- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কম্বোডিয়ার গার্মেন্টস কারখানার মানচিত্র

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, ক্যাম্বোডিয়া, নাগরিক মাধ্যম, ব্যবসা ও অর্থনীতি, শ্রম

কম্বোডিয়ার সেন্টার ফর হিউম্যান রাইটস কম্বোডিয়ার গার্মেন্টস কারখানাগুলোর একটি মানচিত্র চালু [1] করেছে। এই মানচিত্রে প্রতিটি কারখানার স্থান, মালিকের জাতীয়তা, শ্রমিকের সংখ্যাসহ এই শিল্পের যাবতীয় তথ্য জানা যাবে। কম্বোডিয়ায় কমপক্ষে ৫৫৮টির মতো গার্মেন্টস কারখানা আছে। এই কারখানাগুলো অ্যাডিডাস, কেলভিন কেইন, ক্লার্কস, এইচঅ্যান্ডএম, লিভাইস, ম্যাকিস, নাইকি, ওল্ড নেভি, পুমা, রিবক, গ্যাপ, ওয়ালমার্ট-সহ আরো অনেক আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাক তৈরি এবং সরবরাহ করে। এই মানচিত্র প্রকল্পের [2] উদ্দেশ্য হলো, মালিকানা এবং কারখানার কর্মপরিবেশ [3] সম্পর্কে যেসব কথা উঠেছে সে ব্যাপারে স্বচ্ছতা বজায় রাখা।