#ফ্রিসাফি – ভোরের পুলিশী অভিযানে বাহরাইনি ব্লগার গ্রেপ্তার

বাহরাইনের ব্লগার মোহাম্মাদ হাসানকে আজ [৩১ জুলাই] ভোরবেলা তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, পুলিশ তাঁর সিত্রার বাড়িতে অভিযান চালিয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে। এ প্রক্রিয়ায় তাঁর টেলিফোন এবং কম্পিউটারও বাজেয়াপ্ত করা হয়েছে। রিপোর্টে আরো দাবি করা হয়েছে যে তাঁদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

গ্রেপ্তারকৃত মোহাম্মাদ, যিনি সাফি নামেও পরিচিত, গ্লোবাল ভয়েসেসের অনলাইন লেখক। তিনি বাহরাইনের বিভিন্ন বিষয়ে লিখতেন। এসব বিষয়ে ইন্টারনেটবাসীদের কাছ থেকে সমালোচনা কুড়াতেন। সংযুক্ত আরব আমিরাতের ধারাভাষ্যকার সুলতান আল-কাসেমি টুইট করেছেনঃ

বাহরাইনের ব্লগার @সাফিবিএইচ গ্রেপ্তার হয়েছেন শুনে আমি অত্যন্ত দুঃখিত। গত  ডিসেম্বরে তাঁর সাথে আমার দেখা হয়েছিল, কয়েক মাস ধরে তিনি লিখেননি বা টুইট করেননি।

এর ধারাবাহিকতা পরবর্তি মন্তব্যে তিনি বলেছেন ব্লগারদের গ্রেপ্তার করা দেশটিতে সময় কেমন যাচ্ছে তারই সংকেত দিচ্ছেঃ

@আলাআশেহাবি @জাস্টআমিরা @রেডবেল্ট ২০১১ সালে আমি টুইট করেছিলাম যে আমরা উপসাগরে একটি অন্ধকার দশকে প্রবেশ করতে যাচ্ছি। দুঃখের সাথে জানাচ্ছি যে আমি সঠিক ছিলাম।

এবং সক্রিয় কর্মী আলা আল শেহাবি জবাবে বলেছেনঃ

@সুলতানআলকাসেমি @জাস্টআমিরা @রেডবেল্ট শুধুমাত্র উপসাগরীয় অঞ্চলে ? অন্ধকার সময়ের মতো মনে হচ্ছে। আমি তাঁর বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন। আমরা সবাই সম্ভবত তাঁর উত্তরসূরি।

ইন্টারনেটবাসীদের ওপর একটি বাঁধাদানকারী প্রলয়ের এই আবেগ এই ভোরবেলা একটি আবর্তক বিষয়ে পরিনত হয়েছে। ২০১১ সালের মার্চে বাহরাইনে মোহাম্মাদ আল মাসকাতিকে আগে গ্রেপ্তার করা হয়েছিল প্রতিবাদের শুরুর দিকে। তিনি জিজ্ঞাসা করেছেনঃ

আমরা কি আমাদের ব্যাগ গুছানো শুরু করবো ? এর পরে কে ? #ফ্রিসাফি  

অনেকের মতো মাসকাতিও বিশ্বাস করেন না, একগুঁয়ে বাহরাইনে লোকেদের গ্রেপ্তার করার জন্য কোন কারন দরকার হয়ঃ

@সাফিবিএইচ গ্রেপ্তার হয়েছেন তাঁর অনলাইন কার্যক্রমের জন্য। তিনি গত তিন মাসের বেশী সময় ধরে কোন টুইট করেননি বা নতুন কোন ব্লগ লেখেননি…এরপরেও এ অবস্থা #বাহরাইন 

জালাল আল জাজিরি সাফিকে তাঁর অবস্থানের জন্য অভিবাদন জানিয়েছেনঃ

সবকিছু জানার পরেও এমন একটি অবস্থান নিতে যেখানে আপনাকে নির্যাতন করা হবে, অর্থদন্ড দেওয়া হবে এবং এর জন্য শাস্তিও দেওয়া হবে…এটা অবিশ্বাস্যভাবেই অত্যন্ত সাহসী অবস্থান #ফ্রিসাফি 

মোহাম্মাদ আল দায়সি বলেছেনঃ

এটা একধরনের কপট নিরাপত্তা, যা নিয়ে তাঁরা গর্ব করে #ফ্রিসাফি 

এবং সালমা কোন কারন খুঁজে পাচ্ছেন না কেন সাফির মতো একজন ব্লগারকে গ্রেপ্তার করা হবেঃ

আমি এটা বুঝতে পারলাম না। তিনি একজন শান্তিবাদী লোক, একজন লেখক। অজ্ঞ মানুষের নিরাপত্তা ঝুঁকি ছাড়া, তিনি এমন কি সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারন হতে পারেন ?… #ফ্রিসাফি 

সাফি এপ্রিলে তাঁর ব্লগের সমাপ্তি ঘোষণা করেছিলেনঃ

সব ভালোকিছুরই সমাপ্তি আছে।

যদিও আমার বার্তাগুলো হয়তো শেষ হবে না, আমি মনে করি আমার সব যুক্তি প্রদান করা শেষ হয়েছে। আমি মনে করি এখন একটি বিরতি দেয়ার, এই নোটবুকটি বন্ধ করার এবং নতুন একটি শুরু করার সময় হয়েছে।

তারপর থেকে তিনি টুইট করাও বন্ধ করে দিয়েছেন।

১৪ ফেব্রুয়ারি, ২০১১ তারিখে বাহরাইনে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কারের দাবিতে প্রতিবাদের শুরু হওয়ার সময় থেকে কয়েক হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে। জাদুকরী শিকারটি এখনও চলছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .