- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মুসলিম ব্রাদারহুড সমর্থকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল সৌদি আরব

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., সৌদি আরব, নাগরিক মাধ্যম, রাজনীতি

মিশরের মুসলিম ব্রাদারহুডের প্রেসিডেন্ট এবং সরকার পতনের পর, সৌদি সরকার দেশের মধ্যে মুসেন আল-আওয়াজি [1]এবং মোহাম্মদ আল-আরেফি [2] – এই দুই বিশিষ্ট ধর্মীয় নেতা সহ ইসলামী ব্যক্তিত্বদের প্রতিবাদের উপর দমন অভিযান জোরদার করেছে।

​​সৌদি আরবে আল-আরাবিয়া চ্যানেলের ম্যানেজার খালেদ আল-মাত্রাফি [3] যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, একটা ইঙ্গিত দিয়ে গত ১৪ জুলাই তারিখে টুইট করেছেন:

قريب جدا ان شاء الله حلحلة الصواميل.

@আলমাত্রাফি: [4]অত্যন্ত তাড়াতাড়ি, ঘনিষ্ঠভাবে যুক্ত হবে না।

অনেকেই ভাবছেন যে তিনি সৌদি মুসলিম ব্রাদারহুডের সদস্য ও অন্যান্য ইসলামী ব্যক্তিত্বদের প্রতি ইঙ্গিত করছেন।

গত ১৭ জুলাই তারিখে সুপরিচিত ইসলামী সংস্কারবাদী ব্যক্তিত্ব মুসেন আল-আওয়াজি [1]কে গ্রেফতারের মধ্য দিয়ে ব্যাপারটি শুরু হয়, যিনি ​​কয়েক দিন আগে, সৌদি লোকজনদের [আরবী ভাষায়] মিশরের সামরিক অভ্যুত্থানের নিন্দা করে একটি আবেদনে স্বাক্ষর করতে [5] এবং “একজন মুসলিম হিসাবে আচরণ করতে” বলেন।

Al-arefi, reportedly detained in Saudi Arabia, has 5.8m followers on Twitter

আল-আরেফি, জনশ্রুতি আছে যে, সৌদি আরবে তাঁকে আটক করা হয়েছে। তার টুইটার আকাউন্টের ৫.৮ মিলিয়ন অনুসারী রয়েছে।

একই সময়ে খবর আসে মিশরের মুসলিম ব্রাদারহুড প্রশাসনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ, সুপরিচিত ব্যক্তিত্ব মোহাম্মদ আল আরেফির [2] ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ কড়া হয়েছে। ধারণা কড়া হচ্ছে তিনি কাতারে একটি সিরিজ বক্তৃতা দিতে যাচ্ছিলেন। সাংবাদিক আবদুল্লাহ আল-কাহতানি টুইট করেছেন:

العريفي كان غدا ضيف ملتقى نسائم الخير في قطر ..وأبلغهم الشيخ اليوم بمنعه عن السفر .

@আলসালেহঃ [6]আল আরেফি সম্ভবত মার্সি উত্সবের উদ্দেশে যাচ্ছিলেন। তিনি আজ তাঁদের জানিয়ে দেন যে, তাঁর ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

খবরটি পরে ইভেন্ট উদ্যোক্তারা নিশ্চিত করেছেন:

لأسباب خاصة نوّد إخباركم والإعتذر عن قدوم الدكتور محمد العريفي لمهرجان بشائر الرحمة التي ستقام غداً في مسرح الدراما.

@কাতারাকাতারঃ [7] বিশেষ কারণে, আপনাদের জানাচ্ছি যে আগামীকালের নাটক থিয়েটারে মার্সি উত্সবে ডঃ মোহাম্মদ আল আরেফি উপস্থিত থাকবেন না।

এই সময় প্রায় ৫.৫ মিলিয়নেরও বেশি টুইটার অনুসরনকারি আল আরেফির টুইটার একাউন্ট থেকে টুইট করা বন্ধ থাকে। আল-মাত্রাফি আল-আরেফির একটি টুইট পুনরায় টুইট করেছেন এবং এটির ইঙ্গিতে লিখেছেন:

“من ثلاثة ايام ماجاني خبر”.. اكيد في الضيافة

@আলমাত্রাফিঃ [8] তিন দিন পার হয়েছে এবং আমি কোন আপডেট পাইনি। তিনি নিশ্চয় তাদের আতিথেয়তায় আছেন।

বেনামী অ্যাক্টিভিজম গ্রুপ, ই৩টেকাল [9] ঘটনার ব্যাখ্যায় একটি টুইট সিরিজ লিখেছেন:

الشيخ العريفي في فلة تابعة للداخلية #السعودية يتواصل من هاتفه مع والديه و أبنائه بشكل مستمر ، يوهمهم أنه في قطر #اعتقال_محمد_العريفي

@ই৩টেকালঃ [10]শাইখ আল-আরেফি যে ঘরে আছেন তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তিনি তার পিতামাতা এবং শিশুদের বিভ্রান্ত করেছেন এই বলে যে তিনি কাতারেই আছেন ও তাঁদের সাথে যোগাযোগ রেখেছেন।

تعامله وزارة الداخلية معاملة حسنة ، يبررون احتجازه بالمحافظة على أمنه الشخصي خشية اعتداء بعض المصريين عليه #اعتقال_محمد_العريفي

স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর সাথে ভাল আচরণ করেছে। এর কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন, তাঁর ব্যক্তিগত নিরাপত্তা ছিল। তারা ভীত ছিল যে, মিশরীয়রা তাকে আক্রমণ করতে পারে।

المطلوب من الشيخ العريفي حتى يفرج عنه يوم الخميس كتابة بيان لفض اعتصام #رابعة_العدوية

@ই৩টেকালঃ [11]বৃহস্পতিবার শাইখ আল-আরেফির মুক্তির জন্য তাঁরা তাঁকে কি জিজ্ঞাসাবাদ করবে। মিশরে [মুরসি সমর্থক] রাবি আল-আদাওয়ার মুক্তির আহ্বান জানিয়ে একটি বিবৃতি প্রদান করেছে।

@ই৩টেকাল আরও রিপোর্ট করেছে যে, আরও বেশকিছু লোক তালিকায় আছেন এবং যে কোন সময় তাঁদের গ্রেফতার করা হবে।