আমাদের স্বেচ্ছাসেবক সম্প্রদায় কাজ করে যাচ্ছে বিশ্বের কোনা থেকে না বলা গল্পগুলো আপনাদের কাছে তুলে ধরতে। তবে আপনাদের সাহায্য ছাড়া আমরা তা পারব না। আমাদের সম্পাদনা, প্রযুক্তি এবং প্রচারণা দলগুলোকে সুষ্ঠুভাবে চলতে সহায়তার জন্যে আপনারা আপনাদের দানের অংশ থেকে কিছু গ্লোবাল ভয়েসেসকে দিতে পারেন।
পাকিস্তানের নাগরিক মিডিয়ার এ ইনফোগ্রাফিক্সটি তৈরি করেছেন ফয়সল কাপাডিয়া। এতে পাকিস্তানে গ্লোবাল ভয়েসেসের কাভারেজের কিছু পরিসংখ্যান রয়েছে। পূর্ণ চিত্র দেখার জন্য ছবির উপর ক্লিক করুন।
গ্লোবাল ভয়েসেস এর কাজ আমাদের স্বেচ্ছাসেবক সম্প্রদায়, বিভিন্ন ফাউন্ডেশন, দাতা এবং নির্দিষ্ট পরিষেবাগুলির মাধ্যমে সমর্থিত। আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে পড়ুন আমাদের তহবিল সংগ্রহের নৈতিকতা নীতি।