- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

#ইয়ভিয়াযোপারাঃ ল্যাটিন আমেরিকানদের ভ্রমণের কারণ

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, কলম্বিয়া, পানামা, ব্রাজিল, মেক্সিকো, হন্ডুরাস, দেশান্তর ও অভিবাসন, নতুন চিন্তা, নাগরিক মাধ্যম, ভ্রমণ

ল্যাটিন আমেরিকানরা ভ্রমণ করতে ভালবাসেন। তারা কাজের জন্য, মজা করার জন্য অথবা এমনকি ভালোবাসার জন্যও ভ্রমণ করতে পারেন – এছাড়াও রয়েছে এমন অসংখ্য কারণ।

এই অঞ্চলে অনেক নিরাতঙ্ক পর্যটক আছেন। যেকোনো ভূখণ্ড বা জলবায়ু অন্বেষণ করার মত তাদের অনেকই যথেষ্ট সাহসী।

#ইয়ভিয়াযোপারা [1](“আমি ভ্রমণ করতে চাই”, অথবা “আমি যে কারণে ভ্রমণ করি”) হ্যাশট্যাগ ব্যবহার করে ভ্রমণকারীরা অনলাইন আলোচনা শুরু করেছেন, যেখানে তারা ভ্রমণ সম্পর্কে উৎসাহী হওয়ার পেছনে সবচেয়ে সাধারণ কারণগুলোকে শেয়ার করেছেন।

Travelers in Oaxaca. Picture taken by the author of this post.

ওক্সাকায় ভ্রমণকারীরা। ছবিঃ আন্দ্রে আরজাবা। 

মেক্সিকো থেকে মারিয়া বোয়া (@ _মারিয়াবোয়া [2]) [স্প্যানিশ ভাষায়] কখন বিদেশে যেতে হয় তা শেখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন:

আমি বেঁচে থাকতে, স্বপ্ন দেখতে, অনুভব করতে এবং ভিন্ন পৃথিবী আবিষ্কারের নেশায় ভ্রমণ করি। প্রতি যাত্রায় একটি দু: সাহসিক অভিযান এবং সঙ্গে একটি নতুন দায়িত্ব, জ্ঞান #খুশি

হন্দুরাসের টুইটার ব্যবহারকারী কুইনমেরিয়েলোস (@কুইনমেরিয়েলোস) [5] [স্প্যানিশ ভাষায়] লিখেছিলেন, ভ্রমণের ক্ষেত্রে তার প্রিয় জিনিস হচ্ছে, বিভিন্ন খাদ্য ও পানীয় আবিষ্কার করা:

আমি বিশ্বের প্রত্যেক শহর ও দেশের বিভিন্ন খাবার খেতে এবং স্থানীয় পানীয় পান করতে ভ্রমণ করি।

কলম্বিয়া থেকে গ্লোবাল ভয়েসেসের প্রদায়ক [7] জুলিয়ান ওর্তেগা মারটিনেজ (@জুলিয়ান_ওর্তেগামা_ [8]) [স্প্যানিশ ভাষায়] স্বীকার করেছেন, তিনি তার প্রিয়জনদের দেখতে ভ্রমণ করেন:

আমি আপনাকে দেখার স্বপ্ন পূরণের জন্যই ভ্রমণ করি।

গ্লোবাল ভয়েসেসের আরেকজন প্রদায়ক [11] এলিজাবেথ রিভেরা (@এলিমাগুরে [12])[স্প্যানিশ ভাষায়] তার ভ্রমণের আগ্রহ সম্পর্কে লিখেছেন যে নতুন নতুন স্থান আবিষ্কারের জন্যই তিনি ভ্রমণ করেন:

আমি বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করতে ভ্রমণ করি। এই গ্রহের একই জায়গায় সবসময় থাকা খুবই আকর্ষণীয়।

মেক্সিকো থেকে ফ্রান্সিসকো ডিয়াজ (@ফ্রাঙ্ক_এফডিপি) [14] [স্প্যানিশ ভাষায়] অন্যান্য সংস্কৃতির মানুষ কিভাবে বিশ্বকে বুঝতে পারে তা বোঝার জন্য ঘুরাঘুরিকে অনন্য উপায় হিসেবে বর্ণনা করেছেন:

বিশ্বের লোকজন কীভাবে চিন্তা করে তা বুঝার চেষ্টা করতে আমি ভ্রমণ করি।

ব্রাজিলিয়ান টুইটার ব্যবহারকারী ট্রানসুনেট (@ট্রানসুনেট_বিএসবি [17]) [পিটি] আরামের জায়গা খুঁজে পেতে তার বাসনা সম্পর্কে টুইট করেছেন:

আমি প্রসঙ্গ পরিবর্তনের জন্য ভ্রমণ করি!

মেক্সিকো থেকে মারিয়ানা (@এমএস্পিনোজাই [19]) [স্প্যানিশ ভাষায়] বলেন, তার সময় ব্যয় করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভ্রমণ করা:

@লোলাম [20] এটা আমার দিগন্ত প্রসারিত করতে এবং বক্সের বাইরে চিন্তা করতে সয়াহতা করে .. আমার সময় ব্যয় করার সেরা উপায়। 

পানামা থেকে গ্লোবাল ভয়েসেসের প্রধান এবং প্রদায়ক [22]মেলিসা ডেলিওন (@কুকিংডিভা [23]) [স্প্যানিশ ভাষায়] লিখেছেন, তিনি মূলত কাজের জন্য ভ্রমণ করেন, কিন্তু পাশাপাশি স্থানীয় খাদ্য উপভোগ করতেও:

আমি খুব ছোটবেলা থেকেই ভ্রমণ করি। আজ আমাকে কাজের জন্য ভ্রমণ করতে হয়, কিন্তু আমি সবসময় সংস্কৃতি সম্পর্কে জানার ও স্থানীয় খাবার উপভোগ করার সুযোগ খুঁজি।

আপনি কেন ভ্রমণ করবেন ? #ইয়ভিয়াযোপারা [25] হ্যাশট্যাগ ব্যবহার করে আপনার ভ্রমণের গল্প, কারণ বা এ সম্পর্কে যাবতীয় চিন্তাধারা শেয়ার করুন।