নেটিজেন এবং সাংবাদিকরা তাদের প্রতিবেদনে জানাচ্ছেন, হাজার হাজার মুসলিম ব্রাদারহুড কর্মী এবং সমর্থকরা এখন নাসর শহরের জাতীয় নিরাপত্তা ভবনের দিকে যাচ্ছেন।

মুসলিম ব্রাদারহুড সমর্থকরা কায়রোর নাসর শহরের জাতীয় নিরাপত্তা বিভাগের সদরদপ্তর ঘিরে ফেলেছে। টুইটারে ছবিটি শেয়ার করেছেন @আমরসালামা।
আমর সালামা এল-কোয়াজাজ এই ছবিটি শেয়ার করেন।
آلاف المتظاهرين يحاصرون مقر مباحث أمن الدولة الآن بمدينة نصر #رابعة_العدوية pic.twitter.com/oxBFRmzYrN
@amrsalama: হাজার হাজার প্রতিবাদকারী কায়রোর নাসর শহরের জাতীয় নিরাপত্তা বিভাহের সদরদপ্তর ঘিরে ফেলেছে।