ইরান: বিদায় আহমাদিনেজাদ

Ahmadinejad's departure: source: https://twitter.com/aatehranii/status/363233879122931712/photo/1

আহমাদিনেজাদের প্রস্থান। সূত্র: টুইটার ব্যবহারকারী @আতেহরানি

১৯৭৯ সালে অনুষ্ঠিত ইরান বিপ্লবের পর থেকে ইরানের সবচেয়ে বিভেদ সৃষ্টিকারী রাষ্ট্রপতি গত শনিবার, ৩ আগস্ট, ২০১৩ তারিখে রাষ্ট্রপতি ভবন থেকে বিদায় গ্রহণ করে। তার উত্তরসূরি, হাসান রোহানির উপর দায়িত্ব বর্তেছে, দেশে বিদেশে আহমাদিনেজাদ যে ক্ষতি সাধন করেছে তা ঠিকঠাক করা।

আহমাদিনেজাদের বিদায় উদযাপনে নেট নাগরিকরা ছবি, বার্তা, এবং টুইট প্রকাশ করেছে। কেউ কেউ ২০০৯ সালে সেই বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচন পরবর্তী বিক্ষোভের ঘটনা স্মরণ করেছে, যে নির্বাচনের মাধ্যমে আহমাদিনেজাদ দ্বিতীয় বারের মত রাষ্ট্রপতি নির্বাচিত হন। #আহমাদিবাইবাই ছিল এর স্লোগান এবং হ্যাশট্যাগ। প্রাক্তন এই রাষ্ট্রপতির বেশ কিছু ছবি এবং কার্টুন টুইটারে প্রদর্শিত হয়।

ইরানি এবং ইরানি-নন এমন অনেকে বলছেন যে মাহমুদ আহমাদিনেজাদ বিগত আট বছরে বিভিন্ন বিষয়ে মিথ্যা বলেছেন।

হাদি নীলি, ইরানের এক সাংবাদিক এবং গ্লোবাল ভয়েসেস-এর প্রাক্তন লেখক, তিনিও একই চিন্তা প্রদর্শন করেছেন:

@হাদিনীলি: আজ রাতে #ইরান তার অন্যতম সেরা একজনকে হারালা, যে কিনা মিথ্যা বলায় সেরা। #আহমাদিবাইবাই, লিখেছেন@রেজাইখালিলি

সালার টুইট করেছেন [ফার্সি ভাষায়]:

@সালার:এই আট বছরে সে প্রায় কোন প্রশ্নের উত্তর দেয়নি, সবসময় ছদ্ম উপহাসের মাধ্যমে সে প্রশ্ন এড়িয়ে গেছে

বিগত নির্বাচনের ইতিহাস এবং গ্রীন আন্দোলনও আজকের বার্তায় উপস্থিত ছিল

মেহেদি শাহারখিজ টুইট করেছেন:

@অনলিমেহেদি: আজ, ঠিক এই মূর্হুতে তার অবস্থান ঠিক সেখানে যেখানে তার চার বছর আগে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন আর তাতে কি আসে যায়। সে তো চলে যাচ্ছে। #আহমাদিবাইবাই, #ইরানব্রিফ

মেহেদি শাহারখিজ আমাদের বির্তকিত সেই রাষ্ট্রপতি নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, অনেকের বাদী উক্ত নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে:

@অনলিমেহেদি: তিনি এখন এক প্রাক্তন ব্যক্তি, শুধু এক প্রাক্তন ব্যক্তি। আমি তাকে রাষ্ট্রপতি বলতে পারি না। সত্যিকারের রাষ্ট্রপতি এখনো গৃহবন্দী। আহমাদিনেজাদবাইবাই আহমাদিনেজাদের প্রস্থান হচ্ছে তাই যা হওয়া উচিত ইরানব্রিফ

আহমাদিনেজাদের প্রস্থানে বেশ কয়েকজন ইরানি নাগরিক তাদের আনন্দ প্রকাশ করেছে।

তারা আঘাদাশলো টুইট করেছে:

তারাআঘাদাশোল আমার ছেলেবন্ধু বাসার চারপাশে পায়চারী করছে এবং গাইছে আহমাদিবাইবাই। এমন কি সে ইরানি নয়।

যশ শাহরেয়ার একই উল্লাস প্রদর্শন করেছে এবং বলছে

জেশাহরেয়ার:আহমাদিনেজাদের প্রস্থানে খুব একটা আনন্দিত হতে পারছি না। এখনো অনেক সাংবাদিক, একটিভিস্ট, আইনজীবী, নাগরিক তার কারণে কারাগারে বন্দী।আহমাদিবাইবাই

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .