- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

শিল্পীদের সঙ্গে ভিডিও কথোপকথনে সমসাময়িক ভারতীয় শিল্পকলা অন্বেষণ

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, ভারত, নাগরিক মাধ্যম, শিল্প ও সংস্কৃতি

দ্যা রিগার্ডিং ইন্ডিয়া [1]প্রকল্প হচ্ছে ভারতীয় শিল্পীদের সঙ্গে তাদের কাজের বিষয়ে ভিডিও সাক্ষাৎকারের একটি সিরিজ। প্রকল্পটি কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের চিত্রশিল্পী এবং শিল্প অধ্যাপক ক্যাথরিন ম্যাইয়ার্স [2] দ্বারা পরিচালিত হচ্ছে।

ম্যাইয়ার্স মূলত: ভারতের শিল্প ও সংস্কৃতির উপর গবেষণা করছেন। ২০১১ সালে একটি ফুলব্রাইট ফেলোশিপের [3] সময় তিনি প্রকল্পটির কাজ শুরু করেন। শিল্পকলার একজন শিক্ষার্থী থাকা অবস্থায় একটি সাক্ষাত্কার দেখে তিনি রিগার্ডিং ইন্ডিয়ার ব্যাপারে অনুপ্রাণিত [4]হয়েছিলেন। তখন তিনি ভারতীয় শিল্প ও জনপ্রিয় সংস্কৃতির উপর শিক্ষা দেবার জন্য একটা কোর্সের ডিজাইন করেন। সমকালীন ভারতীয় শিল্প সম্পর্কে আগ্রহী যেকোন কারও জন্য এটি একটি সম্পদ।

এ পর্যন্ত ষাট জন শিল্পীর সাক্ষাত্কার নেওয়া হয়েছে এবং ভিডিও সম্পাদনা শেষ হলেই সেগুলো রিগার্ডিং ইন্ডিয়ার ওয়েবসাইটে আপলোড করা হবে।

শিল্পী এবং চলচ্চিত্র নির্মাতা সারনাথ ব্যানার্জী, [5] যিনি ভারতের প্রথম গ্রাফিক ঔপন্যাসিক হিসাবে পরিচিতঃ

অর্পনা কাউর [6] একজন চিত্রশিল্পী, যার কাজে আধ্যাত্মিক ভাবনা প্রকাশ পায়ঃ

দীনেশ খান্না [7], একজন সুপরিচিত আলোকচিত্রীঃ

কৃষ্ণরাজ চোনাট [8] একজন ভাস্কর এবং ইনস্টলেশন শিল্পী, যিনি তাঁর কাজে রীতিবিরুদ্ধ উপকরণ ব্যবহার করেন। যেমন, চন্দন কাঠের সাবান ও ই-বর্জ্যঃ

ছোট ছবি:  স্ক্রিনশটটি অর্পনা কাউরের সঙ্গে সাক্ষাত্কার [9] থেকে নেওয়া।