ঢাকার বাস যাত্রীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ঢাকার প্রথম বাস মানচিত্র। একই সঙ্গে মানচিত্রটির কাগজে ভার্সনও প্রকাশ পেয়েছে। গত ৫ জুন ২০১৩ তারিখে ঢাকার বাস যাত্রীদের মধ্যে ৫ হাজার মানচিত্র বিতরণ করা হয়। মানচিত্রটি এখনো আলফা পর্যায়ে আছে। এখন এতে ৭৫% পর্যন্ত সঠিক ফলাফল পাওয়া যাবে।
ঢাকা বাংলাদেশের রাজধানী। এখানে প্রায় দেড় কোটি মানুষ বসবাস করেন। এই দেড় কোটি মানুষের যাতায়াতের প্রধান বাহন হলো বাস। কিন্তু এতদিন ঢাকার কোনো বাস মানচিত্র ছিলো না। একদিকে মানচিত্রের অভাব, অন্যদিকে অত্যাধিক বাসের চাপ ঢাকার যোগাযোগ ব্যবস্থাকে ভঙ্গুর করে রেখেছিল। আশা করা হচ্ছে, ঢাকার প্রথম বাস মানচিত্র সবার জন্যই উপকার বয়ে আনবে।
ঢাকাবাসীর জন্য প্রথম বাস মানচিত্র তৈরি করেছেন ক্যাম্ব্রিজ, ম্যাসাচুস্যাটস এর সোশ্যাল ভেঞ্চার গ্রুপ আরবান লাঞ্চপ্যাড এবং বাংলাদেশের অ্যাডভোকেসি সংস্থা কেওকারাডং। ২০১২ সালের জানুয়ারি মাসে মানচিত্র তৈরির পাইলট প্রজেক্ট হাতে নেয়া হয়। তারা ঢাকার বাস সিস্টেমের তথ্য সংগ্রহের জন্য স্মার্টফোন দিয়ে কিছু স্বেচ্ছাসেবী নামান যারা বিভিন্ন রুটের বাস ট্র্যাক করেন এবং যাত্রীদের মতামত নেন। তারা তথ্য সংগ্রহের জন্য এই প্রক্রিয়াকে ‘ফ্লকসোর্সিং’ বলছেন।এই প্রকল্পে অর্থায়ন করেছে কিকস্টার্টার। উল্লেখ্য, কিকস্টার্টার হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠান, যারা উন্নয়নমূলক এবং সৃজনশীল কাজে অর্থ সংগ্রহে সহযোগিতা করে থাকে।
ঢাকার প্রথম বাস মানচিত্র বাস যাত্রীদের জন্য আর্শবাদ হয়ে এসেছে। টুইটার ব্যবহারকারী মিজানুর রহমান (@MadLungiFilmz) লিখেছেন:
@MadLungiFilmz: আমার মতো আরো অনেক সাধারণ বাস যাত্রীর কাছে এটা আর্শীবাদ হয়েছে। ঢাকার প্রথম বাস মানচিত্র ফ্লকের এক অসাধারণ উদ্যোগ। http://fb.me/1KIhOXJHg
জ্যাকুলিন এম ক্লপ (@jmklopp1) বলেছেন:
ব্লগার এবং কবি মামুন এম আজিজ সামহোয়্যারইনব্লগে লিখেছেন:@jmklopp1: চমৎকার ঢাকার প্রথম বাস মানচিত্র। http://kck.st/RDQi5N via @kickstarter
ঢাকায় বাস সার্ভিসের অব্যবস্থাপনার শেষ নাই, এর উপর বাসস্টপের সুনির্দিষ্ট চিহ্ণিতকরণও সেভাবে করা নেই। ঢাকা শহরের পরিবহণ ব্যবস্থার অনেক সমিতি বা সংগঠন থাকলেও বাস রুট নেটওয়ার্ক ব্যবস্থা বেশ স্বাধীনও বটে। এইসব সমস্যা প্রথম বাস ম্যাপটি করতে গিয়ে সেচ্ছাসেবকদের নানান জটিলতায় পর্যবসিত হতে বাধ্য করেছে । তথাপি একটি সফল মানচিত্র তারা ঠিকই দাঁড় করাতে পেরেছে। মানচিত্রটির এক পাতায় রুট সমূহ চিত্রিত হয়েছে এবং অন্য পাতায় বাস এর নম্বর, কোম্পানী নাম এবং ছাড়ায় ও গন্তব্য স্থানের নাম আলাদা ভাবে চিহ্নিত করা হয়েছে।
ঢাকার প্রথম বাস মানচিত্র তৈরির উদ্যোগ সফল হয়েছে বিভিন্ন মানুষের সহযোগিতায়। হ্যারি ভ্যান ডার ভেল্ডে (@harryzicht) ক্রাউডপাওয়ার বা জনগণের শক্তির কথা উল্লেখ করেছেন:
@harryzicht: ক্রাউডপাওয়ার! চিত্র, কর্মতত্পরতা এবং সবার সহযোগিতা। আমি ঢাকার প্রথম বাস মানচিত্রের পেছনে ছিলাম। @Kickstarter http://kck.st/RDQi5N
ঢাকার ৫0 লক্ষ বাস যাত্রীর ওপর এটা ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করেন তরুণ উদ্যোক্তা ন্যাশ ইসলাম (@nashislam):
@nashislam: আমি ঢাকার প্রথম বাস মানচিত্র-এর জন্য সহযোগিতা করেছি। এটা শহরের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলবে। নিজেই দেখুন http://kck.st/RDQi5N