চীনা ডিজিটাল টাইমস উইচ্যাট ‘স্মার্টফোন মেসেজিং অ্যাপ্লিকেশন'এর উপর গুপ্তচর বৃত্তির আরেকটি উদাহরণ সংগ্রহ করেছে। জনপ্রিয়তার দিক থেকে উইচ্যাট অ্যাপ্লিকেশন এখন বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে। এই নতুন উদাহরণটি দেখিয়েছে, পুলিশ সক্রিয়ভাবে তথ্য সংবাদ শেয়ারকারী প্রতিবেদক গ্রুপের উপর নজরদারি করছে।