১২ জুলাই ২০১৩ তারিখে চীনের দক্ষিণের এলাকা গুয়াংজুর কাছের একটি শহর জিয়াংমেনের শত শত বাসিন্দা ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ এক প্লান্ট স্থাপনার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে রাস্তায় নেমে আসে।
বিক্ষোভকারীরা হাতে ব্যানার নিয়ে এবং মুখে মুখোশ পড়ে শহর প্রদক্ষিন করে, যে সব ব্যানারে লেখা ছিল আমরা শিশু সন্তান চাই, কোন অ্যাটম উৎপাদন কেন্দ্র নয়। বিক্ষোভকারীরা জানায়, তারা তেজস্ক্রিয়তা ও সম্ভাব্য পারমাণবিক দূষণ নিয়ে উদ্বিগ্ন।
দি নিউইয়র্ক টাইমসের সংবাদ অনুসারে, ছয় বিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্পে ভূমি প্রদানের ব্যাপারে জিয়াংমেন-এর নগর কর্তৃপক্ষ ইতোমধ্যে চায়না নিউ ক্লিয়ার কর্পোরেশনের সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে। আশা করা হচ্ছে, এ বছরের শেষ নাগাদ এই প্লান্ট নির্মাণ শুরু হবে। স্থানীয় সরকার গত সপ্তাহে এই প্রকল্পের কথা ঘোষণা করে, জনগণকে এই বিষয়ে মতামত প্রদানের জন্য ১০ দিন সময় প্রদান করে। সরকারী কর্মকর্তারা দাবী করছে যে এই প্রকল্প দূষণমুক্ত, কিন্তু শহরের বাসিন্দারা তাতে সন্তুষ্ট নন। বিক্ষোভের পরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, আর এই প্রেক্ষাপটে শহরের মেয়র প্রতিশ্রুতি প্রদান করেছে যে জনতার মতামত প্রদানের সময় আরো ১০ দিন বৃদ্ধি করা হবে।
এ বছরের শুরুতে চীনের দক্ষিণের এলাকা কুনমিং–এর বাসিন্দারা একটি তেল পরিশোধনাগার স্থাপনার পরিকল্পনার বিরুদ্ধে একই ধরনের বিক্ষোভ প্রদর্শন করে।
সাউথ চায়না মর্নিং সংবাদ প্রদান করেছে যে এই বিক্ষোভ চীনের দুটি সোশ্যাল মেসেজ সেবা প্রদানকারী: কিউ কিউ ও উই চ্যাটের মাধ্যমে সংগঠিত করা হয়েছিল।
চীনে, দেশটির সবচেয়ে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট সিনা ওয়েবোতে বিক্ষোভ সম্বন্ধে তথ্য খুব দ্রুত সেন্সর করা হয়। এর মাঝেও কয়েকজন ওয়েবো ব্যবহারকারী সেন্সর ব্যবস্থা এড়াতে এবং ছবি পোস্ট করতে সক্ষম হয়।
নীচে সিনা ওয়েবোতে প্রকাশিত বিক্ষোভের কয়েকটি ছবি তুলে ধরা হল: