- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

সেনেগাল থেকে ফ্রান্স: ভিসার আগে চাই সম্মান

বিষয়বস্তু: পশ্চিম ইউরোপ, সাব সাহারান আফ্রিকা, ফ্রান্স, সেনেগাল, আন্তর্জাতিক সম্পর্ক, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, ভ্রমণ, শিক্ষা, সাহিত্য

আমি সিদ্ধান্ত নিয়েছি, ফ্রান্সের যাওয়ার ভিসা প্রত্যাখান করবো […] সেনেগালের হাজার হাজার নাগরিক যাদের সম্মান প্রাপ্য তাদের জন্যই আমি এটা ত্যাগ করবো। ফরাসি দুতাবাস প্রায়ই তাদের ভিসা না দিয়ে এই সম্মান থেকে বঞ্চিত করে।

সেনেগালের রাজধানী ডাকারের ফরাসি দুতাবাসের কাছে লেখা বোসো ড্রামির [1] খোলা চিঠিতে [2] এই শব্দগুলোই লেখা হয়েছে। বোসো ড্রামি [3] সেনেগালের একজন পরামর্শক। তিনি লন্ডন স্কুল অব ইকোনোমিক্স থেকে স্নাতক পাস করেছেন। তিনি প্যারিস থেকে একটি সাহিত্য পুরস্কার লাভ করেছেন। সম্প্রতি ফরাসি ভিসার জন্য আবেদন করার সময়ে তিনি এই অসম্মানের মুখোমুখি হন [4]। অনেক আফ্রিকান নাগরিক একই ধরনের অভিজ্ঞতার কথা তার এই খোলা চিঠির প্রতিক্রিয়ায় [5] [সব লিংক ফরাসিতে] অনলাইনে [6] তুলে ধরেছেন ।