মিশরীয় ফটো সাংবাদিক মোসাব ইলসামিকে গুলি করা হয়েছে। বুলেটটি তার কাঁধের উপর দিয়ে উড়ে যায়। ঝুঁকি নিয়ে মিশরের কায়রোর রাবা আল আদাওইয়াতে প্রবেশের পর তার যন্ত্রপাতি চুরি করা হয়, যেখানে আজ মুরসির সমর্থকদের অবস্থান ধর্মঘট সহিংস অভিযানে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
একটি ধারাবাহিক টুইট বার্তায় তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন, যা আজ সকালে নাসর শহরের মুসলিম ব্রাদারহুডের অবস্থান সমাবেশে কি ঘটেছে সে ব্যাপারে আমাদের হালকা ধারণা দিবে।
রাবা অবস্থান সমাবেশে যাওয়া সহজ অংশ ছিল:
More black smoke rising from Rabaa. Can be practically seen from almost anywhere in Nasr City pic.twitter.com/jz35WHLQ9o
— Mosa'ab Elshamy (@mosaaberizing) August 14, 2013
রাবা থেকে ক্রমবর্ধমান আরো কালো ধোঁয়া বেরুছিলো। কার্যতঃ নাসার শহরের প্রায় যেকোনো জায়গা থেকে তা দেখা যায়।
সেখানে তিনি প্রথমে টিয়ার গ্যাসের সঙ্গে মোকাবিলা করেন:
Finally made it into Rabaa. Tear gas unbearable.
— Mosa'ab Elshamy (@mosaaberizing) August 14, 2013
অবশেষে রাবাতে ঢুকলাম। অসহনীয় টিয়ার গ্যাস।
সেখানে যে ভয়াবহতা তিনি দেখেছন, তিনি তা একটি ফোটোগ্রাফ গ্যালারিতে ধরে রেখেছেন। সেগুলো তিনি ফ্লিকারে শেয়ার করেছেনঃ [সতর্কবাণী:কিছু ছবি,বিশেষ করে মর্গে মৃতদেহের ছবিগুলো গ্রাফিক]
The scene at Rabaa's frontline resembles a warzone. Clashes ongoing for six hours now. pic.twitter.com/zVeaKs76GG
— Mosa'ab Elshamy (@mosaaberizing) August 14, 2013
রাবার ফ্রন্টলাইনের দৃশ্য একটি যুদ্ধ ক্ষেত্রের বর্ণনার অনুরূপ। ছয় ঘন্টা ধরে সংঘর্ষ এখনও চলমান।
ইলসামির খুবই কাছ দিয়ে স্নাইপারের গুলি বর্ষণ হয়ঃ
Worst part is not knowing where the shooting is coming from. You crouch next to the nearest thing and hope for the best..
— Mosa'ab Elshamy (@mosaaberizing) August 14, 2013
সবচেয়ে খারাপ হচ্ছে, কোথায় থেকে গুলি আসছে তা জানা ছিল না। পরবর্তী কাছের জিনিসে যেয়ে নত হন এবং ভালো কিছুর জন্য আশা করুন ..
কিন্তু সংঘর্ষের তীব্রতা সত্ত্বেও তিনি বিরামহীন ভাবে ছবি তুলে যানঃ
Rabaa clashes intensifying.. pic.twitter.com/atzf0rm40r
— Mosa'ab Elshamy (@mosaaberizing) August 14, 2013
রাবাতে তীব্রভাবে সংঘর্ষ চলছে।
একটি বুলেট তাঁর কাঁধের উপর দিয়ে উড়ে যায়। তিনি টুইট করেছেন:
Literally felt a bullet pass over my shoulder. Heard a buzz similar to that of a gigantic mosquito traveling at the speed of light. Eerie.
— Mosa'ab Elshamy (@mosaaberizing) August 14, 2013
আক্ষরিকভাবে আমার কাঁধের উপর দিয়ে একটি বুলেট উড়ে যাওয়া অনুভব করলাম। আলোর গতিতে ভ্রমণ করা একটি রাক্ষুসে মশার মত করে একটি অস্পষ্ট গুঞ্জন শুনলাম। ভুতুড়ে।
সে সঙ্গে পিঠে শটগানের ধাক্কা খেলে ইলসামি চলে যাবার সিদ্ধান্ত নেনঃ
That, along with the three pellets I sustained in the back, was my cue to leave.
— Mosa'ab Elshamy (@mosaaberizing) August 14, 2013
আমার পিঠে শটগানের তিনটি ধাক্কা সহ্য করার পর আমি সেখান থেকে চলে যাই।
কিন্তু এটাই শেষ ছিল না।
On my way out of Rabaa I was confronted by a resident vigilant mob which stole my equipment. Luckily I had kept the SD card in my socks.
— Mosa'ab Elshamy (@mosaaberizing) August 14, 2013
রাবা থেকে বের হবার পথে আমি স্থানীয় অতন্দ্র জনতার মুখোমুখি পড়ি, যারা আমার যন্ত্রপাতি সব চুরি করে নিয়ে যায়। ভাগ্যক্রমে আমি মোজার মধ্যে আমার এসডি কার্ড রেখেছিলাম।
এখান থেকে ইলসামির ফ্লিকার অ্যাকাউন্টে তোলা আজকের সংঘর্ষের ছবিগুলো দেখতে ভুলবেন না।