ব্লগার এবং ব্যবসায়ী জেপি রাঙ্গাস্বামী ভারতের অর্থনীতির পরিবর্তনের দিকে নজর প্রদান করেছেন, এটা ছিল মিশ্র এক অর্থনীতি যা কিনা পুঁজিবাদ এবং সাম্যবাদের সংমিশ্রণে গঠিত হয়েছিল (১৯৪৭-১৯৯১ সাল পর্যন্ত), তা এখন উদার এবং খোলা বাজার নীতিতে পরিচালিত হচ্ছে (১৯৯১ থেকে যাত্রা শুরু করে এখনো চলমান) এবং তিনি দেখার চেষ্টা করেছেন কি ভাবে এই পরিবর্তন এবং অর্থনীতির গতি বদলে যাওয়া গ্রাহকদের চারপাশকে বিকশিত করছে।