‘সৌদ প্রাসাদ ধ্বংস হোক’ টুইটের দায়ে সৌদী নাগরিক অভিযুক্ত

একনায়কতান্ত্রিক সৌদী শাসকগোষ্ঠীর পতন চেয়ে টুইট করার পর বিগত ২০১২ সালের সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার হয়েছেন সৌদী টুইটার ব্যবহারকারী বাদের থাওয়াব। তিনি সৌদী নাগরিক ও রাজনৈতিক অধিকার সংগঠন (এসিপিআরএ)-এর বিচারের প্রথম কিছু শুনানি অধিবেশন থেকে সরাসরি টুইটকারীদের একজন।

সাংবাদিক ইমান আল-কাহতানি তার বিরুদ্ধে করা অভিযোগের তালিকাটি বাইরে পাচার করতে পেরেছেন।

তিনি টুইট করছেন [আরবী ভাষায়]:

سأقوم بنشر لائحة الإتهام ضد المعتقل #بدر_ثواب لاحقا وهي عبارة عن صفحتين وصلتني عن طريق التسريب وبصعوبة شديدة

@ইমাকিউএইচ: আমি বন্দি বাদের থাওয়াবের বিরুদ্ধে করা অভিযোগগুলোর তালিকাটি পরে প্রকাশ করবো। এতে দু’টো পৃষ্ঠা রয়েছে এবং কষ্ট করে একটি গোপন কপি বের করতে পেরেছি।

The first page of the charges, via @ImaQh

অভিযোগগুলোর প্রথম পৃষ্ঠা, @ইমাকিউএইচ এর মাধ্যমে

আজকে তিনি দু’টো পৃষ্ঠা (এক এবং দুই) প্রকাশ করেছেন। জেরাটির সারসংক্ষেপে বলা হয়েছে [আরবী ভাষায়]:

وبمواجهته أنه ورد في حسابه في التويتر عبارة (يسقط آل سعود) وما قصد منها ولماذا قام بكتابتها، أفاد بأنه فعلا قام بكتابتها في حسابه في التويتر، وأنه يقصد منها أن يسقط كنظام حكم لا كأفراد عائلة حيث أنه لا يؤيد نظام ولاية العهد وتوريث الحكم وأفاد أنه يتابع أشخاصا منهم د. المسعري ود. عبد الله الحامد ود. محمد القحطاني.

…এবং যেহেতু তিনি রাজপুত্র এবং বংশানুক্রমিক রাজতন্ত্র [থাকার ধারণাটি] পছন্দ করেন না, (তাই তাকে তার টুইটার একাউন্ট “সৌদ প্রাসাদ নিপাত যাক” এর একটি বক্তব্য, তার মানে কী এবং কেন তিনি সেটা লিখেছেন এবং যা তিনি আসলেই তার টুইটার একাউন্টে লিখেছিলেন এবং পরিবারের সদস্যদের পরিবর্তে শাসকগোষ্ঠী নিপাত যাক বলতে তিনি কী বুঝিয়েছেন সে সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন যে তিনি বলেছেন যে তিনি ড. আল-মাসারিড. আব্দুল্লাহ আল-হামিদ এবং ড. মোহাম্মদ আল-কাহতানিসহ বিভিন্ন ব্যক্তিবর্গকে সমর্থন করেন।

তিনজনের সবাই রাজনৈতিক বিরোধী। প্রথমজন আল-মাসারি ১৯৯৪ সাল থেকে নির্বাসনে রয়েছেন। আর অন্য দু’জন এসিপিআরএ-এর সহ-প্রতিষ্ঠাতা।

তাকে অভিযুক্ত করা হয়েছে:

بكتابة عبارات في موقع التواصل الاجتماعي (تويتر) فيها إثارة وشق للوحدة ومتابعة مثيري الفتنة ومخالفة ولي الأمر.

সামাজিক মাধ্যমের ওয়েবসাইট টুইটারে জন প্রতিক্রিয়া সৃষ্টি ও জাতীয় ঐক্য বিনষ্টকারী বক্তব্য লেখার এবং উস্কানিদাতাদের সমর্থন ও শাসককে অমান্য করার অপরাধে।

সরকারি উকিল সাইবার অপরাধ আইনের [আরবী ভাষায়] ৬ ধারা প্রয়োগের দাবি করেছেন, যাতে শাস্তি হলো:

يعاقب بالسجن مدة لا تزيد على خمس سنوات وبغرامة لا تزيد على ثلاثة ملايين أو بإحدى هاتين العقوبتين

পাঁচ বছরের কারাদণ্ড এবং ৩০ লক্ষ রিয়াল (প্রায় ৬ কোটি ৪০ লক্ষ বাংলাদেশি টাকা) পর্যন্ত জরিমানা, অথবা দু’টির যে কোন একটি শাস্তি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .