
মাশায়ি (বামে) এবং রাফসানজানি
সুত্র: http://isna.ir/
রাজনৈতিক জীবনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ইরানে ইসলামী শাসকদের ইচ্ছা আবারও অনেককে হতবাক করেছে। কারণ নির্বাচনের জন্য তাঁরা ৬০০ এর অধিক রেজিস্ট্রিকৃত প্রেসিডেন্ট প্রার্থী থেকে তাঁদের পছন্দের শুধুমাত্র আট জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে।
বিশেষ করে, দ্যা কনজারভেটিভ কাউন্সিল অব গার্ডিয়ান দুটি উচ্চ প্রোফাইলের প্রার্থীকে অযোগ্য ঘোষণা করার পরই সবচেয়ে বিতর্কের জন্ম দিয়েছে। তাঁরা হচ্ছেন, সাবেক রাষ্ট্রপতি আকবর হাশেমি রাফসানজানি এবং বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সুহৃদ ইস্ফান্দিয়ার রহিম মাশায়ি। এখন শুধুমাত্র খামেনি এই সিদ্ধান্ত বদলাতে পারেন।
নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারির পর রাফসানজানি ইরানের নেতৃত্ব দানে অযোগ্যতা এবং অজ্ঞতার দায়ে প্রকাশ্যে অভিযুক্ত হয়েছেন।
ব্লগার মলা হাসানি বলেছেন [ফার্সি]:
আমি খুব অব্যাহতিপ্রাপ্ত হয়েছি যখন শুনলাম, রাফসানজানিকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এটা কি মজার নয় যে তারা ইরানের উপযোগিতা বুদ্ধিবৃত্তি কাউন্সিলের চেয়ারম্যানকে অযোগ্য ঘোষণা করেছে? তারা [অভিভাবকদের কাউন্সিল] সত্যিই মূঢ় এবং এই নির্বুদ্ধিতা আমাদের খুশি এবং আশাবাদী করে তোলে।
আযারাকান বলেছেন [ফার্সি]:
গার্ডিয়ান কাউন্সিলের সিদ্ধান্ত আলী খামেনির পক্ষেই বদলানো সম্ভব এবং বিভিন্ন কারণে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তিনি রাফসানজানিকে তাঁর প্রচেষ্টা চালিয়ে যেতে দিতে পারেন। যেমনঃ তিনি রাফসানজানিকে বোঝাতে চান যে, তিনি তাঁর মহত্ত্ব থেকে ধন্যবাদ দিতে পারেন। খামেনি ২০০৯ সালের ক্ষতিগ্রস্ত নির্যাতিত ব্যক্তিদের দেখাতে পারেন যে তিনি একজন জ্ঞানী এবং ভালো নেতা। এছাড়াও একমাত্র তিনিই যে সব নিয়ন্ত্রণ করেন এর মাধ্যমে তা পাশ্চাত্য ক্ষমতাধারিদেরও দেখাতে পারেন।
মাশায়ি এর প্রার্থীতা পুনঃস্থাপনে হস্তক্ষেপ করতে আলী খামেনির প্রতি আহ্বান জানিয়ে মাশায়ি এর সমর্থকদের একটি গ্রুপ তাদের ব্লগে একটি বিবৃতি প্রকাশ [ফার্সী ভাষায়] করেছে।
ব্লগার ইমায়ান লিখেছেন [ফার্সী ভাষায়] যে, কাউন্সিল অব গার্ডিয়ান মিথ্যা এবং খামেনি সমগ্র জনসংখ্যার উপর তার একটি ভোট আরোপ করতে চান।
বেলগিরান লিখেছেন [ফার্সী ভাষায়], আগামী নির্বাচনে কোন কিছুরই সমাধান করা যাচ্ছে না।
“সরকার মৃত, সামরিক বাহিনী তার কাঁধের উপর একটি মৃতদেহ বহন করে চলেছে। এটি সমাহিত করার সময় এখনই। মানুষ পরিবর্তন চায়”।