মুরসি এবং মুসলিম ব্রাদারহুডের শাসন উৎখাত করল মিশরীয়রা

মুসলিম ব্রাদারহুডের সিনিয়র সদস্য,মোহাম্মদ মুরসি এখন আর মিশরের প্রেসিডেন্ট নন। গত ৩০ জুন থেকে দেশ ব্যাপী তাঁর পদত্যাগের দাবিতে ব্যাপক আন্দোলন শুরু হলে মুরসির এক বছরের শাসন দ্রুত শেষ হয়।

মিশরীয় সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি কয়েক মিনিট আগে সরাসরি সম্প্রচারের ঘোষণায় বলেন, সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি নতুন অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হবেন এবং একটি টেকনোক্র্যাট জাতীয় সরকার গঠন করা হবে।

আল সিসি আরও ঘোষণা করেছেন, মিশরের সংবিধান স্থগিত করা হয়েছে এবং রাষ্ট্রপতি ও সংসদীয় উভয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া হবে।

মিশরীয় রাজনীতিতে মুসলিম ব্রাদারহুডের দিন শেষ দেখে অনেকেই খুশি। রাশা আবদুল্লাহ লিখেছেনঃ

Al Sisi announcing the end of Morsi's rule. Screen grab from CNN International

আল সিসি মুরসির শাসন অবসানের ঘোষণা দিচ্ছেন। সি এন এন থেকে স্ক্রিন গ্রাব 

@রাশাআবদুল্লাহঃ মিশর মুসলিম ব্রাদারহুডের পতন ঘটিয়েছে। ইতিহাস তৈরি হচ্ছে।

মিশরিয় হোসাম ইদ চিৎকার করে বলেতে চেয়েছেন [আরবি ভাষায়]:

مافيش اخوان تاني

@ইদঃ আর কোন [মুসলিম]ব্রাদারহুড থাকবে না।

এবং সংবিধান স্থগিতের ব্যাপারে ব্লগার এমান আব্দুলরেহমান ব্যঙ্গ পূর্ণ ভাষায় বলেছেন:

الى مزبلة التاريخ ياأعظم دستور في العاااااالم

@লাস্তোআদ্রিঃ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান এখন ইতিহাসের আস্তাকুড়ে।

মিশরীয় বিপ্লবের উপকেন্দ্র, শহরের কেন্দ্রস্থল কায়রোর তাহারির স্কয়ার থেকে রিপোর্ট:

@বেলট্রেওঃ এর আগে আমি এরকম কিছু দেখিনি: #মিশরের রাস্তায় ভিড় ও বেলাদি বেলাদি বেলাদি গানের সাথে বাজির বিস্ফোরণের গর্জন #মিশর

মুদ্রার উল্টো দিকে, এই ঘোষণায় মুরসির সামরথক্রা ক্ষোভ প্রকাশ করেছেনঃ মসা এলশামি রিপোর্ট করেছেনঃ

@মসাব্রিযিংঃ এমবি সাইটে খুব বিরক্ত। দূরবর্তী কামানের শব্দ শুনছি।

আরবরাও মিশরের পট পরিবর্তনের এই ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেঃ

ইয়মেনি আব্দুল্কাদের আল্গুনি টুইট করেছেনঃ

@আল্গুইনিঃ #মিশর সেনাবাহিনী এই মাত্র মুরসিকে সরিয়ে দিল।

বাহারাইনি সালমা ব্যাঙ্গ করেছেনঃ

جميلة يا #مصر

@সালমাসেসঃ মিশর খুবই সুন্দর।

বাহারাইন থেকে মন্সুর আল জামরি নোট লিখেছেনঃ

المصريون يصححون المسار وينهون حالة الاختطاف التي تعرض لها الربيع العربي. تحي مصر.

@মন্সুরআল_জামরিঃ মিশরীয়রা পথ সংশোধন ও আরব বসন্তকে ছিনতাই করেছে। মিশর দীর্ঘজীবী হোক।

এবং মরক্কোর আহমেদ ভিন্ন মত পোষণ করেনঃ

مصر في طريقها لتصبح باكستان.. إنتخابات ونقلاب .. إنتخابات وإنقلاب … إنتخابات انقلاب.. والنتيجة: كفر بالديموقراطية وتطرف ديني وسياسي

@ব্লাফরাঙ্কিয়াঃ মিশর পাকিস্তান হবার পথে। নির্বাচন এবং অভ্যুত্থান। নির্বাচন এবং অভ্যুত্থান। নির্বাচন এবং অভ্যুত্থান। ফলে গণতান্ত্রিক ব্যবস্থায় অবিশ্বাস এবং ধর্মীয় ও রাজনৈতিক চরমপন্থার সৃষ্টি হয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .