সমগ্র মরক্কো থেকে চব্বিশ জন অংশগ্রহণকারী গত ১-৫ জুলাই তারিখে অ্যান্ড্রয়েড ফোনের জন্য স্টোরিমেকার এ্যাপ ব্যবহার করে ডিজিটাল গল্প বলার মূলসূত্র প্রশিক্ষণের জন্য প্রথম বারের মতো রাবাতে একত্রিত হয়েছিলেন। বিচিত্র দলটিতে সাংবাদিক, ব্লগার, সক্রিয় কর্মী, সফটওয়্যার নির্মাতা, অনুবাদক এবং মরক্কোর সুশীল সমাজের সদস্যরাও ছিলেন।
সেন্টার ইবনে রোচড ডি'ইটুডস এট ডি কমিউনিকেশন - এর মাধ্যমে সমন্বিত কর্মশালাটিতে নেতৃত্ব দিয়েছে তিনজন। তারা পূর্বের ২০১৩ সালের মে মাসে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছিলেন। এই সঙ্গী শিক্ষণের নকশার প্রতিরূপ মিশর এবং ইরাকেও তৈরি করা হয়েছে এবং এরপর এ বছর তিউনিসিয়াতে পরিকল্পনা করা হচ্ছে।
সেন্টার ইবনে রোচড থেকে এখানে প্রশিক্ষণটির কিছু ছবি এবং ভিডিও দিয়েছেন সামাদ ইয়াক, যা অনুমতিক্রমে ব্যবহৃত হয়েছে।
অ্যাপটির আরো তথ্য জানতে দ্য স্টোরিমেকার ওয়েবসাইট দেখুন।