ছবিঃ পাকিস্তানে গরম

experiencing a thirty year record breaking heat wave. People are without electricity for up to twenty hours a day and have to cope with it. Image by Geoffrey Hiller. Used with permission.

লাহোর শহরে ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ গরম পড়েছে। এ জায়গায় ২০০৮ থেকে সরকারের বিদ্যুতস্বল্পতার দৈনিক বিশ ঘন্টার উপরে লোকজনকে বিদ্যুতবিহীন অবস্থায় থাকতে হয়। ছবি জিওফ্রে হিলারের সৌজন্যে। অনুমতি সাপেক্ষে ব্যবহৃত।


মার্কিন আলোকচিত্রী জিওফ্রে হিলার বর্তমানে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও লাহোরে ফুলব্রাইট বৃত্তিতে ফটোগ্রাফি শেখান। তিনি তার অভিজ্ঞতা নিয়ে ইনসাইড পাকিস্তান নামক একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন। পাতা সম্পর্কিত ব্লগগুলোতে তিনি লিখেছেন:

এটি পাকিস্তানে আমার প্রথম ভ্রমণ এবং প্রায়ই এখানে বাস্তবতা আমার আশার চেয়ে ভিন্ন। ইসলামাবাদ একটি পরিকল্পিত শহর যা ষাটের দশকের শুরুতে বাড়িঘর ও উদ্যান নিয়ে নির্মিত হয়েছিল, তা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সমৃদ্ধ এলাকার মত। অধিকাংশ মার্কিন শহরের চেয়ে এটি পরিষ্কার। এখানে পাবলিক বাস বা সিনেমা হল নেই কিন্তু অনেক ভালো বইয়ের দোকান রয়েছে। ক্লাসের মধ্যে আমি আমার ছাত্রদের সাথে “অন্য” পাকিস্তান পরিদর্শনের পরিকল্পনা করি। যা নিয়ে এখানে লেখা হয় নি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .