গত ৪ জুন, ২০১৩ তারিখে ইরানের ইস্ফাহানে হাজার হাজার মানুষ আয়াতুল্লাহ জালাল আল-দীন তাহেরির অন্ত্যেষ্টিক্রিয়ায় মিছিল অংশ নেয়। তিনি ছিলেন একজন উর্ধ্বতন ধর্মীয় ব্যক্তিত্ব এবং স্বৈর শাসনের অন্যতম সমালোচক। সেখানে জনগণ মেহেদী কাররউবি এবং মীর হুসেন মুসাভী নামের গৃহবন্দী দুই প্রধান বিরোধী দলের নেতার সমর্থনে স্লোগান দিয়েছেন। তারা “স্বৈরাচার নিপাত যাক!” এবং “স্বৈরাচারদের জন্য লজ্জা!” বলেও জোরালো চিৎকার করেন।
২০১২ সালে ইরানের প্রধান শহর ইস্ফাহানের শুক্রবারের প্রার্থনার বক্তার অবস্থান থেকে আয়াতুল্লাহ তাহেরি ইস্তফা দিলে অনেক ইরানি মর্মাহত হয়। ইস্তফা পত্রে তিনি লিখেছিলেন যে, “দৃশ্যমান বাস্তবতায়” তিনি তাঁর চোখ বন্ধ রাখতে পারবেন না। যেখানে সদ্গুণের ফুলগুলো পদদলিত হচ্ছে। মানের অধঃপতন এবং আধ্যাত্মিকতা ধ্বংস হওয়ায় মানুষ অসহনীয় দুর্ভোগে পড়ছে।
স্বৈরাচার নিপাত যাক
@আদেজিও টুইট করেছেন এই বলে যে, বিশাল উপস্থিতির মৌলিক স্লোগান মধ্য জুনের নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে তার মৃত্যুকে চিহ্নিত করছে।
রাজনৈতিক বন্দীদের মুক্তি দেবার জন্য মানুষ আহ্বান করেছে বলে সেতাদ সালাম টুইট করেছেন।