টানা তিনদিনের চলমান প্রতিবাদের পর মনে হচ্ছে হেশান পৌরসভা সরকার জিয়াংমেন শহরে একটি বিশাল পারমাণবিক জ্বালানী কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা বর্জন করেছে।
কেউ কেউ মনে করেন, এই বিজয় – যা ১৪ জুলাই, ২০১৩ তারিখে একটি লিখিত দলিলে [ম্যান্ডারিন] প্রকাশের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে – তা অস্থায়ী। তাঁরা এটা ভেবে চিন্তিত যে পরিকল্পনাটি হয়তোবা অন্য কোথাও বাস্তবায়ন করা হবে, হয়তোবা দক্ষিণ চীনের ঘনবসতিপূর্ণ পার্ল নদী বদ্বীপের কাছে।
গত ১২ জুলাই তারিখে উচ্চ-ঝুঁকিসম্পন্ন প্রকল্পটির কারনে ক্রুদ্ধ হয়ে কয়েকশ স্থানীয় অধিবাসী রাস্তায় জড়ো হলে হেশান সরকার বেশকিছু সুবিধা প্রদানের ঘোষণা দেয়। সর্বপ্রথম সরকার তাদের পরামর্শ মেয়াদ ২০ দিন পর্যন্ত বাড়ানোর জন্য সমঝোতা করার চেষ্টা করে। কিন্তু এই পদক্ষেপ স্থানীয় অধিবাসীদের শান্ত করতে ব্যর্থ হয় এবং ১৩ জুলাই একটি প্রেস কনফারেন্সে তাঁরা ঘোষণা করে, “জনমতের প্রতি শ্রদ্ধা রেখে পরিকল্পনাটি অনুমোদন করা হবে না” [ম্যান্ডারিন] , এমনকি যদিও নগর সরকার ইতোমধ্যে চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশনের (সিএনএনসি) সাথে প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে।
কিন্তু সরকারের এই দাবিতে কিছু লোক সন্তুষ্ট নয়। চীনের স্থানীয় সরকার অতীতে এমনিভাবে ক্রুদ্ধ জনগনকে শান্ত করতে কালক্ষেপণ-কৌশল অবলম্বন করেছে। উদাহরণ স্বরূপ দালিয়ানে কয়েক হাজার লোক ২০১১ সালে “আমার আঙিনায় নয়” প্রচারাভিযান নিয়ে রাস্তায় জড়ো হলে পিএক্স ফ্যাক্টরিটির কাজ নগর সরকার কিছুকাল স্থগিত রাখে। তথাপি কয়েক মাস [ম্যান্ডারিন] পর ফ্যাক্টরিটির স্বাভাবিক কাজকর্ম আবার চালু করা হয়।
সিনা ওয়েইবোতে “লিটল বি” (@小蜜蜂-V) এবং “লিটল ইয়াফেন”(@Eaffen细细)– এর মন্তব্যঃ
小蜜蜂-V:看了新闻发布会,但只字没提到取消两只,只是说在社会未达共识时,不立项,不动工。认误解成取消了?
“লিটল বি”: প্রেস কনফারেন্সটি দেখে বুঝেছি, মুখপাত্রটি “বাতিল” কথাটি উল্লেখ করেননি, শুধুমাত্র বলেছেন, “যেহেতু সমাজের লোকেদের এটির প্রতি কোন সমর্থন নেই, সেহেতু পরিকল্পনাটি অনুমোদন দেয়া এবং তৈরি করা হবে না। (আমরা কী) ভুল বুঝেছি ?
Eaffen细细:真的假的?不立项什么意思?应该明确表明以后都不会建才行!
লিটল ইয়াফেনঃ এটা কি সত্যি ? “অনুমোদন দেবো না” বলতে কি বোঝাচ্ছে ? আমরা শুধু “প্রকল্পটি চিরদিনের জন্য তৈরি বন্ধ” বললে মেনে নেবো!”
ইন্টারনেটবাসীদের কেউ কেউ বলেছেন, কার্য বিরতি শুধুই একটি “কালক্ষেপণ কৌশল” [ম্যান্ডারিন]:
张二飞flyfan:又不知道哪个内陆城市要倒霉了
ঝাং ইরফেই ফ্লাইফ্যানঃ এই দুর্ভাগ্য, দেশের কোন অভ্যন্তরীণ শহরের ঘটে তা জানতে উৎসুক।
就是爱摩托:会不会过几天又宣布:鹤山核燃料项目取消,经专家研究,决定将项目迁到新会~
ড্যাম লাইক মোটরসাইকেলঃ সরকার কি ঘোষণা করবে যে হেশান পারমাণবিক প্রক্রিয়াকরন প্ল্যান্টটি বাতিল এবং পেশাদারদের গবেষণা থেকে প্রকল্পটি জিনহুইতে স্থানান্তর করা হবে (আরেকটি গুয়াংদং শহর)?
রাগ এবং অবিশ্বাস নিয়ে ১৪ জুলাই তৃতীয় দিনের মতো কয়েকশ স্থানীয় লোকজন প্রকল্পটি বাতিলের একটি লিখিত দাপ্তরিক দলিল চেয়ে তাঁদের র্যালী চালিয়ে যাচ্ছে। শহরটির দু’জন উপ মেয়র তাঁদের সিদ্ধান্ত সম্পর্কে জনগনকে আশ্বস্ত করতে [ভিডিও] প্রতিবাদস্থলে এসেছেন। জনগন এখনও তাঁদের মৌখিক প্রতিশ্রুতিতে আস্থা পাচ্ছে না। তাঁরা মার্চ করে পৌরসভা সরকারের ভবনে যান। সেখানে পৌরসভা দলীয় কমিটির সভাপতি, প্রকল্পটি বাতিল সংক্রান্ত একটি লিখিত নোটিস তাদেরকে দেখান। তাঁরা আহ্লাদিত হয়ে ওঠে এবং বিজয় দাবি করে।
তথাপি, হেশান সরকার এবং সিএনএনসি – এর মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সবগুলো সংক্ষিপ্ত বিবরণ সম্পর্কে লিখিত দলিলে পরিষ্কারভাবে বলা হয়নি। সিএনএনসি এ পর্যন্ত এটির পরিকল্পনার কোনোরূপ পরিবর্তন সম্পর্কে ঘোষণা দেয়নি। কেউ কেউ চিন্তিত এই ভেবে যে শেষ পর্যন্ত প্রকল্পটি পার্ল নদী বদ্বীপে স্থাপিত হবে। উদাহরণ স্বরূপ “ওশান_জো” বলেছেনঃ
:凡事要三思而行。zf为何会引进该项目?为何不在咨询广大民众后才考虑引进?为何要在13日内决定一项可能会影响几百年甚至几千年嘅事?今日核息,明天会不会又有新花样?请不要触碰到广大江门以及珠三角人民的底线,珠三角是我家。
ওশান_জোঃ আমাদের খুব সাবধানতার সাথে চিন্তা করতে হবে। সরকার প্রকল্পটি কেন শুরু করতে যাচ্ছে ? জনগনের সাথে পরামর্শ করার পর কেন সরকার এটি শুরু করলো না ? (সরকার) কেন এমন একটি সিদ্ধান্ত নিতে চায়, যা কেবল মাত্র তের দিনের মধ্যে আমাদের জীবন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবনে প্রভাব ফেলবে ? বিবাদের মীমাংসা হয়ে গেছে। কিন্তু কে জানে [কবে এবং কোথায়] প্রকল্পটি ভবিষ্যতে আবার শুরু করা হবে ? অনুগ্রহ করে জিয়াংমেন এবং পার্ল নদী বদ্বীপের জনগনের ধৈর্য্যের পরীক্ষা নেবেন না। আমার বাড়ি বদ্বীপে।