এই প্রবন্ধটি চীনের দুষণ বিষয়ক আমাদের বিশেষ কাভারেজের অংশ।
চীনের দক্ষিণের প্রদেশ গুয়াংঝুর একটি শহরে হাজার হাজার বাসিন্দা শহরের কেন্দ্রস্থলে একটি বর্জ্য পোড়ানো কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে ১৫ জুলাই, ২০১৩ তারিখে রাস্তায় নেমে আসে।
বর্জ্য পোড়ানো কেন্দ্র নির্মাণ পরিকল্পনার সমালোচনা করে শিলিং শহরের নাগরিকরা পতাকা এবং ব্যানার নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। যখন বিক্ষোভকারীরা স্থানীয় সরকার অফিসের দিকে দিকে এগুতে থাকে, তখন আরো অনেক নাগরিক তাদের সাথে যোগ দেয়। প্রায় চার ঘন্টা ধরে এই বিক্ষোভ চলে।
গত সপ্তাহে স্থানীয় কর্মকর্তারা বর্জ্য পোড়ানো শোধনাগার চালু করার সময়সূচি ঘোষণা করে, যা জুন ২০১৪-এ তা শুরুর পরিকল্পনা গ্রহণ করা হয়।
বিক্ষোভকারীরা বলছে বর্জ্য পোড়ানোর কারণে যে দূষণ, আর বিষয়টি তাদের স্বাস্থ্যের উপর যে প্রভাব ফেলবে, একই সাথে এই বর্জ্য পোড়ানোর কেন্দ্র স্থাপনা নির্মাণে যে অস্বচ্ছতা, তা নিয়ে তারা উদ্বিগ্ন। শিয়া নামের একজন বিক্ষোভকারী তাকুনগাপাও নিউজকে [চীনা ভাষায়] বলেন যে বাসিন্দারা ভিন্ন উপায়ে গুয়াংঝুর সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু সরকারের তরফ থেকে কোন সাড়া মেলেনি।
বিক্ষোভকারীদের ক্ষোভ প্রশমিত করার লক্ষ্যে, স্থানীয় কর্মকর্তারা সেখানকার বাসিন্দাদের তিনদিনের মধ্যে এর জবাব দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেছে।
জুন, ২০১২-এ, গুয়াংঝুর নিকটবর্তী এক শহর কিংইয়ান-এ শহরের কাছাকাছি এলাকায় একটি বর্জ্য পোড়ানো স্থাপনা নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে নাগরিকরা রাস্তায় নেমে আসে।
চীনের সবচেয়ে জনপ্রিয় মাইক্রোব্লগ সিনা ওয়েবোতে বেশীর ভাগ বিক্ষোভ সংক্রান্ত সংবাদ যথারীতি সেন্সর করা হয়, কিন্তু কয়েকটি পোস্ট এই সেন্সরশিপ এড়াতে সক্ষম হয়। ইউবান ১০২৪৯ নামের একজন নেট নাগরিক লিখেছেন [চীনা ভাষায়]:
游行被各大媒体封杀了,打电话电视台要求报到,电视台居然还说等待上级的通知才可以报道!清远人民反对的时候,媒体也一概不受理,政府还说我们对建焚烧厂的方案很满意。万能的微博求帮转,为了我们的健康。让政府听到我们人民的声音。
প্রধান প্রধান সংবাদ, এই বিক্ষোভ বিষয়ক সংবাদ প্রকাশে সেন্সরশিপ জারি করে,আমরা টিভি চ্যানেলকে এই বিষয়ে সংবাদ প্রকাশ করতে আহ্বান জানাই, তার বলে যে এই বিষয়ে তাদেরকে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির জন্য অপেক্ষা করতে হবে! যখন কিংইয়ান-এর বাসিন্দারা এর বিরুদ্ধে, তখন প্রচার মাধ্যম এই বিষয়ে সংবাদ প্রদান করেনি। সরকার বলছে যে এই বর্জ্য পোড়ানো স্থাপনার পরিকল্পনায় আমরা খুশী। আমাদের স্বাস্থ্যের কারণে এই পোস্টটি দয়া করে পুনরায় পোস্ট করুন। আসুন আমরা সরকারের কাছে জনগণের কণ্ঠস্বর তুলে ধরি।
আরেকজন নেট নাগরিক “উইই” লিখেছেন [চীনা ভাষায়]:
所有反对信息都被屏蔽了,各大媒体没一敢播出。高层都是外地人不住在这里当然说没污染。狮岭几十万人口健康不是儿戏,是全国皮具重镇,人口密度极高。去你的高层拿了钱财,让我们来受罪坚决反对到底!!
সংবাদপত্রে এই বিক্ষোভ সংক্রান্ত সকল তথ্য ছাপানো বন্ধ রাখা হয়েছে। কোন প্রধান সংবাদপত্র এই ঘটনার বিষয়ে সংবাদ প্রকাশ করার সাহস দেখায়নি। উচ্চপদস্থ কোন কর্মকর্তা এখানে বাস করে না। নিঃসন্দেহে তার বলবে যে এখানে কোন দূষণ ঘটবে না। শিলিং-এর এক লক্ষ বাসিন্দার স্বাস্থ্যঝুঁকি কোন রসিকতা নয়। চামড়াজাত সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে শিলিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। এখনকার জনবসতি অত্যন্ত ঘন। এখনকার [কর্মকর্তারা] টাকা নেওয়ার জন্য আপনাদের ঊর্ধ্বতনদের কাছে যাবে আর আমাদেরকে যন্ত্রণার মাঝে রেখে যাবে! আমরা শেষ পর্যন্ত প্রবল ভাবে এর বিরোধিতা করে যাব।