চীন এই সপ্তাহে একটি নতুন আইন কার্যকর করেছে। আইনটিতে উঠতি বয়সের সন্তানদেরকে তাদের বাবা-মা’কে “ঘন ঘন” দেখতে যাওয়ার জন্য বলা হয়েছে।
বয়স্কদের সম্মান করা এবং বয়স বাড়ার সাথে সাথে পিতামাতার যত্ন নেওয়া চীনের শক্তিশালী ঐতিহ্য। কিন্তু তরুণরা আধুনিক জীবনধারা বলতে তাদের নিজেদের প্রেম ও কর্মজীবনের জন্য বাসা ছেড়ে চলে যাওয়াকেই বোঝে। নতুন আইনটি বলছে, “আধ্যাত্মিক প্রয়োজন” এবং “বৃদ্ধ মানুষকে অবহেলা করো না” অর্থাৎ প্রাপ্তবয়স্কদের তাদের বাবা-মা’র যত্ন নেওয়া উচিত। কিন্তু এটা নির্দিষ্ট করে বলেনি, কখন তাঁদের বাবা-মা’কে দেখতে যেতে হবে অথবা তারা তা মানতে ব্যর্থ হলে কি ধরণের শাস্তি তাঁদের পেতে হবে।
চীনে জনসংখ্যার দ্রুত বৃদ্ধির কারণে এক সন্তান নীতি আইনটি করা হয়েছে। জার্নালটি রিপোর্ট করেছে, ন্যাশনাল পরিসংখ্যান ব্যুরো থেকে সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, চীনে জনসংখ্যার ১৪ শতাংশেরও বেশি লোক বা ১৯.৪ কোটি মানুষ, ৬০ বছরের বেশি বয়সী। ২০৩০ সালে এই চিত্রটি দ্বিগুণ হবে।
তাছাড়া, ২০১২ সাল থেকে চীনে পেনশন সিস্টেমে দুই দশমিক নয় ট্রিলিয়ন মার্কিন ডলার ঘাটতি চলে আসছে। সরকারের অবসরপ্রাপ্তদের সহায়তা করতে বলা হচ্ছে বলে তরুণ চীনারা চিন্তিত।
নতুন আইনটি চীনের সবচেয়ে জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট সিনা ওয়েবে উপহাসের আলোড়ন সৃষ্টি করেছে। তাঁরা বলছে, এই আইনটির প্রয়োগ প্রশ্নবিদ্ধ এবং আইন করে জোরপূর্বক বাবা-মা’কে পরিদর্শন করার চেয়ে বরং একটি নৈতিক বিষয় হিসেবে তা উৎসাহিত করা উচিত।
অনলাইন ব্যক্তিত্ব “ঝুমো জানশেং” ব্যঙ্গ পূর্ণ ভাষায় লিখেছেনঃ
亲情本是人性,列入法律着实让人觉得可笑,就跟要求婚后夫妻要性生活和谐一样。
পারিবারিক বন্ধন স্বতঃস্ফূর্ত আবেগের উপর ভিত্তি করে হওয়া উচিত। এটিকে আইনের অংশ করা সত্যি হাস্যকর; এটা যেন বিয়ের পর একটি সুরেলা যৌন জীবনের জন্য দম্পতির প্রয়োজনের মত।
উকিল ইয়াং লি’র কণ্ঠেও একই অনুভূতির প্রতিধ্বনি:
重点在于这法律怎么落实,比如说给老人家里弄个指纹考勤机让孩子打卡?
প্রশ্ন হচ্ছে, আইনটি বলবত্ করবে কিভাবে ? উদাহরণস্বরূপ, ছেলেমেয়েদের উপস্থিতি গণনার জন্য বাবা-মা’কে কি একটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন দিবে ?
“ইউ লিনফাং” চীনের অন্যায্য সামাজিক নিরাপত্তা আইনটি প্রবর্তনের অন্যতম কারণ বলে অনুমান করছেন:
社保基本只能保障公务员,大部分普通老百姓都将老无所依
সামাজিক নিরাপত্তা আছে শুধু সরকারি কর্মচারীদের, অধিকাংশ সাধারণ মানুষের নির্ভর করার মত কোন পেনশন নেই।
টিভি হোস্ট কাও বয়িং ভেবেছেন যে, আইনটি সরকারের নিজস্ব দায়িত্ব এড়ানোর একটি উপায়:
法律不能片面强调公民义务,而弱化政府职责。
আইনটি প্রবর্তনের দ্বারা, [সরকার] একতরফা নাগরিক কর্তব্যে জোর দেওয়া হয়েছে, যেখানে সরকারি দায়িত্বকে শিথিল করা হয়েছে।
একটি ইফাং সংবাদ ভাষ্য এভাবে সমাপ্তি টেনেছে:
立法推行孝道,固然有强制子女的效用存在,但若强大的外在压力无法减轻,这种无奈的“孝道”究竟有多少真情实意?而法律的尊严又能剩下多少?
এই আইন প্রবর্তনের দ্বারা সন্তানোচিত ভক্তি উন্নীত করে শিশুদের তাদের বাবা-মা’কে দেখার প্রক্রিয়া জোরপূর্বক কার্যকরী হতে পারে, কিন্ত তাদের বহিরাগত চাপ হ্রাস করা না হলে অসহায় “সন্তানোচিত ভক্তি” কিভাবে অর্থপূর্ণ হবে ? আইনের মর্যাদা আমরা কিভাবে অনুভব করব ?