‘চীনা স্বপ্ন’ ক্যাম্পেইনের গবেষণার জন্য তহবিল গঠন করল চীন

প্রেসিডেন্ট জিং জিনপিঙ্গের “চীনা স্বপ্ন” এর প্রচারণায় বলা হয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নতির পথ হচ্ছে কমিউনিস্ট পার্টি। ২০১২ সালের নভেম্বরে ক্ষমতা গ্রহণের পর জিং তা উল্লেখ করেছেন। সরকারী মিডিয়া এবং সরকার দ্বারা এর প্রচারণা চালানো হয়েছে।

কিন্তু এই প্রচারণা হচ্ছে তথাকথিত আমেরিকান স্বপ্নের একটি রজ্জু যেটি এখন চীনের ফুজিয়ান প্রদেশে জিয়ামেন বিশ্ববিদ্যালয়ে ২০০,০০০ ইয়েন (৩২,৪০৩ মার্কিন ডলার) পরিমাণ অর্থায়নে গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

গত ৮ জুলাই ২০১৩ তারিখে, জিয়ামেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঘোষণা করা হয়, “চীনা স্বপ্নের পদ্ধতিগতভাবে গঠন এবং কর্মক্ষম মাত্রার মধ্যে তুলনামূলক গবেষণা প্রকল্প”টি চীনা সামাজিক বিজ্ঞান একাডেমি থেকে টাকা পেয়েছে এবং জিয়ামেন অর্থনীতি স্কুলের ডীন অধ্যাপক হং ইয়ংমিয়াও দ্বারা পরিচালিত হবে। প্রকল্পটি চীনা সিস্টেমের মধ্যে আত্মবিশ্বাস তৈরির জন্য একাডেমিক সহায়তা প্রদান করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হয়।

The news on the website

জিয়ামেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চীনা স্বপ্ন গবেষণা প্রকল্পের খবর। 

খবরটি চীনের সবচেয়ে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট সিনা উইবোতে সমালোচনার সৃষ্টি করেছে। অনেকেই ভাবছেন যে এটা টাকা নষ্ট করি। তাঁরা বাস্তবতা পেতে সরকারের প্রতি আহ্বান জানান।

জাসু মিডিয়া ব্যক্তিত্ব ইয়াং জিনলিন লিখেছেন:

佛洛依德精神分析法,足以解梦!

ফ্রয়েডিয় মানসিক বিশ্লেষণ স্বপ্ন পূরণে যথেষ্ট।

“সাঞ্জাং লিউকুয়ান” বাস্তবতা পেতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন:

中国梦不是拿理论来忽悠屁民,而是要给公民一条活路.

চীনা স্বপ্ন মূর্খ তত্ত্ব ব্যবহার করার জন্য নয়, কিন্তু এটি নাগরিকদের বেঁচে থাকার একটি উপায় প্রদান করে।

সিনা সাইজিং থেকে চাই চেনপাং চীনা সামাজিক বিজ্ঞান একাডেমির সমালোচনা করেছেন:

中国科研费投入不少却做不出东西来的原因在此。

চীন অনেক গুরুত্বপূর্ণ ফলাফল ছাড়াই বৈজ্ঞানিক গবেষণায় বিনিয়োগ করেছে। এটি কেন ?

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের থেকে অধ্যাপক “জেইফু” চীনা স্বপ্ন বুঝতে এর চাবিকাঠির দিকে ইঙ্গিত করেছেন:

教授博士生们速速投入中国梦论题,以自己的研究阐释:实现真正美好和可持续的中国梦的唯一正路是宪法赋予公民的权利落实,人权和自由为目标的的民主法治!

আশা করি, অধ্যাপকদের বাড়ানো এবং তাদের গবেষণা তত্ত্ব ব্যবহার করা প্রমাণ করে যে, সত্যিই সুন্দর এবং টেকসই চীনা স্বপ্ন বুঝতে হলে সংবিধান ও আইনের শাসনের মাধ্যমে নাগরিক অধিকার উপলব্ধি করতে হবে এবং একটি মুক্ত ও গণতান্ত্রিক সমাজ গড়ে তোলাই হচ্ছে এর একমাত্র উপায়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .