এই পোস্টটি ল্যাটিন আমেরিকার উত্তর আমেরিকান কংগ্রেস (নাকলা)’র সহযোগিতায় আমাদের ল্যাটিন আমেরিকা: অভিবাসী ভ্রমণ সিরিজের একটি অংশ। আরো নিবন্ধ এবং পডকাস্টের জন্য সঙ্গে থাকুন।
অভিবাসী সম্প্রদায়ের জন্য মার্কিন অভিবাসন সংস্কার আইন এর মানে কি? আমরা গ্লোবাল ভয়েসেসের প্রদায়ক রবার্ট ভ্যালেন্সিয়া এবং নাক্লা’র লেখক জোসেফ নেভিন্স এর সাথে কথা বলেছি। গত ২৪ জুন তারিখে মার্কিন সিনেটে ৬৭-২৭ ভোটে একটি অভিবাসন বিল গৃহীত হয়েছে। বিলটি সীমান্ত নিরাপত্তা শক্তিশালীকরণের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের জন্য একটি রোডম্যাপ তৈরি করতে চাইছে। এছাড়াও এটি উচ্চ দক্ষ শ্রমিকদের জন্য ভিসা ক্যাপ উত্থাপন এবং কম দক্ষ শ্রমিকদের জন্য একটি নতুন ভিসা প্রোগ্রাম চালু করতে ইচ্ছুক।
যখন অনেক অভিবাসন সমর্থনকারী আইনজীবীরা এই আইন পালন করছে, তখন কিছু লোক ভয় পাচ্ছে এই ভেবে যে, সীমান্ত নিরাপত্তার উপর জোর দেওয়া লাভের পরিমাণকে ম্লান করে দিবে। সিনেট বিলটি প্রায় ১৯,০০০ নতুন বর্ডার প্যাট্রোল এজেন্ট সরবরাহ, অতিরিক্ত ৭০০ মাইলের দেয়াল তৈরী এবং নজরদারি প্রযুক্তির জন্য বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
বর্তমান অভিবাসন সংস্কার আইনটির ভাগ্য এখন মার্কিন হাউস প্রতিনিধিদের উপর নির্ভর করছে। কিন্তু সম্ভবত দৃশ্যকল্পটি হাউসে পৃথক বিল পাশের সাথে জড়িত, যেটি অবশেষে হাউস-সিনেট কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হবে। আগ্রহী দলগুলো তাদের আগস্টের ছুটি থেকে ফিরে আসার পর কংগ্রেসের সাথে যোগাযোগ করবে বলে আশা করা হচ্ছে।
Podcast: Play in new window | Download