মার্কিন আলোকচিত্রী জিওফ্রে হিলার বর্তমানে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও লাহোরে ফুলব্রাইট বৃত্তিতে ফটোগ্রাফি শেখান। তিনি তার অভিজ্ঞতা নিয়ে ইনসাইড পাকিস্তান নামক একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন। পাতা সম্পর্কিত ব্লগগুলোতে তিনি লিখেছেন:
এটি পাকিস্তানে আমার প্রথম ভ্রমণ এবং প্রায়ই এখানে বাস্তবতা আমার আশার চেয়ে ভিন্ন। ইসলামাবাদ একটি পরিকল্পিত শহর যা ষাটের দশকের শুরুতে বাড়িঘর ও উদ্যান নিয়ে নির্মিত হয়েছিল, তা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সমৃদ্ধ এলাকার মত। অধিকাংশ মার্কিন শহরের চেয়ে এটি পরিষ্কার। এখানে পাবলিক বাস বা সিনেমা হল নেই কিন্তু অনেক ভালো বইয়ের দোকান রয়েছে। ক্লাসের মধ্যে আমি আমার ছাত্রদের সাথে “অন্য” পাকিস্তান পরিদর্শনের পরিকল্পনা করি। যা নিয়ে এখানে লেখা হয় নি।