- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ক্যাম্বোডিয়ার অন্ধকারের মানচিত্র

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, ক্যাম্বোডিয়া, উন্নয়ন, নাগরিক মাধ্যম, ব্যবসা ও অর্থনীতি, সরকার

নমপেন ভিত্তিক এক ক্রাউডসোর্সিং উদ্যোগ, নমপেন এবং ক্যাম্বোডিয়ার অন্যান্য এলাকায় নিয়মিত ভাবে বিদ্যুৎ [1] না থাকার বিষয়টি নিয়ে এক মানচিত্র প্রস্তুত করেছে। আরবাব ভয়েস বিগত দুই মাস ধরে বিদ্যুৎ না থাকার ১১০ টি রিপোর্ট গ্রহণ করেছে, আর দেশটির কোন কোন অঞ্চলে দিনে দশ ঘণ্টা ধরে বিদ্যুৎ না থাকার মত ঘটনাও ঘটেছে।

২২ মে তারিখে দক্ষিণ ভিয়েতনামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় [2] নমপেন একেবারে অন্ধকারে ডুবে যায়। ক্যাম্বোডিয়ার ৪০ শতাংশ বিদ্যুৎ আসে ভিয়েতনাম থেকে। ব্যাপকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ঘটনা দেশটির অনলাইনে জাতীয় বিদ্যুৎ পরিস্থিতির [3] নিয়ে ব্যাপক আলোচনার জন্ম হয়। নাগরিকরা সাম্প্রতিক মাসগুলোতে বিদ্যুৎ না থাকার [4] ঘটনার ব্যাখ্যা দাবি করেছে।

সে দিন যদিও রাত আটটার সময় বিদ্যুৎ চলে আসে, তারপরেও নমপেনের বাসিন্দারা ছিল ক্ষুদ্ধ। বিদ্যুতের এই আসা যাওয়ার স্থিরতা না থাকার কারণে তাদের এক সামাজিক-অর্থনৈতিক মূল্য প্রদান করতে হচ্ছে।

Blackout mapping in Cambodia. Image from Urban Voice [5]

ক্যাম্বোডিয়ার নমপেনে ব্লাকআউট মানচিত্র, ছবি আরবান ভয়েস-এর।

আরবান ভয়েসে-এর মাই সোভান্না দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইলেকট্রিসিটে দু কম্বোজ-এর মানচিত্রের ফলাফল উপস্থাপন করেছে [5]:

এখানে এক কথায় বলা যায়, ঘটনাটি দেশে কেবল বিদ্যুৎ না থাকার বিষয় নয়, বিদ্যুতের আসা যাওয়ার বিষয়ে কোন ধারণা না থাকা। কখন, কোথায়, এবং কতক্ষণ বিদ্যুৎ থাকবে না, সে সব বিষয়ে কোন ধারণা না থাকা? এতে ব্যবসায় সামাজিক-বাণিজ্যিক এক মূল্য যুক্ত করতে হচ্ছে। এই বিষয়টি খুব সহজেই উপেক্ষা করা যেত, যদি নমপেনের বাসিন্দারা জানতে পারত কোন কোন এলাকায় বিদ্যুৎ থাকবে না, আর তা জেনে তারা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারত।

আরবান ভয়েস বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছে [6] তারা যেন উল্লেখ করে কোন সময় কোন এলাকায় বিদ্যুৎ প্রদান বন্ধ রাখবে:

এখানে ইলেকট্রিসিটে দু কম্বোজের (ইডিসি) প্রতি আমাদের বার্তা; কোথায় কখন বিদ্যুৎ থাকবে না তা প্রকাশ করুন, অথবা আমাদের একটা উত্তম ব্যাখ্যা দিন কেন এই তালিকা প্রকাশ করা প্রায় এক “অসম্ভব” বিষয়।

Image from Urban Voice [7]

ছবি আরবান ভয়েস থেকে নেওয়ায়

ক্যাম্বোডিয়ায় বিদ্যুৎ না থাকার বিষয়ে টুইটারে আসা কিছু প্রতিক্রিয়া এখানে তুলে ধরা হল:

@ক্যারিজেয়ান্নেজ [8] আমার ক্যাম্বোডিয় জীবনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম সময় বিদ্যুৎবিহীন অবস্থায় আমি আমার বাসার ছাদে বসে আছি, যেখানে (সামান্য) মৃদু হাওয়া বইছে, টিকটিকির টিকটিক এবং ঝিঁঝিঁ পোকার ঝিঁ……ঝিঁ তান শুনছি।

@সি_ পানহাভিওন [9] বৃষ্টি পড়ছে, নেমে আসুক ফোঁটায় ফোঁটায়, আর ধরণীকে শীতল করুক। এখন দারুন গরম, এদিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ।

@সোক্লাইয়া৫৪৩ [10]বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন। আমি এখন কোন কাজ করতে পারছি না।