- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ছবিঃ ফিলিপাইন্সের রাজধানীতে সর্বোচ্চ বন্যার রেকর্ড

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, ফিলিপাইনস, দুর্যোগ, নাগরিক মাধ্যম, পরিবেশ

ক্রান্তীয় ঝড় মারিং (আন্তর্জাতিক নাম ট্রামি)- এর কারনে ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলাসহ সংলগ্ন প্রদেশগুলোতে সর্বোচ্চ বন্যার রেকর্ড হয়েছে। এ বন্যার কারনে ৮ জন হত, ৪১ জন আহত এবং ৪ জন নিখোঁজ হয়েছে।

সরকারী প্রতিবেদন [1] অনুযায়ী এ ঝড়ে ১২৫,৩৪৮ টি পরিবার (৬০২,৪৪২ জন) ক্ষতিগ্রস্ত হয়েছে। আগস্টের ২০ তারিখ বিকেল পর্যন্ত ১৯৮ টি আশ্রয়কেন্দ্রে ৪০,৮৩৭ জন আশ্রয় নিয়েছেন। বন্যার কারনে ৬৫ টি টি প্রধান সড়ক চলাচল অযোগ্য হয়ে পড়েছে। ৬৮ টি টি পৌরসভা/ শহরের প্রায় ৪১৫ টি অঞ্চলে বন্যা রেকর্ড করা হয়েছে। ঝড়ের কারনে সর্বমোট ১৬২ টি টি ফ্লাইট (৫৯ টি আন্তর্জাতিক ও ১০৩ টি অভ্যন্তরীণ)- এর উড়ান বাতিল করা হয়েছে।

ম্যানিলা ও তার আশেপাশের অঞ্চলের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য ফিলিপিনোরা #মারিংপিএইচ এবং #ফ্লাডপিএইচ নামের হ্যাসট্যাগ ব্যবহার করছেন। টুইটার ও ফেসবুকের কিছু ছবিতে বন্যার দুর্যোগের চিত্র ফুটে উঠেছে।

Image from World Vision [2]

ছবি- ওয়ার্ল্ড ভিশন- এর সৌজন্যে

A flooded village south of Manila. Photo from @erwinlouis [3]

ম্যানিলার দক্ষিনে একটি বন্যাক্রান্ত গ্রাম, ছবি @এরউইনলুইস-এর সৌজন্যে

Flood in Marikina, east of Manila. Photo from Facebook page of Prospero De Vera [4]

ম্যানিলার পূবে মারিকিনার বন্যা। ছবি- প্রসপেরো দে ভেরা-এর ফেসবুক পাতার সৌজন্যে

Photo by YouScooper Jefferson Levie, from Facebook page of GMA News [5]

ছবি- জিএমএ নিউজের ফেসবুক পাতায় ইউস্কুপার জেফারসন লিভে-এর সৌজন্যে

A flooded university in Manila. Photo by Salina Teo, from the Facebook page of TomasinoWeb! [6]

ম্যানিলার একটি বন্যা প্লাবিত বিশ্ববিদ্যালয়। ছবি- তোমাসিনো ওয়েব – এর ফেসবুক পাতায় সালিনা তেও-এর সৌজন্যে!

Knee-deep flood in Manila. Photo by Jam Sisante [7]

ম্যানিলায় হাটু পরিমান বন্যা, ছবি- জ্যাম সিসান্তে-এর সৌজন্যে

Flood near the country's main business district. Photo by @siao88 [8]

দেশের প্রধান বানিজ্যিক জেলায় বন্যা। ছবি- @সিসাও৮৮-এর সৌজন্যে

Flood near Manila City Hall. Photo by Manila Bulletin [9]

ম্যানিলা সিটি হল এর কাছে বন্যা। ছবি- ম্যানিলা বুলেটিন-এর সৌজন্যে

Flood in Guagua, north of Manila. Photo from Facebook page of The College Mirror [10]

ম্যানিলার উত্তরে গুয়াগুয়াতে বন্যা। ছবি- দি কলেজ মিরর-এর ফেসবুক পাতার সৌজন্যে

Flood in the old downtown of Manila. Photo by Philippine Star [11]

ম্যানিলার পুরাতন বাণিজ্যিক অঞ্চলে বন্যা, ছবি- ফিলিপিন স্টার-এর সৌজন্যে

Flood in Makati, the country's central business district. Photo by Ryan Chua [12]

দেশের কেন্দ্রীয় বানিজ্যিক জেলা মাকাতিতে বন্যা। ছবি- রায়ান চুয়ার সৌজন্যে