বাংলাদেশ সাইবার ক্রাইমের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছে

বাংলাদেশের পুলিশ সম্প্রতি ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে। এরা বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে কোটি কোটি টাকা তুলে নিয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে ব্লগার এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব অ্যালবামা অ্যাট বার্মিংহামের কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্সেস বিভাগের সহকারী অধ্যাপক রাগিব হাসান লিখেছেন:

[…] ২য় পর্যায়ে শুরু হয়েছে ফিনান্সিয়াল সাইবারক্রাইম, যেখানে লাখ কোটি টাকা জড়িত। আর আসল ক্রিমিনাল, গডফাদারেরাও মাঠে নামতে শুরু করেছে। সম্প্রতি এটিএম হ্যাক করে বা সেখানে গোপন ক্যামেরা বসিয়ে কার্ড চুরি করা বা ক্লোন করার ব্যাপারটা এরই সুচনা মাত্র!

উল্লেখ্য, এর আগে বাংলাদেশে নির্দোষ হ্যাকিং, ওয়েবসাইট ডিফেইস করা, কারো পাসওয়ার্ড হাতিয়ে নেয়ার মতো অপরাধ সংঘটিত হয়েছে। বড় আকারে আর্থিক অপরাধ সংঘটনের ঘটনা এটাই প্রথম।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .