনে করিয়ে দিতে ট্যাক্সি চালক ও অপারেটররা তাঁদের নিজস্ব মিছিল করার জন্য ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .