ইরানিরা স্বস্তির সাথে এক পরিবর্তন উদযাপন করছে। মঙ্গলবার, ১৮ জুন ২০১৩ তারিখে ইরানিরা সেসময় রাস্তায় আনন্দে উন্মাতাল হয়ে ওঠে, যখন ইরানের জাতীয় দল দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিল ২০১২ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। ইরানের রাষ্ট্রপতি নির্বাচনে হাসান রোহানির জয়ের ঘোষাণার খুশি এবং আনন্দ উদযাপনের একদিন পরেই এই ঘটনা ঘটল।
তেহরানের লাহেহ পার্কে উদযাপন
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=OviIceNKLU4
কারাবন্দী এক বিরোধী নেতাকে স্মরণ করা
নাগরিকরা এই জয় উদযাপন করছে, তবে তারা তাদের কারাবন্দী নেতা মীর হুসেন মোসাভিকে ভুলে যায়নি, বিরোধী এই নেতা বর্তমানে কারা বন্দী। তারা স্লোগান দেয়। রোহানি, মীর হোসেন মোসাভি আমরা বিশ্বকাপে যাচ্ছি।
তাব্রিজে উদযাপন
ইরানের সকল নগরীতে নাগরিকরা উদযাপন করছে।
ইস্পাহানে উদযাপন