ত্রিপোলির বোমা বিস্ফোরণের স্থান থেকে টুইট করেছেন লেবানিজ ব্লগার বেইরুত স্প্রিং

লেবাননের শহর ত্রিপোলির উত্তরাঞ্চলে আজ [২৩ আগস্ট, ২০১৩] দু’টি মসজিদের বাইরে সংঘটিত দু’টি বোমা বিস্ফোরণে প্রায় ৪০ জন লোক মারা গেছে এবং কয়েকশ লোক আহত হয়েছে।

শুক্রবারের জুম্মা নামাজের পরপরই দুপুরের সময় বোমাটি বিস্ফোরিত হয়। তাকওয়া মসজিদের কাছে প্রথম বিস্ফোরনটি ঘটে এবং কয়েক সেকেন্ড বা কয়েক  মিনিট পর সালাম মসজিদটির কাছে দ্বিতীয় বিস্ফোরনটি ঘটে। যখন বিস্ফোরনটি ঘটে তখন লেবাননের ব্লগার মুস্তাফা হামোই দ্বিতীয় বিস্ফোরণটি থেকে কয়েক মিটার দূরে অবস্থিত তাঁর নিজের এ্যাপার্টমেন্টে ছিলেন। তিনি মারামারির ঘটনাটি উদঘাটন করে রিপোর্ট করেছেন।

প্রথমত, সেখানে বিস্ফোরনটি ঘটেছেঃ

আমার বাড়ির কাছে ব্যাপক বিস্ফোরণ…… সব কাঁচগুলো চুরমার হয়ে গেল

এরপর, হামোই তাঁর পরিবারের হিসাব মেলালেন এবং পরীক্ষা করলেনঃ

আমি এইমাত্র নিশ্চিত করলাম যে আমার পরিবার সুরক্ষিত আছে। আমি ১০ তলায় থাকি এবং আমার বাসার সবগুলো কাঁচ চুরমার হয়ে গেছে।

এবং এরপর তাঁর এ্যাপার্টমেন্টের ক্ষয়ক্ষতি পরীক্ষা করলেনঃ

এটি আমার বাসার ভেতরের একটি দরজার ছবি এবং এটি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। আমি ১০ তম তলায় থাকি।

এবং এরপর “যদি”–র উপলব্ধিঃ

আমি যদি ৪ মিটার দূরে থাকতাম তবে নিশ্চিতভাবে মারাত্নকভাবে আহত হতাম অথবা মারা যেতাম… #ত্রিপোলিএলবি  

বাইরের দৃশ্যটি দেখতে যাওয়ার সাহস করেন হামোই। চরম হানাহানির এই ছবিটি তিনি শেয়ার করেছেনঃ

বিস্ফোরনের দৃশ্য #TripoliLB pic.twitter.com/Pv9mn8iqmj

তিনি ব্যাখ্যা করেছেন, এ ধরনের ঘটনা নিয়ে লেখাটা একটা ব্যাপার আর এ ধরনের ঘটনার মধ্য দিয়ে যাওয়াটা অন্য ব্যাপার।

আমি এখনও বিশ্বাস করতে পারি না। প্রতিদিন এই স্থানটি দিয়ে প্রায় ১০ বার আমি গাড়ি চালিয়ে এবং হেটে যাই। আমি ভালোবাসি বা জীবিত থাকি #ত্রিপোলিএলবি 

সেহেতু কেউ যদি আগে থেকে এ ধরনের বিষয়ে টুইট করে থাকে, তবে বলবো, এ রকম পরিস্থিতিতে বাস করা, এটি *সম্পূর্ণভাবে* ভিন্ন একটি অভিজ্ঞতা। আমার হৃদয় এখনও যেন দৌড়াচ্ছে।

এতে মারা যাওয়া কয়েক ডজন লোকের মধ্যে যদি আবার আপনার পরিচিত কেউ থেকে থাকে তবে অনুভূতিটি আরো দীর্ঘকালস্থায়ী হয়। #ত্রিপোলিএলবি

লেবাননের রাজধানী বেইরুতের দাহিয়াহতে গত সপ্তাহে একটি বোমা বিস্স্ফোরিত হয়। হামোই টুইট করেছেনঃ

দাহিয়াহঃ ১, ত্রিপোলিঃ ১ আমরা কি এটিকে একটি ড্র বলতে পারি ? অনুগ্রহ করে ?

কিন্তু এন্তোন ইসা দাহিয়াহ থেকে একটি ছবি শেয়ার করেছেন। এটি একটি দুর্গ, যা ত্রিপোলির সাথে একাত্নতা প্রদর্শন করেঃ

#দাহিয়াহ থেকে #ত্রিপোলি তে একাত্নতা #Lebanon pic.twitter.com/CCj0hqOzQd

অতঃপর, এএফপি – এর রিপোর্টার প্যাট্রিক বাজ বিস্ফোরণ ঘটেছে এমন একটি স্থানের একটি মসজিদের ভেতরের একটি নিরাপত্তা ভিডিও থেকে মুহূর্তটির একটি ভিডিও শেয়ার করেছেনঃ

মসজিদের ভেতরের নিরাপত্তা ভিডিওতে বিস্ফোরণের মুহূর্তটি দেখা যাচ্ছে যাতে ২৯ জন লোক মারা যায় এবং ৩ শতেরও বেশি লোক আহত হয়। #লেবানন #ত্রিপোলিএলবি 

এবং এই ছবিটি আফার থেকে ঘাসান বানডালি শেয়ার করেছেন। যেখানে ত্রিপোলির বন্দরটিতে একটি বিস্ফোরণের আনুভূমিক ধোঁয়ার কুন্ডলি সহ দেখা যাচ্ছেঃ

নিশ্চিতভাবে বন্দরটির প্রবেশপথে সঙ্ঘটিত একটি বিস্ফোরণ হতে দেখা যাচ্ছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .