আমেরিকান আইডলের আরবি সংস্করণ আরব আইডলের এ বছরের শিরোপা জিতেছেন ফিলিস্তিনের মোহাম্মাদ আসাফ। যেভাবেই হোক, বিভিন্ন আরব দেশ থেকে প্রতিযোগীদের অংশগ্রহণ সঙ্গীত প্রতিযোগিতাটিকে ইউরোভিশনের সমতুল্য করেছে। এ প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিটি দেশের অধিবাসীরা এ জয়কে একটি জাতীয় ট্রফির সাথে তুলনা করছে।
এ বছর আসাফের জয়ে কয়েক হাজার ফিলিস্তিনি রাস্তায় নেচে, গেয়ে উৎসব উদযাপন করছে।
@ইরিনএমকানিংহামঃ আজ রাত ফিলিস্তিনের জন্য একটি স্মরনীয় রাত। কেননা গাজাতে জন্মগ্রহন করা ২৪ বছর বয়সী গায়ক মোহাম্মাদ আসাফ আজ রাতে আরব আইডলের মুকুট জিতেছেন, মাবরুক [অভিনন্দন]!
আসাফ একটি উদ্বাস্তু শিবিরে বড় হয়েছেন এবং তার মা একজন ইউএনআরডব্লিউএ (ফিলিস্তিনী উদ্বাস্তুদের জন্য জাতিসংঘ ত্রাণ ও কর্ম সংস্থার) শিক্ষক। জয়ী হবার পর তাকেও ফিলিস্তিনের উদ্বাস্তুদের জন্য ইউএনআরডব্লিউএ – এর শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছেঃ
@জিনোবিয়াঃ মোহাম্মাদ আসাফ বর্তমানে ইউএনআরডব্লিউএ – এর একজন শুভেচ্ছাদূত
@লাসলিথোমাস৪২৭:#গাজা #ইউএনআরডব্লিউএ আনন্দ উদযাপনের হেতু তৈরী করায় আমার ভাইয়ের জন্য আমি অত্যন্ত আনন্দিত #আরবআইডল মোহাম্মাদ আসাফের জয়!
ফিলিস্তিন সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও গাজায় জন্ম নেওয়া আসাফকে, তাঁর কূটনৈতিক মর্যাদার স্বীকৃতি প্রদান করেছেনঃ
@আলাওয়াতিঃ মাহমুদ আব্বাস, মোহাম্মাদ আসাফকে অ-রাষ্ট্রিয় ফিলিস্তিনের কূটনৈতিক মর্যাদার স্বীকৃতি প্রদান করেছেন।
ইউএনআরডব্লিউএ – এর প্রতিক্রিয়া ও আব্বাসের এ নিয়োগ দেয়ার ব্যাপারে দিমা মন্তব্য করে বলেছেন যে, আসাফের শিরোপা জয়কে তাঁরা নিজেদের ব্যক্তিগত উদ্দেশ্য সাধনে ব্যাবহার করতে চাইছেন।
@দিমাএমঃ #আসাফের জয় #আরবআইডলের সবচেয়ে আকর্ষনীয় অংশ হলো কীভাবে ইউএনআরডব্লিউএ এবং আব্বাস তাঁর জয়কে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য ছিনতাই করে নিলেন।
জোসেফ দানা আব্বাসের প্রতিক্রিয়াকে, বিশেষকরে ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘটনার সাথে এটাকে মিলিয়ে বিদ্রুপ করেছেন।
@ইবনেজরাঃ আব্বাস, রামি হামদাল্লাহের পদত্যাগপত্র গ্রহন করেছেন। মোহাম্মাদ আসাফ হবেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ?
আরব বিশ্বে সঙ্গীত প্রতিযোগীতা অথবা ফুটবল ম্যাচ এবং রাজনীতির মাঝে সীমারেখা একে দেওয়া সবসময়ই কঠিন। আলি আবুনিমাহ টুইট করেছেনঃ
@আলিআবুনিমাহঃ দেখুন, আসাফের বিজয়ে ফিলিস্তিনিরা কতোটা আনন্দে মেতে উঠেছে। কল্পনা করুন তাঁরা ইসরাইলের জাতিগত বৈষম্যের পরাজয় কতোটা আনন্দের সাথে উদযাপন করবে!
কেউ কেউ এতে খুশী হননি। তাঁরা বলছেন এটা উদযাপন করার মতো কোন ঘটনা নয়। ইসলাম ফরিদ কঠোর ভাষায় [আরবি] টুইট করেছেনঃ
@islamfaried: باركوا يا جماعة للشعب الفلسطيني … محمد عساف حرر القدس وبنى مملكة بيت المقدس وقام بترميم المسجد الأقصى
@ইসলামফরিদঃ ফিলিস্তিনের জনগণকে অভিনন্দন, সবাইকে…মোহাম্মাদ আসাফ যেন জেরুজালেমকে মুক্ত করেছেন, সেখানে একটি রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং আল-আকসা মসজিদটি নতুন করে তৈরি করেছেন।
@নিভিনএঃ নির্বোধ আরবেরা ভোট দিতে, শৌখিন কাজ ও পোশাকপরিচ্ছদের জন্য টাকা অপব্যয় করতে পারে কিন্তু এটা ভুলে গেছে যে তাঁদের প্রতিবেশী, সিরিয়ার জনগণ ধুকে ধুকে মরছে #আরবআইডল
@ইয়াসিরআহমেদঃ ফালতু বিষয়ে ভোটের মাধ্যমে কীভাবে টাকা সংগ্রহ করা যায় তারই একটি অহেতুক গল্প #আরবআইডল। আরবের জনগণ শিল্পীদের ভোট দিতে পটু কিন্তু রাজনীতিবিদদের নয়।
যেভাবেই হোক এটি দীর্ঘ-সময়ধরে তৈরী ছাঁচে ফেলা চিত্রটি ভেঙ্গে দিয়েছে।
সেখানকার রাজনৈতিক পরিস্থিতির কারনে খুব অল্প সংখ্যক আরবই ফিলিস্তিনে এসেছেন এবং তাঁদের বেশিরভাগই খবরের যে ফুটেজগুলো দেখেছেন অথবা পত্রিকায় প্রকাশিত যে ছবিগুলো দেখেছেন, তা থেকে এই দেশ ও দেশটির মানুষ সম্পর্কে একটি ছাঁচে ফেলা চিত্র তৈরি করেছেন।
@আহমেদহাসেন_৪০ দু’টি টুইতে [আরবি] তা ব্যাখ্যা করেছেনঃ
احنا زمان اترسم في خيالنا ان اهل فلسطين ليل ونهار في مظاهرات وضرب حجارة او صواريخ …ولما عشنا الثورة عرفنا انك تنشغل بالسياسة والمظاهرات وبرضه تحب وتسمع اغاني وتحتفل بالعيد وتلعب كرة
আমাদের মানসিক ছবিটি অতীতে এমন ছিল যে, হয় ফিলিস্তিনের লোকেরা দিনে ও রাতে তাঁদের বেসামরিক ক্ষমতার স্পষ্ট প্রমান দিচ্ছে অথবা রকেট ও পাথর নিক্ষেপ করছে……কিন্তু এখানে আমরা বিপ্লব দেখার পর বুঝতে পেরেছি আপনারা রাজনীতি এবং বিক্ষোভ প্রদর্শনে অন্যমনস্ক হতে পারেন, এখনো প্রেমে পরতে পারেন, গান শুনতে পারেন, ফুটবল খেলতে ও উপভোগ করতে পারেন।
অন্যদের কাছে এই বিজয়ের একটি আবেগপূর্ণ মুল্য আছেঃ
@এলআরজারারঃ আমার বাবা ৭১ বছরের একজন বৃদ্ধ এবং যখন তিনি শুনলেন মোহাম্মাদ আসাফ #আরবআইডল – এ ফিলিস্তিনের জন্য গান গাইছেন, যেন দর্শক গেয়ে উঠছে “ফালাস্তিন” বলে তখন তিনি একটি শিশুর মতো কেঁদেছেন।
আসাফের বিজয় সম্পর্কে +৯৭২ – এর জন্য আবির আইয়ুব লিখেছেনঃ
অবশেষে আমরা যখন বাড়িতে গেলাম তখন দেখলাম মা হাসিহাসি মুখে টেলিভিশনের পর্দায় তাকিয়ে আছেন ……আমি মাকে জিজ্ঞাসা করলাম যখন ফলাফল ঘোষণা করা হল তখন আমাদের আশেপাশের অবস্থা কেমন ছিল। তিনি বললেন আতশবাজি যেন থামছিল না এবং এতে আমার দু’বছরের ভাগনি তালা ভয় পেয়ে ঘুম থেকে কেঁদে উঠেছিল। সে ভেবেছে সচরাচর বোমা বর্ষণের যে শব্দ হয় এ বুঝি তেমন কিছুই হবে; দুঃখের বিষয়! কিন্তু এটি এমন একটি বিষয় যা নিয়ে আমরা সবাই খুব আনন্দিত – এ ধরণের আনন্দ পেয়ে আমরা অভ্যস্ত নই। আমরা সমসময় যুদ্ধ, রক্ত এবং ধ্বংস দেখেছি। কিন্তু গতকাল সর্বপ্রথম আমরা সবাইকে দেখিয়ে দিয়েছি আমরা ভালোবাসা ও শান্তি প্রিয় জাতি, বরং যুদ্ধ ও রক্ত প্রিয় জাতি নই।
তিনি আরো লিখেছেনঃ
রাজনীতি যা পারেনি আসাফ তা করেছেঃ সে গাজাতে, পশ্চীম তীরে, জেরুজালেমে, ১৯৪৮ সালে অধিকৃত ভূমি এবং প্রবাসে ফিলিস্তিনিদের একত্রিত করেছে। তাঁরা সবাই নিজ বাসভূমির সীমানা ভুলে এবং রাজনৈতিক দলভুক্তির বাইরে এসে ফিলিস্তিনের এই শিল্পীকে সমর্থন জানিয়েছে। এটিই ফিলিস্তিনের সর্বশেষ লক্ষ্যঃ একতা।
নারভানা আবিরের সাথে একমত হয়ে শেয়ার করেছেনঃ
@নারভানা_১: প্রকৃতপক্ষেঃ মেশাল, হানিয়াহ এবং আব্বাসের চেয়ে কার্যকরভাবে মোহাম্মাদ আসাফ ফিলিস্তিনিদের একতাবদ্ধ করেছেন! #আসাফ #আরবআইডল