জেলখানার অভিজ্ঞতার কথা লিখলেন বাংলাদেশী ব্লগার

ধর্ম অবমাননার অভিযোগে কিছুদিন আগে গ্রেফতার হয়েছিলেন ডয়েচে ভেলের বেস্ট সোশ্যাল অ্যাক্টিভিজম ব্লগ পুরস্কারজয়ী বাংলাদেশী ব্লগার আসিফ মহীউদ্দিন। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে লিখেছেন কারাবাসের দিনগুলোর কথা:

আমাদের ১৪ সেলে নিয়ে গেল। ১৪ সেলের দরজা দিয়ে ঢোকার সাথে সাথেই চারদিক থেকে চিত্কার, চেঁচামিচি শুরু হয়ে গেল। তাদের টিনের বাসন দিয়ে শব্দ করে কান ঝালাপালা অবস্থা। তারা সবাই একসাথে স্লোগান দিতে লাগলো, বলতে লাগলো, “নাস্তিকমুক্ত জেলখানা চাই”, “নাস্তিকদের আজই ফাঁসি চাই”, “জেলখানায় নাস্তিক, মানি না, মানবো না”।

জেলখানায় খুনী ধর্ষক মাদকব্যবসায়ী সকলেই আছেন, এমন কোনো অপরাধ নেই যা এক একজন করেন নি […] সবাই আছে থাকবে ছিল, কিন্তু পুরো জেলখানায় চারজন ধর্মে অবিশ্বাসী নাস্তিকের জায়গা নেই!

উল্লেখ্য, আসিফ মহীউদ্দিন যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং ইসলামপন্থী রাজনৈতিক দল জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে চলমান শাহবাগ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .