“আপনিই হচ্ছেন এই দেশ!”

ত্রিমাত্রিক অ্যানিমেটেড পিঁপড়া, পাখি, এবং ওয়ারথোগ সাধারণত সমাজের উৎপাদনশীল সদস্য নয় … কিন্তু, কেন নয় ?

২০০৭ সালের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর কেনিয়ার ৭০ টির অধিক জাতিগোষ্ঠীর মধ্যে জাতিগত সহিংসতার তরঙ্গ ছড়িয়ে পরে। এই বিতর্কিত ফলাফল কেনিয়ায় ১০০০ জনেরও বেশি লোকের মৃত্যু এবং আরও ৫ লক্ষ বাসিন্দাদের বাস্তুচ্যুত করে।

“Kenya Ni Jina, Nchi Ni Wewe”

কেনিয়া শুধু একটি নাম, দেশটি হচ্ছে আপনি 

এটি অয়াজি প্রচারাভিযানের স্লোগান, যেটি ২০০৭/২০০৮ এর সহিংসতা দ্বারা আলোড়ন সৃষ্টিকারী একটি সার্বজনীন সচেতনতামূলক প্রচারাভিযান। তাদের প্রধান লক্ষ হচ্ছে কেনিয়ার টেলিভিশন স্টেশন এবং অনলাইনে পাবলিক ঘোষণা নির্মাণ ও প্রচার করা।

হাস্যরস এবং ত্রিডি রসাল চিত্র ব্যবহার করে শান্তি ও সুশাসন উন্নীত করতে সামাজিক মিডিয়ার মাধ্যমে তারা তাদের ভিডিও ছড়িয়ে দিয়েছে।

তাদের লক্ষ্য তাদের ভিডিওর মধ্যে প্রতিফলিত হয়েছে, যেসব মানুষের সততা (অথবা এই ক্ষেত্রে, বন্য প্রাণী!) আছে, তাঁদের ​​নেতা হিসেবে পছন্দ করতে উৎসাহিত করেঃ

তারা গোষ্ঠীভুক্ততার বিরুদ্ধে একসঙ্গে কাজ করার জন্য মানুষকে (বা … পাখি …) উৎসাহিত করে:

তাদের বার্তাগুলি ইতিবাচক ও উঁচু মানের। তারা তাদের সাম্প্রতিকতম ভিডিও সম্পর্কে কি বলেছে তা এখানে রয়েছে:

… কেনিয়ার স্বপ্ন অর্জনে কীভাবে আমাদের বৈচিত্র্য ব্যবহার করি এটা সে সম্পর্কে ! একটি সংযোজক সমাজ গড়ে তুলতে আমাদের বিভিন্ন মতামত এবং রীতিকে আমরা কিভাবে ব্যবহার করব ! এই ভিডিওটি কেনিয়ার সাফল্যের গল্প সম্পর্কে …

আপনি ইউটিউবে-এ তাদের ভিডিও’র বাকি অংশটুকু দেখতে এবং টুইটারে তাদের অনুসরণ করতে পারেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .