বিশ্বের বেনামী একটিভিস্ট গ্রুপ শাসকদল পারটিডো পপুলার (পিপি) [পিপলস পার্টির] এর ১৯৯০-২০১১ সালের আর্থিক অ্যাকাউন্ট ইন্টারনেটে ফাঁস করে দিয়েছে।
সম্প্রতি তদন্তের সময় বিচারক পাবলো রুজ স্পেনের চলমান রাজনৈতিক স্ক্যান্ডালে পিপির সদস্যরা জড়িত থাকার ব্যাপারে গারটেল কেস পরীক্ষা করার সময় অবৈধ অর্থায়ন সন্দেহে ১৯৯০ সাল থেকে তারিখের নথির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু পিপি তা প্রত্যাখ্যান করে এবং দাবি করছে যে, তারা শুধুমাত্র গত পাঁচ বছরের নথি দেখাশোনার দায়িত্বে ছিল।
গত ৮ জুলাই তারিখে বেনামী কেউ একজন পার্টির অ্যাকাউন্টের ৫জিবি তথ্য আপলোড করেন এবং একই সময়ে একটি পোর্টালের (anonyourvoice.com) উপর ১৯৯০ সাল থেকে তাদের আর্থিক তথ্য প্রকাশ করেন। এটি দ্রুত সামাজিক নেটওয়ার্ক, তথ্যপ্রবাহগুলি, ব্লগ ও চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে পড়ে। বেনামী প্রকাশ সুত্রেঃ
Cables contables. PPgoteras. Lo que debería ser público, será público.
তারের হিসাবরক্ষণ। পিপি প্রকাশ। প্রকাশ কি হবে ? সার্বজনিক হবে।
এই তথ্যগুলো যা আগে কখনো প্রকাশিত হয়নি, এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। এটি দেখিয়েছে যে, পিপির দখলে ১৯৯০ সাল থেকে অ্যাকাউন্ট ছিল এবং হাজার হাজার নাগরিক সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে এই নথি শেয়ার করা শুরু করেছেন। আপনি #কুয়েন্টআসডেলপিপি [স্প্যানিশ ভাষায়] হ্যাশট্যাগের অধীনে টুইটারে এই নথি পরীক্ষা অনুসরণ করতে পারেন।
@15MayoValencia: ¿Quieres echar una mano con la #AuditoriaCiudadanaAlPP? Descarga las #CuentasDelPP, analiza y comparte! http://fb.me/L8xmiwBh
@১৫মায়োভালেন্সিয়াঃ আপনি কি আমাদের সঙ্গে সময় দিতে চান #অডিটোরিয়াকিউডাডানাআলপিপি [স্প্যানিশ ভাষায়] [এআইপিপি নাগরিক নিরীক্ষা] ? #কুয়েন্টআসডেলপিপি [স্প্যানিশ ভাষায়] ডাউনলোড করুন [পিপি আকাউন্ট], বিশ্লেষণ এবং শেয়ার করুন ! http://fb.me/L8xmiwBh [স্প্যানিশ ভাষায়]
@LaliSandi: Lo nunca visto: las #cuentasdelpp explotan y se esparcen a pedacitos por la red.
@লালিসান্ডি [স্প্যানিশ ভাষায়]: আগে দেখা যায়নি: #কুয়েন্টআসডেলপিপি [স্প্যানিশ ভাষায়] [পিপি আকাউন্ট] প্রকাশিত এবং ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
@alvarinaitis: #CuentasDelPP Ya en serio ¿No va a dar nadie la cara durante el día de hoy? un comunicado? nadie del @PPopular ni empresarios donantes?
@আলভারিএন্টিস [স্প্যানিশ ভাষায়]: #কুয়েন্টআসডেলপিপি [স্প্যানিশ ভাষায়] [পিপি আকাউন্ট] কিন্তু সত্যি, কেউ আজ তাদের মুখ দেখাচ্ছে না ? একটি বিবৃতি ? @পিপপুলার [স্প্যানিশ ভাষায়] [পিপলস পার্টির] কিংবা ব্যবসা স্পনসর ?
সরকারের প্রথম ১০০ দিনে পিপি একটি স্বচ্ছতা আইন তৈরির প্রতিশ্রুত দিয়েছিল যা এখনও গঠন করতে পারেনি। কিন্ত নামহীন শত শত মানুষের বিনিদ্র চোখে তাদের আর্থিক অব্যবস্থাপনা উন্মুক্ত হয়ে গেছে। পাবলিক ম্যানেজমেন্ট পরীক্ষা করা হচ্ছে।