পরস্পরবিরোধী প্রতিবেদন অনুযায়ী, মিশরীয় বাহিনী কায়রোতে সংঘটিত দুটি অবস্থান সমাবেশ ছত্রভঙ্গ করে দিয়েছে। ঘটনাটি টেলিভিশনে সরাসরি দেখানো হচ্ছে। নেট নাগরিকেরা ঘটনাটি পর্যবেক্ষণে রয়েছেন।
দুটি অবস্থান সমাবেশই উৎখাত হওয়া প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের। মুরসি ছিলেন মুসলিম ব্রাদারহুডের জ্যেষ্ঠ সদস্য। আগাম নির্বাচন ও পদত্যাগ করার আহ্বান জানিয়ে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হলে গত ৩ জুলাই তারিখে তার এক বছরের সংক্ষিপ্ত শাসনামলের সমাপ্তি ঘটে।
সপ্তাহ ধরে মুরসি এবং মুসলিম ব্রাদারহুডের সমর্থকরা নাসার সিটির রাবা আল আদাওয়াতে এবং কায়রো বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আল নাহদা স্কয়ারে তার ফিরে আসার “বৈধতা” চ্যালেঞ্জ জানিয়ে অথবা মিশরের আইনগতভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে মুরসির পুনর্বহালের দাবি জানিয়ে অবস্থান সমাবেশ করছে।
কয়েক সপ্তাহের হুমকির পর সকালে সমাবেশ ছত্রভঙ্গ করার ঘটনায় অনেক মিসরবাসী রক্তক্ষয় বন্ধের আহ্বান জানিয়েছেন।
ব্লগার ইমান হাশিম টুইট করেছেনঃ
Police and army are still crashing #Rabaa sit in, #Egypt is being cursed by two evil powers fighting each other.
— Eman Hashim (@EmanHashim) August 14, 2013
পুলিশ ও সেনাবাহিনী এখনও #রাবা অবস্থান সমাবেশে হামলা চালিয়ে যাচ্ছে। দুই অশুভ ক্ষমতার একে অপরের সাথে যুদ্ধের ফলে #মিশর অভিশপ্ত হচ্ছে।
মুসলিম ব্রাদারহুডের মুখপাত্র জেহাদ এল-হাদ্দাদ অনুযায়ী, এ পর্যন্ত ২৫০ জনেরও বেশি লোককে হত্যা করা হয়েছে এবং ৫,০০০ এরও বেশি আহত হয়েছে। তিনি টুইট করেছেনঃ
250+ confirmed deaths. Drs saying most critical patients will die from their bullet wounds. over 5000 wounded. biggest massacre since #coup
— Gehad El-Haddad (@gelhaddad) August 14, 2013
২৫০ + জনের নিশ্চিত মৃত্যু হয়েছে। ডাক্তাররা বলছেন, সবচেয়ে গুরুতর রোগীরা তাদের বুলেট ক্ষত থেকে মারা যাবে। ৫,০০০ এরও বেশি আহত হয়েছে। #অভ্যুত্থান এর পর থেকে এটিই বৃহত্তম গণহত্যা।

মিশরের ঘটনা প্রবাহের সরাসরি সম্প্রচার করা অবস্থায় আল জাজিরা মুবাশের একটি স্ক্রিনশট
অন্যরা ভিন্ন পরিসংখ্যান প্রদান করেছেনঃ
According to Ahmed El Ansary, deputy head of Emergency Authority: 50 injured and 4 dead in #Rabaa and #Nahda#Egypt
— Ranya Khalifa رانيا (@RanyaKhalifa) August 14, 2013
জরুরী কর্তৃপক্ষের উপ প্রধান আহমেদ এল আনসারি অনুযায়ীঃ #মিশরের #রাবা এবং #নাহদা তে ৪ জন মারা গেছে এবং ৫০ জন আহত হয়েছেন।
মাহমুদ ফয়সাল ঠাট্টা করে বলছেন:
الجزيرة : 150 مليون قتيل و 2 مليار مصاب في رابعة وحدها وان قوات الامن المركزي استعانت بباور رينجرز وسلاحف النينجا في عملية الفض #رابعة
— Mahmoud Faisal (@Mhmod_Faisal) August 14, 2013
আল জাজিরা: শুধু রাবাতেই ১৫০ মিলিয়ন লোক নিহত এবং ২ বিলিয়ন আহত এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাওয়ার রেঞ্জার্স থেকে সাহায্য পাচ্ছেন। নিনজা কচ্ছপগুলো রাবা প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করছে।
মিশরীয় ব্লগার মাহমুদ সালেম বিবাদী রিপোর্ট অনুযায়ী একটি সাধারণ অনুভূতির অঙ্ক কষেছেন:
Nahda sit in is cleared, Rabaa is ongoing, conflicting reports of the dead on both sides. Battle of narrative. I believe no one.
— السيد مانكي (@Sandmonkey) August 14, 2013
নাহদা অবস্থান সমাবেশ শেষ, রাবাতে চলছে, মৃতের সংখ্যার ক্ষেত্রে উভয় পক্ষের পরস্পরবিরোধী প্রতিবেদন। আখ্যান যুদ্ধ। আমি কাউকে বিশ্বাস করি না।
এবং ভাষ্যকার আরাবিয়রা বলেছেন:
Confrontation w/ MB at this point will exacerbate Egypt's pre-existing problems: lawlessness in Sinai, sectarianism (esp. in Upper Egypt)
— arabist (@arabist) August 14, 2013
এই সময়ে সরকার/মুরসি-ব্রদারহুড মোকাবিলা মিশরের পূর্ব বিদ্যমান সমস্যা বাড়িয়ে দিবে: সিনাইয়ে অপরাধপ্রবণতা, সাম্প্রদাযিকতা [বিশেষত, মিশরের উচ্চ সম্প্রদায়ের মাঝে]।
অন্যত্র, পুনরায় হামলা হয়েছে বলে মনে হচ্ছে। মরিয়ম কিরলস রিপোর্ট করেছে যে, মিশরের কপ্ট খ্রিস্টানরা আক্রান্ত হয়েছেঃ
It seems like the Copts in Delga, Minya are being attacked now. #Egypt
— MK مريم (@MariamKirollos) August 14, 2013
দেল্গার খ্রিস্টানদের মত, মিনিয়ার কপ্ট খ্রিস্টানরাও এখন আক্রান্ত হচ্ছে। #মিশর
মিশরের আরও খবর জানতে সঙ্গে থাকুন।