“সন্দেহজনক” গাড়ি দূর্ঘটনায় জিম্বাবুয়ের এমপি নিহত

দেশের ডায়মন্ড শিল্প ও সরকার দলের মধ্যকার বন্ধন নিয়ে অনুসন্ধান চালাচ্ছিলেন  জিম্বাবুয়ের একজন স্পষ্টভাষী সংসদ সদস্য, যিনি একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। কেউ কেউ এটিকে সন্দেহজনক ঘটনা বলছেন।

এডওয়ার্ড চিন্দোরি-চিনিঙ্গা ১৯ জুন, ২০১৩ তারিখে মারা যান। তিনি যে গাড়িটি চালাচ্ছিলেন তার ব্রেক হঠাৎ বিকল হয়ে যায় এবং একটি গাছের সাথে ধাক্কা খায়। চন্দোরি-চিনিঙ্গা ছিলেন খনি ও শক্তি বিষয়ক সংসদীয় মন্ত্রীর দপ্তর কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী। তিনি রবার্ট মুগাবের নেতৃত্বাধীন জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়নের (প্যাট্রিয়টিক ফন্ট) তাঁর সহকর্মীদের দ্বারা দেশের ডায়মন্ড লুণ্ঠনের তদন্ত করছিলেন।

চিন্দোরি-চিনিঙ্গা গত সপ্তাহে জেডএএনইউ পিএফ কর্মকর্তাদের সম্পৃক্ততা এবং ডায়মন্ড শিল্পে তাঁদের মিত্রতা দেখিয়ে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেন।

জিম্বাবুয়ের রহস্যজনক গাড়ি দূর্ঘটনার দীর্ঘ ইতিহাসে শীর্ষ রাজনীতিবিদদের সম্পৃক্ততার কারনে জিম্বাবুয়ের অনেক অধিবাসী এ ব্যাপারে সন্দেহ করছেন। ১৯৮০ সালে স্বাধীনতার পর থেকে দেশটি বেশকিছু সংখ্যক রাজনীতিবিদদের সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করতে স্বচক্ষে দেখেছে। এসব রহস্যজনক সড়ক দূর্ঘটনার ক্ষেত্রে বেশকিছু প্রশ্নের কোন উত্তর পাওয়া যায় নি।

একটি কানাডা-ভিত্তিক আন্তর্জাতিক হীরক রক্ষী প্রতিষ্ঠানের আফ্রিকা কানাডা পার্টনারশিপ নিয়ে গবেষণার পরিচালক এ্যালেন মার্টিন। তিনি দাবি করেছেন চিন্দোরি-চিনিঙ্গা তাঁর কাছে গোপনে বলেছিলেন যে, তিনি “জানেন যে তাঁকে চিহ্নিত করা হয়েছে”।

এই ঘটনাটি জিম্বাবুয়ের অধিবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাঁদের ভয় জনিত অবসাদ এবং জেডএএনইউ পিএফ – এর সুখ-দুঃখময় ইতিহাসে আরো একজন রাজনীতিবিদকে হত্যা সম্পর্কে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করতে অনুপ্রাণিত করেছে।

Edward Chindori-Chininga's car after the accident. Photo source: Baba Jukwa Facebook page.

দুর্ঘটনার পর এডওয়ার্ড চিন্দরি-চিনিংগার গাড়িটি। ছবিঃ বাবা জুকুওা ফেসবুক পাতা 

সাংবাদিক লেন্স গুমা একজন পাঠকের সন্দেহ ফেসবুকে লিখে ধারন করে রেখেছেনঃ

“যদি রাস্তায় গাড়িটির গতি পরিবর্তন হয়ে থাকে এবং একটি গাছে আঘাত করে থাকে তবে এয়ারব্যাগটি কোথায় ???? এবং গাড়ির উইন্ডস্ক্রিনটা অক্ষত কেন ????????????????????????”

নেহান্দ্রা রেডিওর ফেসবুক ফ্যানপেজে হোন এডওয়ার্ড তাকারুজা চিন্দোরি-চিনিঙ্গার দূর্ঘটনা নিয়ে পাঠক মন্তব্য করেছেন।

ফেসবুকে নামহীন একটি বিস্ময়কর পেজ বাবা জুকওয়া, যিনি জেডএএইউ পিএফ – এর রাজনৈতিক চক্রান্তের প্রতি গোপনীয়। তিনিই প্রথম প্রয়াত সংসদ সদস্যের জীবন হুমকিতে বলে সতর্ক করেছিলেন। তিনি সংকেত দিয়েছেন যে জেডএএনইউ পিএফ – এর কর্মকর্তারা মনে করে রহস্যময় বাবা জুকওয়ার পেছনের মানুষটি হচ্ছেন চিন্দোরি-চিনিঙ্গা। তাঁর মৃত্যুকে অনুসরণ করে বাবা জুকওয়া লিখেছেনঃ

ম্যাশনাল্যান্ড কেন্দ্রীয় মাফিয়া তাই করেছে, যা নিয়ে আমি কয়েক সপ্তাহ আগে সতর্কবাণী দিয়েছিলাম। চিন্দোরি-চিনিঙ্গা সরাসরি তাঁদের বলেছিলেন যে যদি তাঁরা ক্রমাগতভাবে তাঁকে কোণঠাঁসা করে রাখার চেষ্টা চালাতে থাকে তবে তিনি ভাপানদুকি (বিদ্রোহী) দলের সাথে যোগ দেবেন। এবং আমি অবাক হলাম যে তিনি কেন গ্রাহ্য করলেন না, যখন আমি আসন্ন বিপদ সম্পর্কে তাঁকে সতর্ক করে দিয়েছিলাম।

ডাসন্টম্যাটার টোংগারা বিশ্বাস করেন সংসদ সদস্য দলভ্রষ্ট হয়ে যাচ্ছিলেনঃ

এটাকে খুব সাধারণ একটি ঘটনা বলে মনে হচ্ছে। আমি বিজের [বাবা জাকুওয়া] সাথে একমত হতে চাই যে তিনি দলভ্রষ্ট হয়ে যাচ্ছিলেন এবং গাড়িটিকে ইচ্ছাকৃতভাবে গাছের সাথে আঘাত করা হয়। হোন এডওয়ার্ড তাকারুজা চিন্দোরি-চিনিঙ্গার জন্য আমার হৃদয়ে রক্ত ক্ষরণ হয়। আমি ফেসবুকে তাঁর সাথে কথা বলেছি এবং তাঁকে সতর্ক করেছি যে আপনি খনি বিষয়ক মন্ত্রীর দপ্তরের চেয়ারম্যান হিসেবে অত্যন্ত ঝুঁকির মধ্যে আছেন, যদি আপনি আপনার দায়িত্ব সততার সাথে পালন করেন। জেডএএনইউ পিএফ একটি মাফিয়া চক্র, তাঁরা সকলের সামনে প্রকাশিত হতে চায় না, বিশেষ করে হীরক শিল্প কেলেঙ্কারি বিষয়ে। হোন এডওয়ার্ড তাকারুজা চিন্দোরি-চিনিঙ্গা এর জন্য সমবেদনা।

মন্ত্রী ডেভিড কোলটার্ট (@ডেভিডকোলটার্ট) টুইট করেছেনঃ

@ডেভিডকোলটার্টঃ রাতে এডওয়ার্ড চিন্দোরি চিনিঙ্গার মৃত্যুর খবর পেয়ে আমি খুব দুঃখ পেয়েছি। তিনি একজন সাহসী সংসদ সদস্য, সাম্প্রতিক সময়ের খনি শিল্পের দুর্নীতি প্রকাশে যার অবদান অতুলনীয়।

সাংবাদিক কাবা মাতশাজি (@কাবামাতশাজি) পোস্ট করেছেনঃ

@কাবামাতশাজিঃ জিম্বাবুয়ের সংসদ সদস্য এডওয়ার্ড চিন্দোরি চিনিঙ্গা ডায়মন্ড আয়ের কেলঙ্কারি নিয়ে বেশ কয়েকজনকে অভিযুক্ত করে একটি রিপোর্ট প্রকাশিত করার কয়েক দিন পরে, গাড়ি সংঘর্ষে তিনি মারা গেছেন বলে রিপোর্ট করা হয়েছে।

জিম্বাবুয়েতে এটি নির্বাচনের বছর তাই সাংবাদিক কোবিলি ভেভে (@কোবিলিভেভে) লিখেছেনঃ

@কোবিলিভেভেঃ এই মৌসুমে জিম্বাবুয়ের রাজনীতিবিদেরা গাড়ি দুর্ঘটনায় মারা যাচ্ছেন এবং আমাদের ওপরে ভোটের জন্য নির্ভর কেউ কেউ আছেন যারা যৌন কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

সাল আমান্ডা (@জিমবার্ড) পোস্ট করেছেনঃ

@জিমবার্ডঃ এ মাসের শুরুর দিকে চিন্দোরি-চিনিঙ্গা বলেছিলেন যে তিনি জানতেন যে তাঁকে “চিহ্নিত করা হয়েছে”। হুম, কয়েক মাসের ব্যবধানে দুইটি গাড়ি দুর্ঘটনা, যার মধ্য দ্বিতীয়টি অত্যন্ত হৃদয় বিদারক।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .