- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কায়রো: “বন্দুকের গুলির বিরামহীন শব্দ”

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., মিশর, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, যুদ্ধ এবং সংঘর্ষ, রাজনীতি

কায়রোর নাসার সিটির রাবা আল আদাওইয়া মসজিদ এলাকায় ক্ষমতাচ্যুত মিশরীয় রাষ্ট্রপতি মোহাম্মেদ মুরসির সমর্থকদের সাথে সরকার দলের সাথে সংঘর্ষে [1]১০০ জনেরও বেশি লোক নিহত এবং ১,৫০০ জন আহত হয়েছে।

মিশরের দৈনিক সংবাদ [2]অনুযায়ী, পাবলিক প্রসিকিউশন গত শুক্রবার [২৭,জুলাই] রাতে কি ঘটেছে তাঁর তদন্ত শুরু করেছে।

মিশরীয় ব্লগার মোসাব ইলশামি কিছু দৃশ্য দেখেছেন এবং নিম্নলিখিত টুইটে তিনি কি দেখেছেন তা শেয়ার করেছেন:

Rabaa ... After the clashes. Photograph by Mosa'ab Elshamy. Used with permission.

রাবা…… সংঘর্ষের পরে। ছবিঃ মোশাব ইলশামি। অনুমতি নিয়ে ব্যবহৃত।

বিয়োগান্ত ঘটনার এই ছবিগুলো [3]তিনি ফ্লিকারে শেয়ার করেছেন।