এক নম্বর রাজনৈতিক বন্দীর জন্মদিন উদযাপন করল রাশিয়ানরা

ফিনল্যান্ড সীমান্তের উত্তর রাশিয়ান প্রজাতন্ত্র, কারেলিয়ার একটি কারাগার কক্ষে – ২৬ জুন ২০১৩ তারিখে – মিখাইল খদরকভোস্কি তার ৫০ তম জন্মদিন অতিবাহিত করেছেন। সাবেক তেল পুঁজিপতিকে প্রতারণা এবং ট্যাক্স ফাঁকির অভিযোগে অক্টোবর ২০০৩ সালে গ্রেফতার করা হয়। ২০১০ সালে প্রথম তাঁকে তার তেল কোম্পানি ইয়কুস থেকে আত্মসাতের অভিযোগে অভিযুক্ত করা হয় এবং দোষী সাব্যস্ত করা হয়। খদরকভোস্কি বলে আসছেন যে, তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

M. B. Khodorkovsky, CC3.0 Unported.

এম বি খদরকভোস্কি, সি সি ৩.০ 

আগামী ২০১৪ সালে মুক্তির উপলক্ষে খদরকভোস্কির জন্মদিন স্মরণে দ্যা নিউ টাইমস পত্রিকা তাঁর একটি দীর্ঘ সাক্ষাত্কার ছেপেছে। যেখানে তিনি বলেছেন যে, মুক্তির [রুশ] সম্ভাবনা সম্পর্কে তিনি আশাবাদী ছিলেন না: 

А вообще мне уже трудно представить возможность освобождения: десять лет тюрьмы — не шутка.

কারাগারে দশ বছর কোন তামাশা নয়: মুক্তির সম্ভাবনা কল্পনা আমার জন্য ছিল কঠিন।

এক মন্তব্যকারী নোট লিখেছেন [রুশ]:

Непонятно, чего они боятся, почему не хотят их выпускать. Ходорковский, при всем уважении, никогда не собирался быть героем-освободителем.

আমি বুঝতে পারছি না তারা [কর্তৃপক্ষ] কিসের ভয়ে আছে। তারা তাদের মুক্তি দিতে চান না কেন [খদরকভোস্কি এবং তাঁর সহকর্মী বিবাদীকে]। সবাইকে সম্মান করে বলছি, খদরকভোস্কি স্বাধীনতার নায়ক হতে যাচ্ছে না।

এদিকে, সম্প্রতি লেভাদা কেন্দ্র দ্বারা আয়োজিত একটি ভোটে দেখা গেছে [রুশ], ৩৩% রাশিয়ানরা তাঁর আগাম মুক্তির সমর্থন করেন। যখন তাঁদেরকে জিজ্ঞেস করা হয়, কেন তারা মনে করে খদরকভোস্কি এখনও কারাগারে রয়ে গেছেন? এর উত্তরে ৪৭% ভোটার মনে করে কর্তৃপক্ষ তাকে মুক্ত করতে চান না। যাইহোক, এছাড়াও লেভাদা আরও রিপোর্ট করেছে, ৯০% রাশিয়ানরা খদরকভোস্কির প্রতি আগ্রহী নয়।

প্রায় ২০০০ জনের একটি দল মস্কোতে খদরকভোস্কির জন্মদিন উদযাপন এবং তার কারাদণ্ডের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে প্লে কার্ড সহ জড়ো হয়। পুলিশ অননুমোদিত সমাবেশটি করার জন্য কিছু লোককে আটক করে এবং অবিলম্বে ৪০ জনেরও বেশি অংশগ্রহণকারীদের মুক্তি দেয়। টমাসকে আরেকটি প্রতিবাদে মোট ৪০ জন মানুষ অংশগ্রহণ করে।

অনেকে খদরকভোস্কিকে অনলাইনে জন্মদিনের বার্তা পাঠিয়েছেন। তাঁর প্রেস সার্ভিস জনগণকে অনলাইনে ১৪০ অক্ষরের বার্তা পোস্ট করার সুযোগ দেয়। এটি গোটা বিশ্বে ভিডিও বার্তাও প্রকাশ করে।

বিরোধী দলীয় ব্লগার অ্যালেক্স ন্যাভালনি তার জন্মদিনে খদরকভোস্কির “স্বাস্থ্য এবং স্বাধীনতা” কামনা করেন [রুশ]ঃ

ন্যাভালনির সংক্ষিপ্ত লাইভ জার্নাল পোস্টে ৮৮১ টি মন্তব্য পেয়েছেন যার কিছু ছিল সমালোচনামূলক:

не нравится мне выделение ходорковского из кучи других несправедливо осужденных. Мы его хотим поздравить потому что он богатый?

আমি নিরপরাধ সাব্যস্ত অন্যদের মত খদরকভোস্কিকে স্বতন্ত্র করা পছন্দ করি না। সে ধনী বলে কি আমরা তাঁকে অভিনন্দন জানাচ্ছি ?

আরও বলেছেনঃ

Пусть сидит. И всех его бывших товарищей-олигархов к нему туда.

তাকে থাকতে দিন [কারাগারে]। এবং তার অন্যান্য সহকর্মীরাও তাঁর সাথে যোগ দিতে পারেন।

যদিও সেখানে তাঁর কিছু শুভাকাঙ্ক্ষী ছিল:

C днем рождения! Здоровья и сил! И свободы, конечно. Не только внутренней

শুভ জন্মদিন! স্বাস্থ্য এবং শক্তি! এবং অবশ্যই স্বাধীনতা। শুধু অভ্যন্তরীণ [স্বাধীনতা] নয়।

আরেকজন বলেছেনঃ

Каковы бы ни были реальные грехи Ходорковского, желаю ему стойкости и веры в то, что правосудие свершится.

খদরকভোস্কির বাস্তবতা যাই হোক না কেন, আমি তাঁর জন্য শুভকামনা জানাই এবং বিশ্বাস করি তাঁর ন্যায় বিচার হবে।

গ্রেফতার ও দোষী সাব্যস্ত হওয়ার প্রায় ১০ বছর পর, রাশিয়ান সমাজ খদরকভোস্কির ওপর মূলত: উদাসীন। যারা তার খেয়াল রাখবেন তাঁরা খদরকভোস্কির অপরাধবোধ এবং এর ফলাফল উভয় বিষয়ে ভাগ হয়ে গেছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .