নয়জন সাজাপ্রাপ্ত সন্ত্রাসীসহ ২০০ জনেরও বেশি কারাবন্দীর তানজুং গুস্তা কারাগার থেকে পলায়ন। ছবি- ড্যানি পোহান, স্বত্ব @ডেমোটিক্স (৭/১২/২০১৩)
ইন্দোনেশিয়ার গুস্তা কারাগারে নিষ্প্রদীপ মহড়া দাঙ্গার সূত্রপাত করেছে। এ দাঙ্গায় নয়জন সাজাপ্রাপ্ত সন্ত্রাসীসহ ২০০ জনেরও বেশি কারাবন্দী পলায়ন করে। কর্তৃপক্ষ ইতোমধ্যেই কারাগারের নিয়ন্ত্রন নিয়েছে।