জাপানের ফুটবল সমর্থকদের প্রায়শই বিনয়ী গুণ্ডা হিসেবে অভিহিত করা হয়। তারা শান্তিপূর্ণ ভাবে একে অন্যকে হাই ফাইভ নামক সম্বোধনে অভিসিক্ত করে আর সাথে জোরে জোরে বলে “অভিনন্দন”। কিন্তু জাপানী কর্তৃপক্ষের মতে দাঙ্গা এবং বিপর্যয় ঘটার ঝুঁকি সব সময় প্রবল।
আর জাপানের ৪ জুন ২০০৪ তারিখের রাতটি এর থেকে আলাদা কিছু ছিল না, যখন ২০১৪ বিশ্বকাপ ফুটবলের চুড়ান্ত পর্বে খেলার প্রথম যোগ্যতা অর্জনকারী দল হিসেবে জাপানের সমর্থকরা উদযাপন শুরু করে। এই উদযাপনের সময় একজন পুলিশ কর্মকর্তা সবার নজরে পড়ে যখন সে টোকিওর এক জনপ্রিয় শিবুইয়া এলাকায় মাইক্রোফোন হাতে সমর্থন যোগ্য বোধগম্য দক্ষতা প্রদর্শন করে।
এখানে দীর্ঘায়িত এক উত্তেজনার সাথে ইউটিউব ব্যবহারকারী ইউহি ১৯৮৭ এই দৃশ্য ধারণ করেছে:
জনপ্রিয় শিবুইয়া রাস্তা পারাপার এলাকায় শত শত পুলিশ কর্মকর্তা পথচারীদের সামনে ঢাল হিসেবে অবস্থান গ্রহণ করে, নীচের ভিডিওতে এক পুলিশ কর্মকর্তাকে দেখা যাচ্ছে যে তার লাউড স্পিকার হাতে নিয়েছে বিপুল সংখ্যক জনতাকে শান্ত করার জন্য।
জাপানের সরাসরি প্রচার করা মাধ্যমে নিকো নিকো লাইভের [জাপানী ভাষায়] -এর দ্বারা অনেকে এই ঘটনা সরাসরি প্রত্যক্ষদর্শন করে এবং যে ভাবে উক্ত কর্মকর্তা দর্শকদের উদ্দেশ্যে কথা বলেছেন তারা এর প্রশংসা করে। একজন রেডিও উপস্থাপকের মত ইন্টারনেটে তাকে ডিজে পুলিশ বলে অভিহিত করা শুরু হয়। ঘটনাক্রমে সে অত্যন্ত আলোচনার এক বিষয়বস্তুতে পরিণত হয়: .
@Simon_Sin: DJポリスがいい仕事しすぎだw 「皆さん同じサポーターですね。ルールは守りましょう。日本代表はマナーとルールを守るチームです。私も嬉しいんです。日本代表応援したかったんです。でも仕事ですからね、皆さん交通ルールを守りましょう」
এই পুলিশ কর্মকর্তা একজন সত্যিকারে এমসির (মাস্টার অফ সিরিমনি) মত কথা বলছিল। জনতার উদ্দেশ্যে সে যা বলছিল, আসুন আপনাদের তা অনুবাদ করে শোনাই; “আমরা সকলেই জাপানের সমর্থক। আপনারা জানেন যে সকল খেলোয়াড় খেলার নিয়ম অনুসরণ করে চলে এবং তাদের আচরণ সুন্দর। কাজেই আসুন আমরা একসাথে মিলিত ভাবে আইন অনুসরণ করি! জাপান বিশ্বকাপে চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করার কারণে আমিও আনন্দিত। তারা আমার হৃদয়ের অন্তঃস্থলে অবস্থিত। কিন্তু আপনারা দেখতেই পারছেন, আমার নিজস্ব কাজ রয়েছে। আসুন এখন আমরা ট্রাফিক আইন অনুসরণ করি!”
@t_miya_1214: 渋谷のDJ警官、「けがをするとWC出場の後味が悪くなります。皆さんのチームワークで道を広く開けましょう。駅の方向に流れを作っています」
ডিজে পুলিশ কর্মকর্তা আবার কথা শুরু করেন। “ আমি চাই আজ এখানে কেউ যেন আহত না হয়। আজ ফুটবল খেলায় আমরা চমৎকার ফল অর্জন করেছি, তা সত্ত্বেও যে কোন আঘাত আপনার মাঝে এক খারাপ অনুভূতির সৃষ্টি করতে পারে। আমাদের দলের খেলার মাঝে আসুন আমরা সবাই সবাইকে নিরাপদ রাখার চেষ্টা করি। আসুন আমরা আমাদের চলার পথ পরিষ্কার রাখি এবং স্টেশনের দিকে এগিয়ে যাই !”
যখন টেলিভিশন সংবাদ বিশৃঙ্খলা ও উন্মাদনার মত গুণ্ডামির বিষয়ে গুরুত্ব প্রদান করেছে সেখানে সোশাল মিডিয়া এই পুলিশ কর্মকর্তার কথা উল্লেখ করছে [জাপানী ভাষায়] এবং সহযোগিতাপূর্ণ সমর্থক এবং শান্তিপূর্ণ দৃশ্যের উপর গুরুত্ব প্রদান করেছে।
@KS_1013:
本当に日本は平和。勝っても負けても暴動が起こる国も多いけど、日本のこの群衆管理は他の国にまねできないだろうなぁ。
জাপান সত্যিই এক শান্তিপূর্ণ দেশ, এর বাইরে আর আমি কিছু ভাবতে পারি না। অন্য দেশে দাঙ্গা জেতে কিংবা হারে, আমি মনে করি কর্তৃপক্ষ এখানে যে ভাবে ভীড় সামলিয়েছে তা খুবই অদ্ভুত এবং অন্য কোন জাতি তা অনুকরণ করতে পারবে না।
@t_miya_1214: DJ警官「警察官も心の中では出場決定喜んでいます。こんな日に怒りたくありません」もうwwwなにこの平和な日本www
এই ডিজে পুলিশটি জানাচ্ছে “দেখুন, এখানে ভাব গম্ভীর চেহারার সকল কর্মকর্তা অবস্থান করছে, জাপান বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ায় ভেতরে ভেতরে সবাই অত্যন্ত খুশী। এ রকম এক চমৎকার এক দিনে আপনাদের উপর আমরা গর্জন করতে চাই না। যখন আমি ভাবি আমাদের দেশটি কত শান্তিপূর্ণ, তখন তা ভেবে আমার মন হাসিতে ভরে যায়।
@tarareba722:ワイドショーでは繰り返し「渋谷は大混乱」を繰り返していたが、実際は「共感」を利用した暴動(?)の完全なコントロールに成功。こんなことが出来るのは世界中で日本だけだ。凄い。
টিভিতে প্রদর্শিত বিভিন্ন সংবাদে বার বার তুলে ধরা হয়েছে যে শিবুইয়া দাঙ্গা হাঙ্গামায় বিপর্যস্ত, কিন্তু বাস্তবে জনতা পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল আবেগের সাথে সবকিছুকে গুরুত্ব প্রদানের মাধ্যমে। এটা ছিল জাপানী পুলিশের অবিশ্বাস্য এক কাজ