অমিতব্যয়ী সরকারী দালান চীনে নতুন কোন ব্যাপার নয়। তথাপি, পূর্ব চীনের শানডং প্রদেশের রাজধানী জিনানের নতুন সরকারী দালানটির সাথে কোন কিছুরই তুলনা করা যায় না।
মিডিয়া রিপোর্ট [ম্যান্ডারিন] অনুযায়ী, “দীর্ঘ আও বিল্ডিং” টি তৈরিতে খরচ হয়েছে ৪ বিলিয়ন আরএমবি (৬৪০ মিলিয়ন মার্কিন ডলার) এবং এটি বর্তমানে চীনের সবচেয়ে বড় ও সবচেয়ে অভিজাত সরকারী দালান।
অনেক ইন্টারনেট ব্যবহারকারী দালানটির ৪ বিলিয়নের বাজেটকে ২০০৩ সাল থেকে এ পর্যন্ত শহরটির দরিদ্র লোকেদের জন্য ব্যয়িত ১৮০ মিলিয়নের বাজেটের সাথে তুলনা করেছে।
জিনানের একজন সরকারী অফিসার ১১ ডিসেম্বর, ২০১২ তারিখে ব্যাখ্যা করেছেন, ৪ বিলিয়নের এই বিনিয়োগের ভেতরে পুরনো দালানটি ভাঙ্গার খরচ এবং জমি সুপ্রতিষ্ঠিত করনের খরচও অন্তর্ভুক্ত আছে। তিনি দাবি করেছেন, এতে “সরকারের একটি পয়সাও ব্যবহৃত হয়নি” কারণ পুরাতন সরকারী ভবনগুলোর পরিবর্তে এই টাকা এসেছে।
তাঁর এই বাড়াবাড়ি মন্তব্য আবারো অনলাইন ক্রোধকে বাড়িয়ে দিয়েছে। এতে অনেক নেট নাগরিক স্বচ্ছতার প্রতি জোর সমর্থন দিয়েছে। কয়েকজন বিশেষজ্ঞ এবং সুপরিচিত ব্লগার ও রিপোর্টারদের মন্তব্য নিচে দেয়া হল।
বিদ্রুপাত্নক সংলাপঃ
于建嵘: 要好好查一下,是哪一个缺心眼的设计师,为何不是全球第一呢?!不第一,如何对得起咱们伟大的国家和伟大的时代啊!
于建嵘: স্থপতির সমস্যাটি কি ? আমাদের তাকে অনুসরণ করে ধরা উচিৎ। এটিকে তিনি বিশ্বের সর্ববৃহৎ স্বকীয় স্থাপত্য বানালেন না কেন ? কিভাবে সে এই বিশাল দেশ এবং এদেশের মহৎ সময়ের যোগ্য হতে পারে!
抚顺李明律师:因为他们的家人都在美国,只好谦让一下了。
抚顺李明律师: কারন তাঁদের পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করে, তাই তাঁদের তেমন বিনীত হওয়ার প্রয়োজন নেই।
আরো স্বচ্ছতার দাবিঃ
恩吉尔斯奈特:说实话,第一次看到龙奥大厦这么大的行政办公大厦的时候我也震撼了,其经费来源的确有必要向公众公示。
恩吉尔斯奈特: সত্যিকার অর্থে এই প্রথম আমি এত বিশাল কোন সরকারী অফিস দেখলাম। আমি স্তম্ভিত। জনসম্মুখে এই বিনিয়োগের উৎস প্রকাশ করা প্রয়োজন।
菁菁远山:如果说政府大楼”没有花政府一分钱”,这只能证明济南政府具备了超强的掠夺实力,政府成了一个超级“权力公司”,其权力资本的运作能力和水平可谓达到了一个令人生畏的程度,因而龙奥大厦无疑成为观察中国社会的一个窗口。
菁菁远山: যদি সরকার বলে, “একটি সরকারী টাকাও ব্যবহৃত হয়নি” তবে এটা বলতে বোঝায়, জিনান সরকারের এই দালানটি দখল করে নেয়ার সম্পূর্ণ ক্ষমতা আছে। সরকার অতিরিক্ত ভাবে এমন একটি “ক্ষমতা কোম্পানি” – তে পরিনত হয়েছে যার কাজ করার সক্ষমতা এবং স্তর ভীতিকর। সন্দেহাতীতভাবে দীর্ঘ আও বিল্ডিংটি চীনের সমাজের একটি জানালায় রুপান্তরিত হয়েছে।
吴龙贵:“没花政府一分钱”的辩解,比之豪华办公楼更让人无法容忍。因为这不仅是民意的公然无视和挑衅,更表明地方政府对公共财政和公共资源的使用缺乏理性的认识。公众有理由质疑,在豪华办公楼的背后,有多少纳税人的钱是以“没花政府一分钱”的名义理直气壮地挥霍掉的?
吴龙贵: “একটি সরকারী টাকাও ব্যবহৃত হয়নি” এই দাবি এমনকি, এই অমিতব্যয়ী দালানটির চেয়েও বেশী অসহনীয়। কারন এটি একটি উত্তেজনা, জনগণের মতামতের প্রতি একটি স্পষ্ট তাচ্ছিল্য। এটি দেখায় যে, জনগণের অর্থ এবং সম্পদ ব্যবহারে স্থানীয় সরকারের কোন যৌক্তিক জ্ঞান নেই। জনগণের কৈফিয়ত চাওয়ার যথেষ্ট কারন আছে, “সরকারের একটি টাকাও ব্যবহার করা হয়নি” – এর নামে ট্যাক্স পরিশোধকারীদের কি পরিমান টাকা এই অভিজাত দালানটির পেছনে বোকার মত খরচ করা হয়েছে ?
和讯网评论:从程序看,根治政府办公楼建设中的“豪华病”,有必要通过制度建设加强对相关人的责任追究,形成制度性压力。从财政开支看,政府大楼建设花的是纳税人的钱,需要人大依法进行预算监督,推动预算的公开透明化。
和讯网评论: সরকারী দালান নির্মানের ক্ষেত্রে এই “অভিজাত রোগ” – এর প্রতিকার কিভাবে করা যায় ? আইনের শাসনের মাধ্যমে সরকারী কর্মকর্তাদের বাধ্যবাধকতা পালনের দায়িত্ব আরো কঠোর করা প্রয়োজন। ট্যাক্স পরিশোধকারীদের টাকা সরকারী দালান নির্মাণে ব্যবহার করা হচ্ছে। ন্যাশনাল পিপলস কংগ্রেসের আইন অনুসারে বাজেট তদারকির প্রচলন করা প্রয়োজন এবং জনগণের কাছে বাজেটের স্বচ্ছতা বাড়ানো প্রয়োজন।